ETV Bharat / sitara

নেদারল্যান্ডে ফের মুক্তি পেতে চলেছে 'সুপার 30'

ফের নেদারল্যান্ডে মুক্তি পেতে চলেছে 'সুপার 30'। খবরটি শুনে বেজায় খুশি হৃত্বিক ।

sdf
sdf
author img

By

Published : Jul 31, 2020, 11:01 PM IST

Updated : Aug 1, 2020, 12:25 AM IST

মুম্বই : ফের নেদারল্যান্ডে মুক্তি পেতে চলেছে 'সুপার 30'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন ।

রিলায়েন্স এন্টারটেনমেন্টের অফিসিয়াল টুইটারে এই খবরটি প্রকাশ করা হয় । 6 অগাস্ট নেদারল্যান্ডে ফের মুক্তি পেতে চলেছে এই ছবি ।

খবরটি শুনে বেজায় খুশি হৃত্বিক । খবরটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন হৃত্বিক । আর তার নিচে লেখেন 'ইয়েস !!'।

fds
হৃত্বিকের পোস্ট

ছবিতে হৃতিক ছাড়াও মুখ্য চরিত্রে ছিলেন মৃণাল ঠাকুর ও পঙ্কজ ত্রিপাঠী । ছবির গল্প এমন একজন শিক্ষককে নিয়ে, যিনি টপক্লাস ইনস্টিটিউটে পড়ানো ছেড়ে দিয়ে বিনা মূল্যে গরীব বাচ্চাদের পড়ানো শুরু করেন । আনন্দ কুমার চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসা পেয়েছেন হৃতিক ।

ছবিটি পরিচালনা করেছিলেন বিকাশ বেহল । বক্স অফিসেও ভালোই সাফল্য পেয়েছিল এই ছবি । তবে ফের নেদারল্যান্ড থেকে কতটা সাড়া পায় এই ছবি এখন সেটাই দেখার ।

মুম্বই : ফের নেদারল্যান্ডে মুক্তি পেতে চলেছে 'সুপার 30'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন ।

রিলায়েন্স এন্টারটেনমেন্টের অফিসিয়াল টুইটারে এই খবরটি প্রকাশ করা হয় । 6 অগাস্ট নেদারল্যান্ডে ফের মুক্তি পেতে চলেছে এই ছবি ।

খবরটি শুনে বেজায় খুশি হৃত্বিক । খবরটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন হৃত্বিক । আর তার নিচে লেখেন 'ইয়েস !!'।

fds
হৃত্বিকের পোস্ট

ছবিতে হৃতিক ছাড়াও মুখ্য চরিত্রে ছিলেন মৃণাল ঠাকুর ও পঙ্কজ ত্রিপাঠী । ছবির গল্প এমন একজন শিক্ষককে নিয়ে, যিনি টপক্লাস ইনস্টিটিউটে পড়ানো ছেড়ে দিয়ে বিনা মূল্যে গরীব বাচ্চাদের পড়ানো শুরু করেন । আনন্দ কুমার চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসা পেয়েছেন হৃতিক ।

ছবিটি পরিচালনা করেছিলেন বিকাশ বেহল । বক্স অফিসেও ভালোই সাফল্য পেয়েছিল এই ছবি । তবে ফের নেদারল্যান্ড থেকে কতটা সাড়া পায় এই ছবি এখন সেটাই দেখার ।

Last Updated : Aug 1, 2020, 12:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.