ETV Bharat / sitara

রণবীরের মধ্যে এখনও বেঁচে নব্বইয়ের দশক..

1985 সালে জন্ম রণবীর সিংয়ের । তবে নিজেকে নব্বই দশকের মানুষ বলতেই বেশি পছন্দ করেন অভিনেতা । পুরো পৃথিবীর সংস্কৃতিতে নব্বই দশক একটা আন্দোলন নিয়ে আসে । পরিবর্তন হয় আর্ট অ্যান্ড কালচারের দিক থেকে । সেই দশকের "কিড" হিসেবে গর্বিত রণবীর ।

Ranveer singh product of Television
Ranveer singh product of Television
author img

By

Published : Jun 10, 2020, 7:48 AM IST

মুম্বই : টেলিভিশন অ্যাডিক্টেড ছিলেন রণবীর সিং । একথা তিনি নিজেই স্বীকার করলেন ANI-তে দেওয়া সাক্ষাৎকারে । সমবয়সী বাচ্চারা যখন বাইরে খেলা করতে যেত, রণবীরকে পাওয়া যেত "ইডিয়ট বক্স"-এর সামনে ।

অভিনেতা বললেন, "আমি নাইন্টিজ় কিড । নব্বই দশকটা আমায় ডিফাইন করে । ওই সময়ের সিনেমা থেকে শুরু করে, মিউজ়িক, পপ কালচার, ফ্যাশন এই সমস্ত কিছু আমায় তৈরি করেছে ।"

Ranveer singh product of Television
.

টেলিভিশন অ্যাডিক্টেড ছিলেন রণবীর । বললেন, "আমার মনে আছে টেলিভিশনে 'জ়বান সামহালকে', 'দেখ ভাই দেখ' দেখার কথা । বেসিকালি আমি টেলিভিশনের প্রোডাক্ট, টেলিভিশন কিড । যখন বাচ্চারা বাইরে খেলতে যেত, আমি ইডিয়ট বক্সের সামনে বসে থাকতাম ।"

বলে চলেন তিনি, "ওটা আমার জন্য একটা সময় ছিল বটে । সবসময় টিভি দেখতাম আমি, এমনকি WWF অবধি । আমার মা যখন 'সান্তা বারবারা' বা 'দ্য বোল্ড অ্যান্ড বিউটিফুল'-এর মতো প্রোগ্রাম দেখতেন, আমি বসে যেতাম দেখতে..."

Ranveer singh product of Television
.

নব্বই দশকের সেই নাটকীয়তা যেন এখনও ভরপুর রণবীরের মধ্যে । তিনি উদ্দাম, বর্ণময়, ছটফটে...হ্যাঁ, এটাই রণবীর ।

মুম্বই : টেলিভিশন অ্যাডিক্টেড ছিলেন রণবীর সিং । একথা তিনি নিজেই স্বীকার করলেন ANI-তে দেওয়া সাক্ষাৎকারে । সমবয়সী বাচ্চারা যখন বাইরে খেলা করতে যেত, রণবীরকে পাওয়া যেত "ইডিয়ট বক্স"-এর সামনে ।

অভিনেতা বললেন, "আমি নাইন্টিজ় কিড । নব্বই দশকটা আমায় ডিফাইন করে । ওই সময়ের সিনেমা থেকে শুরু করে, মিউজ়িক, পপ কালচার, ফ্যাশন এই সমস্ত কিছু আমায় তৈরি করেছে ।"

Ranveer singh product of Television
.

টেলিভিশন অ্যাডিক্টেড ছিলেন রণবীর । বললেন, "আমার মনে আছে টেলিভিশনে 'জ়বান সামহালকে', 'দেখ ভাই দেখ' দেখার কথা । বেসিকালি আমি টেলিভিশনের প্রোডাক্ট, টেলিভিশন কিড । যখন বাচ্চারা বাইরে খেলতে যেত, আমি ইডিয়ট বক্সের সামনে বসে থাকতাম ।"

বলে চলেন তিনি, "ওটা আমার জন্য একটা সময় ছিল বটে । সবসময় টিভি দেখতাম আমি, এমনকি WWF অবধি । আমার মা যখন 'সান্তা বারবারা' বা 'দ্য বোল্ড অ্যান্ড বিউটিফুল'-এর মতো প্রোগ্রাম দেখতেন, আমি বসে যেতাম দেখতে..."

Ranveer singh product of Television
.

নব্বই দশকের সেই নাটকীয়তা যেন এখনও ভরপুর রণবীরের মধ্যে । তিনি উদ্দাম, বর্ণময়, ছটফটে...হ্যাঁ, এটাই রণবীর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.