মুম্বই : শরীরে মেদের চিহ্ন মাত্র নেই । তাও বেলি ডান্সে মেতেছেন ইলিয়ানা ডি ক্রুজ় । আন্তর্জাতিক কার্ব দিসব উপলক্ষে বেলি ডান্স করেন তিনি । নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিয়ো শেয়ারও করেছেন ।
ভিডিয়োতে কালো রঙের পোশাকে হাসি মুখে বেলি ডান্স করতে দেখা গেছে তাঁকে । ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন , "আমার মুড, যখন কেউ বলে আমি শর্করা (কার্বোহাইড্রেট) জাতীয় খাবার খেতে পারব । "
অভিনেতাদের শরীরটাই প্রধান । মেদহীন শরীর মেনটেন করাটাই প্রধান তাঁদের কাছে । তবে ছবির প্রয়োজনে কখনও তাঁদের মোটাও হতে হয় । কিন্তু, খাবারের দিকে সব সময় লক্ষ্য রাখেন তাঁরা ।
এদিকে ইলিয়ানার বেলি ডান্স দেখে আনন্দিত তাঁর ভক্তরা । অবশ্য কেউ কেউ অশালীন মন্তব্যও করেছে ।
দু’দিন আগেই এক বছর আগের একটি ছবি রি-পোস্ট করেন ইলিয়ানা। ইনস্টগ্রামে সে ছবি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল ।
- View this post on Instagram
Mood when I’m told I can have carbs today 💃🏻 @chandiniw @stacey.cardoz 😛
">