ETV Bharat / sitara

'সোনার কেল্লা'-র সারাংশে সলমন খানের 'দাবাং'-এর গল্প ! - SALMAN

51 তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) ওয়েবসাইট দেখলে চোখ কপালে উঠবে । 'সোনার কেল্লা'-র প্লটে লেখা 'দাবাং'-এর গল্প ।

dabangg confused with sonar kella
dabangg confused with sonar kella
author img

By

Published : Jan 18, 2021, 10:15 AM IST

মুম্বই : ছোটোখাটো ভুল অনেক সময় চোখ এড়িয়ে যায় । তবে এহেন বিশাল ভুল চোখ এড়াল না কারও । তাও আবার আইএফএফআই-এর ওয়েবসাইটে । সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা'-র সারাংশে লেখা সলমন খানের 'দাবাং'-এর গল্প ।

শুধু এটুকুই নয় । 'সোনার কেল্লা'-র প্রযোজক হিসেবে রয়েছেন আরবাজ় খান, মালাইকা আরোরা ও ধিলিন মেহতার নাম । তাঁরাই 'দাবাং'-এর প্রযোজক ছিলেন । এমন মারাত্মক ভুল কি সহজে মেনে নিতে পারেন সিনেপ্রেমীরা ? স্ক্রিনশট তুলে ঘটনাটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেন তাঁরা ।

এরপরেই ক্ষমা চেয়ে নেয় আইএফএফআই কর্তৃপক্ষ । নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁরা জানান, "এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা চাইছি । ইতিমধ্যে ওই ভুলটি সংশোধন করা হয়েছে ।"

বিষয়টি চাউর হওয়ার পর পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় নিজের টুইটার অ্যাকাউন্টে মজা করে লেখেন, "থাপ্পড় সে ডর নহিঁ লগতা সাব, ফেলু মিত্তির সে লগতা হ্যায় - মন্দার বোস ।"

মুম্বই : ছোটোখাটো ভুল অনেক সময় চোখ এড়িয়ে যায় । তবে এহেন বিশাল ভুল চোখ এড়াল না কারও । তাও আবার আইএফএফআই-এর ওয়েবসাইটে । সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা'-র সারাংশে লেখা সলমন খানের 'দাবাং'-এর গল্প ।

শুধু এটুকুই নয় । 'সোনার কেল্লা'-র প্রযোজক হিসেবে রয়েছেন আরবাজ় খান, মালাইকা আরোরা ও ধিলিন মেহতার নাম । তাঁরাই 'দাবাং'-এর প্রযোজক ছিলেন । এমন মারাত্মক ভুল কি সহজে মেনে নিতে পারেন সিনেপ্রেমীরা ? স্ক্রিনশট তুলে ঘটনাটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেন তাঁরা ।

এরপরেই ক্ষমা চেয়ে নেয় আইএফএফআই কর্তৃপক্ষ । নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁরা জানান, "এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা চাইছি । ইতিমধ্যে ওই ভুলটি সংশোধন করা হয়েছে ।"

বিষয়টি চাউর হওয়ার পর পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় নিজের টুইটার অ্যাকাউন্টে মজা করে লেখেন, "থাপ্পড় সে ডর নহিঁ লগতা সাব, ফেলু মিত্তির সে লগতা হ্যায় - মন্দার বোস ।"

For All Latest Updates

TAGGED:

SALMAN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.