মুম্বই : মাদক মামলায় সারা আলি খানের নাম জড়িয়েছে । তাঁকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে NCB । তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । এই অবস্থায় কিন্তু, সইফকে একবারের জন্যই সারা প্রসঙ্গে কথা বলতে শোনা যায়নি । শোনা যাচ্ছিল যে, তিনি নাকি নিজেকে সারার থেকে দূরে সরিয়ে নিয়েছেন । এইসব খবর কি সত্যি ? জেনে নিন সইফের নিজের বক্তব্য...
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে সইফকে প্রশ্ন করা হয় যে, সারা বা ইব্রাহিমকে কম সময় দেওয়ার জন্য অপরাধবোধে ভুগছেন তিনি ? তইমুরকে নিয়ে সইফের ব্যস্ততা বা চতুর্থ সন্তান আসার অপেক্ষা, এইসবের মাঝে কি সারার সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর ?
এই প্রশ্নে সইফ জবাব দেন, "আমি সবসময় ওদের সঙ্গে আছি । তিন সন্তানকে একইভাবে ভালোবাসি । হ্যাঁ, এটা সত্যি যে আমি তইমুরের সঙ্গে অনেকটা সময় কাটাই । তবে সারা আর ইব্রাহিমের সঙ্গে আমার সবসময় যোগাযোগ থাকে । এক একজন সন্তান মানে হৃদয়ের এক একটা টুকরো । প্রত্যেকের আলাদা জায়গা আছে ।"
তিন বয়সী ছেলেমেয়ের জন্য তিন রকমের পেরেন্টিং করে থাকেন সইফ । তাই সময় বেশি দেওয়া বা কম দেওয়া নিয়ে কোনও মাথাব্যথা নেই তাঁর । সংবাদমাধ্যমকে সাফ জানালেন অভিনেতা ।
অমৃতা সিংয়ের সঙ্গে ডিভোর্সের পর থেকে সারা আর ইব্রাহিম তাঁদের মায়ের সঙ্গেই থাকে । অন্যদিকে সইফ দ্বিতীয়বার বিয়ে করেছেন করিনা কাপুরকে । তাঁদের সন্তান তইমুর । আরও এক সন্তান আসার অপেক্ষা করছেন সইফ-করিনা ।