মুম্বই : 'গলিয়োঁ কি রাসলীলা : রামলীলা' সহ 'বাজিরাও মস্তানি' ও 'পদ্মাবত' ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল সুশান্ত সিং রাজপুতকে । কিন্তু, তারিখ নিয়ে কিছু সমস্যা দেখা দেওয়ায় ছবিগুলি করতে পারেননি তিনি । যদিও পরে ব্লকবাস্টার হয় এই ছবিগুলি । জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে একথা জানান পরিচালক সঞ্জয়লীলা বনসালি নিজেই ।
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । সামনে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট । তার ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । তবে তার পিছনে কী কারণ রয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি । তা জানার চেষ্টা করছে পুলিশ । অভিনেতার ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন সুশান্ত । যার কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি । তার থেকে বাঁচতেই বেছে নেন আত্মহননের পথ । এর সত্যতা যাচাই করতেই ইতিমধ্যে 30 জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা । গতকাল জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা পুলিশ স্টেশনে যান সঞ্জয়লীলা বনশালি । সেখানে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।
শোনা যাচ্ছিল, প্রথমে সুশান্তকে কয়েকটি ছবির প্রস্তাব দিয়েছিলেন সঞ্জয় । কিন্তু, পরে সেগুলি থেকে সুশান্তকে বাদ দেন তিনি । আর এই কারণেই নাকি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা । যদিও পুলিশি জেরায় ছবি থেকে বাদ দেওয়ার কথা অস্বীকার করেন সঞ্জয় । বরং তিনি জানিয়েছেন, সুশান্তকে চারটি ছবিতে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছিলেন তিনি । তার মধ্যে রয়েছে 'গলিয়োঁ কি রাসলীলা : রামলীলা', 'বাজিরাও মস্তানি' ও 'পদ্মাবত'-এর মতো ছবি । কিন্তু, অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় এই ছবিগুলি করতে পারেননি সুশান্ত ।
এদিক সুশান্ত ব্যস্ত থাকায় 'গলিয়োঁ কি রাসলীলা : রামলীলা' ও 'বাজিরাও মস্তানি' চলে যায় রণবীর সিংয়ের হাতে । আর 'পদ্মাবত'-এ রানা রতন সিংয়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল সুশান্তের । কিন্তু, তাঁর সময় না হওয়ায় সেটি তখন চলে যায় শাহিদ কাপুরের কাছে । কাকতালীয়ভাবে এই তিনটি ছবিই ব্লকবাস্টার হয় । এদিকে চতুর্থ ছবির প্রস্তাবও সুশান্তকে দিয়েছিলেন সঞ্জয় । কিন্তু, কোনও এক অজানা কারণে সেটি আর হয়ে ওঠেনি ।
2015 সাল পর্যন্ত সুশান্তের সঙ্গে যশ রাজ ফিল্মসের চুক্তি হয় । তখন 'শুদ্ধ দেশি রোম্যান্স' ও 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি'-র মতো ছবি করেছিলেন তিনি । যশরাজের ব্যানারে শেখর কপূর পরিচালিত ‘পানি’ ছবির শুটিংও করছিলেন । কিন্তু, কোনও এক অজানা কারণে শেষ করা হয়নি এই ছবির শুটিং ।