ETV Bharat / sitara

"আমি মন্ত্রী নাকি বিরোধী দলনেত্রী ?", প্রশ্ন তুললেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

পঞ্জাবে কংগ্রেস দলের কিছু কর্মী রাস্তায় দাঁড়িয়ে কঙ্গনা রানাওয়াতের কুশপুতুল পোড়াল । সেই দেখে অবাক অভিনেত্রী । তিনি মন্ত্রী না বিরোধী দলনেত্রী ? নিজেই বুঝে উঠতে পারছেন না কঙ্গনা ।

punjab congress oppossed kangana ranaut
punjab congress oppossed kangana ranaut
author img

By

Published : Sep 23, 2020, 11:50 AM IST

মুম্বই : প্রথমে মহারাষ্ট্র তারপরে পঞ্জাব । কঙ্গনাকে নিয়ে রাস্তার উপরেই চলল বিক্ষোভ । পোড়ানো হল তাঁর কুশপুতুল । স্লোগান দেওয়া হল তাঁর বিরুদ্ধে । সেই দেখে অবাক কঙ্গনা । তিনি তো মন্ত্রীও নন আর বিরোধী দলনেত্রীও নন । তাহলে একটি রাজনৈতিক দল তাঁকে এত পাত্তা দিচ্ছে কেন ? প্রশ্ন তুললেন কঙ্গনা ।

বিক্ষোভকারীদের অভিযোগ যে, কঙ্গনা নাকি কৃষকদের সন্ত্রাসবাদী বলে অপমান করেছেন । কঙ্গনার এই বাড়াবাড়ি মানতে না পেরেই তারা রাস্তায় নেমেছেন । পঞ্জাব কংগ্রেসের অফিশিয়াল টুইটার পেজে সেই ছবি শেয়ার করা হয়েছে ।

কঙ্গনা আবার ছবিগুলো নিজের প্রোফাইলে পোস্ট করে প্রশ্ন তুলেছেন, "প্রথমে মহারাষ্ট্র কংগ্রেস আমায় হুমকি দিয়েছে । জুতো পিটিয়ে ছিঁড়েছে আমার পোস্টার । আর এবার পঞ্জাব কংগ্রেস আমার কুশপুতুল পোড়াচ্ছে । বোধহয় ওরা আমার পরিচয়টা বুঝতে পারছেন না ।"

কঙ্গনা প্রশ্ন তুলেছেন, "আমি কি মন্ত্রী নাকি কোনও বিরোধী দলনেত্রী ? ওরা আমায় কি ভাবছে ?" তবে এত গুরুত্ব পেয়ে মাঝেমধ্যে একটু আনন্দও হচ্ছে তাঁর...মজা করে একথাও লিখেছেন কঙ্গনা ।

দেখে নিন তাঁর পোস্ট...

  • First congress in Maharashtra threatened me and beat my posters with chappals now congress in Punjab burning my effigies, seems like a clear case of mistaken identity. Am I some minister or a great opposition leader? Who they think I am? This is rather flattering 😂 @INCIndia https://t.co/uHEAPRN6l0

    — Kangana Ranaut (@KanganaTeam) September 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : প্রথমে মহারাষ্ট্র তারপরে পঞ্জাব । কঙ্গনাকে নিয়ে রাস্তার উপরেই চলল বিক্ষোভ । পোড়ানো হল তাঁর কুশপুতুল । স্লোগান দেওয়া হল তাঁর বিরুদ্ধে । সেই দেখে অবাক কঙ্গনা । তিনি তো মন্ত্রীও নন আর বিরোধী দলনেত্রীও নন । তাহলে একটি রাজনৈতিক দল তাঁকে এত পাত্তা দিচ্ছে কেন ? প্রশ্ন তুললেন কঙ্গনা ।

বিক্ষোভকারীদের অভিযোগ যে, কঙ্গনা নাকি কৃষকদের সন্ত্রাসবাদী বলে অপমান করেছেন । কঙ্গনার এই বাড়াবাড়ি মানতে না পেরেই তারা রাস্তায় নেমেছেন । পঞ্জাব কংগ্রেসের অফিশিয়াল টুইটার পেজে সেই ছবি শেয়ার করা হয়েছে ।

কঙ্গনা আবার ছবিগুলো নিজের প্রোফাইলে পোস্ট করে প্রশ্ন তুলেছেন, "প্রথমে মহারাষ্ট্র কংগ্রেস আমায় হুমকি দিয়েছে । জুতো পিটিয়ে ছিঁড়েছে আমার পোস্টার । আর এবার পঞ্জাব কংগ্রেস আমার কুশপুতুল পোড়াচ্ছে । বোধহয় ওরা আমার পরিচয়টা বুঝতে পারছেন না ।"

কঙ্গনা প্রশ্ন তুলেছেন, "আমি কি মন্ত্রী নাকি কোনও বিরোধী দলনেত্রী ? ওরা আমায় কি ভাবছে ?" তবে এত গুরুত্ব পেয়ে মাঝেমধ্যে একটু আনন্দও হচ্ছে তাঁর...মজা করে একথাও লিখেছেন কঙ্গনা ।

দেখে নিন তাঁর পোস্ট...

  • First congress in Maharashtra threatened me and beat my posters with chappals now congress in Punjab burning my effigies, seems like a clear case of mistaken identity. Am I some minister or a great opposition leader? Who they think I am? This is rather flattering 😂 @INCIndia https://t.co/uHEAPRN6l0

    — Kangana Ranaut (@KanganaTeam) September 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.