ETV Bharat / sitara

"নির্দোষ হলে লুকোচুরি খেলা বন্ধ করুন", রিয়ার উদ্দেশে বিহারের DGP - sushant death case

কয়েকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়া চক্রবর্তীকে । যদিও তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । সম্প্রতি সংবাদিকের মুখোমুখি হয়ে একথা জানান বিহার পুলিশের DG গুপ্তেশ্বর পান্ডে ।

োে্
োে্
author img

By

Published : Aug 2, 2020, 4:08 PM IST

পটনা : কয়েকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়া চক্রবর্তীকে । যদিও তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছে বিহার পুলিশ । সম্প্রতি সংবাদিকের মুখোমুখি হয়ে একথা জানান বিহার পুলিশের DG গুপ্তেশ্বর পান্ডে ।

তিনি বলেন, "রিয়া কেন পালিয়ে বেড়াচ্ছেন ? যদি তিনি কিছু নাই করে থাকেন তাহলে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা বন্ধ করুন । সামনে এসে তদন্তে সাহায্য করুন । নির্দোষকে শাস্তি দেওয়ার ইচ্ছে আমাদের নেই । আমরা চাই উনি সামনে আসুন, আর নিজেকে নির্দোষ প্রমাণ করুন । যদি তিনি নির্দোষ হন তাহলে আমরা তাঁকে কিছুই করব না । কিন্তু, তিনি যদি পালিয়ে বেড়ান তাহলে একদিন না একদিন আমরা তাঁর কাছে পৌঁছব ও আসল সত্যটা বের করবই ।"

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য আত্মহত্যা করেছেন তিনি । কিন্তু, তাঁর আত্মহত্যার কারণ অবশ্য এখনও স্পষ্ট নয় । আর তা নিয়ে বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । এরই মধ্যে 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে FIR দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং । তার ভিত্তিতে পটনা পুলিশের 4 সদস্যের একটি প্রতিনিধি দলকে তদন্তের জন্য মুম্বই পাঠানো হয় । FIR-এর ভিত্তিতে রিয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ওই তদন্তকারী দলটি । যদিও এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে ।

রিয়ার মুম্বইয়ের ফ্ল্যাটেও গিয়েছিল ওই দল । কিন্তু, সেখানেও তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি । এর মধ্যেই শুক্রবার সামনে আসে তাঁর একটি ভিডিয়ো বার্তা । সেখানে তিনি বলেন, "আমার ঈশ্বর ও বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে । আমার বিশ্বাস, ন্যায়বিচার পাবই । মিডিয়াতে আমাকে নিয়ে অনেক খারাপ কথা বলা হচ্ছে । কিন্তু, আইনজীবীদের পরামর্শ মতো এ বিষয়ে আমি কোনও মন্তব্য করছি না । সত্যমেব জয়তে । সত্যিটা সামনে আসবেই ।" এমনকী, সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবিও জানিয়েছিলেন তিনি ।

এ প্রসঙ্গে গুপ্তেশ্বর পান্ডে বলেন "রিয়া তো নিজেই CBI তদন্তের দাবি জানিয়েছিলেন । তাহলে কেন হঠাৎ করে পালিয়ে বেড়াচ্ছেন । তাঁর সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই । কিন্তু, তিনি যদি এভাবে পালিয়ে বেড়ান তাহলে সেটা তাঁর পক্ষে খুবই খারাপ হবে । নিজের মতো করে বিহার পুলিশ তদন্ত করছে । কারও বিরুদ্ধে প্রমাণ পেলেই তাকে ঠিক খুঁজে বের করা হবে । যেখানেই লুকিয়ে থাকুন না কেন তাঁকে খুঁজে বের করবই আমরা ।"

শুনুন বিহার DGP-র বক্তব্য

পটনা : কয়েকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়া চক্রবর্তীকে । যদিও তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছে বিহার পুলিশ । সম্প্রতি সংবাদিকের মুখোমুখি হয়ে একথা জানান বিহার পুলিশের DG গুপ্তেশ্বর পান্ডে ।

তিনি বলেন, "রিয়া কেন পালিয়ে বেড়াচ্ছেন ? যদি তিনি কিছু নাই করে থাকেন তাহলে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা বন্ধ করুন । সামনে এসে তদন্তে সাহায্য করুন । নির্দোষকে শাস্তি দেওয়ার ইচ্ছে আমাদের নেই । আমরা চাই উনি সামনে আসুন, আর নিজেকে নির্দোষ প্রমাণ করুন । যদি তিনি নির্দোষ হন তাহলে আমরা তাঁকে কিছুই করব না । কিন্তু, তিনি যদি পালিয়ে বেড়ান তাহলে একদিন না একদিন আমরা তাঁর কাছে পৌঁছব ও আসল সত্যটা বের করবই ।"

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য আত্মহত্যা করেছেন তিনি । কিন্তু, তাঁর আত্মহত্যার কারণ অবশ্য এখনও স্পষ্ট নয় । আর তা নিয়ে বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । এরই মধ্যে 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে FIR দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং । তার ভিত্তিতে পটনা পুলিশের 4 সদস্যের একটি প্রতিনিধি দলকে তদন্তের জন্য মুম্বই পাঠানো হয় । FIR-এর ভিত্তিতে রিয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ওই তদন্তকারী দলটি । যদিও এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে ।

রিয়ার মুম্বইয়ের ফ্ল্যাটেও গিয়েছিল ওই দল । কিন্তু, সেখানেও তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি । এর মধ্যেই শুক্রবার সামনে আসে তাঁর একটি ভিডিয়ো বার্তা । সেখানে তিনি বলেন, "আমার ঈশ্বর ও বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে । আমার বিশ্বাস, ন্যায়বিচার পাবই । মিডিয়াতে আমাকে নিয়ে অনেক খারাপ কথা বলা হচ্ছে । কিন্তু, আইনজীবীদের পরামর্শ মতো এ বিষয়ে আমি কোনও মন্তব্য করছি না । সত্যমেব জয়তে । সত্যিটা সামনে আসবেই ।" এমনকী, সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবিও জানিয়েছিলেন তিনি ।

এ প্রসঙ্গে গুপ্তেশ্বর পান্ডে বলেন "রিয়া তো নিজেই CBI তদন্তের দাবি জানিয়েছিলেন । তাহলে কেন হঠাৎ করে পালিয়ে বেড়াচ্ছেন । তাঁর সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই । কিন্তু, তিনি যদি এভাবে পালিয়ে বেড়ান তাহলে সেটা তাঁর পক্ষে খুবই খারাপ হবে । নিজের মতো করে বিহার পুলিশ তদন্ত করছে । কারও বিরুদ্ধে প্রমাণ পেলেই তাকে ঠিক খুঁজে বের করা হবে । যেখানেই লুকিয়ে থাকুন না কেন তাঁকে খুঁজে বের করবই আমরা ।"

শুনুন বিহার DGP-র বক্তব্য
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.