ETV Bharat / sitara

সোশাল মিডিয়ায় শিক্ষকদের ধন্যবাদ জানালেন হৃতিক

সকল শিক্ষককে তাঁদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে পোস্টটি শেষ করেন হৃতিক । টুইট করেন, "আপনি যদি জাতির নির্মান করতে চান, তাহলে শিক্ষক হোন ।"

সুপার ৩০
author img

By

Published : Jul 4, 2019, 9:41 AM IST

দিল্লি : সমাজের ভবিষৎ তৈরি করছেন তাই শিক্ষকদের উৎসর্গ করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন হৃতিক রোশন । 'সুপার ৩০'-তে একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন হৃতিক । সমাজে শিক্ষকদের অবদানের জন্য তাঁদের ধন্যবাদ জানালেন তিনি ।

বলিউড অভিনেতা টুইট করেন, "কোথায় পরিবর্তন শুরু হয় ? এটি একটি চিন্তাধারার সঙ্গে শুরু হয় । তারপর সেই চিন্তাধারা অন্যদের কাছে যায়, বীজযুক্ত হয় এবং অন্যদের শেখানো হয় । এইভাবে মানুষ শেখে, এইভাবে জাতি বেড়ে ওঠে । আপনি যদি জাতির নির্মান করতে চান, তাহলে শিক্ষক হোন । কারণ তারাই চিন্তাধারার বীজ বপন করছেন, আমাদের সমাজের ভবিষ্যৎকে ঠিক কাজে রূপান্তর করছেন ।"

তিনি আরও লেখেন, "আমি অনেককে বলতে শুনেছি যে, তাঁরা সমাজে পরিবর্তন আনতে চান । কিন্তু কেউ কখনও বলেননি আমি একজন শিক্ষক হয়ে গোটা বিশ্বে পরিবর্তন আনতে চাই ।" সকল শিক্ষককে তাঁদের এই অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে পোস্টটি শেষ করেন হৃতিক ।

বিকাশ বহল পরিচালিত পরবর্তী বায়োপিক 2019-র অত্যন্ত প্রত্যাশিত ছবিগুলির মধ্যে একটি । ভারতীয় গণিতবিদ আনন্দ কুমার এই জীবন তুলে ধরা হয়েছে 'সুপার ৩০'-তে । যিনি একটি নামকরা কোচিং সেন্টারের চাকরি ছেড়ে দুঃস্থ, অবহেলিত ছাত্রছাত্রীদের জন্য তাঁর সময় উৎসর্গ করেন ।

দিল্লি : সমাজের ভবিষৎ তৈরি করছেন তাই শিক্ষকদের উৎসর্গ করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন হৃতিক রোশন । 'সুপার ৩০'-তে একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন হৃতিক । সমাজে শিক্ষকদের অবদানের জন্য তাঁদের ধন্যবাদ জানালেন তিনি ।

বলিউড অভিনেতা টুইট করেন, "কোথায় পরিবর্তন শুরু হয় ? এটি একটি চিন্তাধারার সঙ্গে শুরু হয় । তারপর সেই চিন্তাধারা অন্যদের কাছে যায়, বীজযুক্ত হয় এবং অন্যদের শেখানো হয় । এইভাবে মানুষ শেখে, এইভাবে জাতি বেড়ে ওঠে । আপনি যদি জাতির নির্মান করতে চান, তাহলে শিক্ষক হোন । কারণ তারাই চিন্তাধারার বীজ বপন করছেন, আমাদের সমাজের ভবিষ্যৎকে ঠিক কাজে রূপান্তর করছেন ।"

তিনি আরও লেখেন, "আমি অনেককে বলতে শুনেছি যে, তাঁরা সমাজে পরিবর্তন আনতে চান । কিন্তু কেউ কখনও বলেননি আমি একজন শিক্ষক হয়ে গোটা বিশ্বে পরিবর্তন আনতে চাই ।" সকল শিক্ষককে তাঁদের এই অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে পোস্টটি শেষ করেন হৃতিক ।

বিকাশ বহল পরিচালিত পরবর্তী বায়োপিক 2019-র অত্যন্ত প্রত্যাশিত ছবিগুলির মধ্যে একটি । ভারতীয় গণিতবিদ আনন্দ কুমার এই জীবন তুলে ধরা হয়েছে 'সুপার ৩০'-তে । যিনি একটি নামকরা কোচিং সেন্টারের চাকরি ছেড়ে দুঃস্থ, অবহেলিত ছাত্রছাত্রীদের জন্য তাঁর সময় উৎসর্গ করেন ।

Intro:Body:

Hrithik Roshan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.