ETV Bharat / sitara

পরবর্তী ছবিতে ফের অ্যাকশন অবতারে দেখা যাবে হৃত্বিককে ? - Hrithik Roshan fighter

ফের সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক । শোনা যাচ্ছে, তাঁদের পরবর্তী ছবির নাম 'ফাইটার'। এটি একটি অ্যাকশন থ্রিলার ।

asd
asd
author img

By

Published : Dec 4, 2020, 7:09 PM IST

মুম্বই : 'ব্যাং ব্যাং' ও 'ওয়ার'-এর পর ফের সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক রোশন । যদিও এনিয়ে হৃত্বিক ও সিদ্ধার্থের তরফে নিশ্চিতভাবে এখনও কিছু বলা হয়নি ।

শোনা যাচ্ছে, তাঁদের পরবর্তী ছবির নাম 'ফাইটার'। এটি একটি অ্যাকশন থ্রিলার । 'ব্যাং ব্যাং' ও 'ওয়ার'-এর পর হৃত্বিক অভিনীত এই ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ ।

সূত্রের খবর, এই মুহূর্তে শাহরুখ খান অভিনীত 'পাঠান'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সিদ্ধার্থ । 2021 সালের দিওয়ালি পর্যন্ত এই ছবি নিয়েই ব্যস্ত থাকবেন তিনি । আর এই ছবি মুক্তি পাওয়ার পরই 'ফাইটার' নিয়ে কাজ শুরু করে দেবেন তাঁরা ।

তবে লকডাউনের মধ্যে এই ছবির কাজ শুরু করে দিয়েছিলেন হৃত্বিক ও সিদ্ধার্থ । আর লকডাউনকে কাজে লাগিয়ে তাঁরা ছবির স্ক্রিপ্ট তৈরি থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি নিয়েছিলেন বলে জানা গিয়েছে ।

এর আগে হৃত্বিকের সঙ্গে 'ওয়ার' ছবিতে কাজ করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে । শোনা গিয়েছে, 'ওয়ার' ছবির শুটিংয়ের আগে থেকেই 'ফাইটার' নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলেন সিদ্ধার্থ । ঠিক করে ছিলেন এরপর যুদ্ধ বিমানকে কেন্দ্র করে একটি ছবি তৈরি করবেন তিনি । আর সেই সময়ই হৃত্বিকের সঙ্গে এনিয়ে তাঁর কথা হয়েছিল । তখনই অবশ্য ছবির জন্য সবুজ সংকেত দিয়ে রেখেছিলেন হৃত্বিক । আর সব ঠিক থাকলে এই ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যাবে তাঁকে । আগে কখনও এই ধরনের চরিত্রে অভিনয় করেননি তিনি ।

2022 সালের শুরুর দিকে এই ছবির শুটিং শুরু করার ইচ্ছা রয়েছে নির্মাতাদের । আর সব ঠিক থাকলে ওই বছরের শেষের দিকেই মুক্তি পাবে ছবিটি । তবে 'ফাইটার' ছাড়া 'ক্রিশ 4' ও 'ওয়ার'-এর সিকুয়েলেও দেখা যাবে হৃত্বিককে ।

মুম্বই : 'ব্যাং ব্যাং' ও 'ওয়ার'-এর পর ফের সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক রোশন । যদিও এনিয়ে হৃত্বিক ও সিদ্ধার্থের তরফে নিশ্চিতভাবে এখনও কিছু বলা হয়নি ।

শোনা যাচ্ছে, তাঁদের পরবর্তী ছবির নাম 'ফাইটার'। এটি একটি অ্যাকশন থ্রিলার । 'ব্যাং ব্যাং' ও 'ওয়ার'-এর পর হৃত্বিক অভিনীত এই ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ ।

সূত্রের খবর, এই মুহূর্তে শাহরুখ খান অভিনীত 'পাঠান'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সিদ্ধার্থ । 2021 সালের দিওয়ালি পর্যন্ত এই ছবি নিয়েই ব্যস্ত থাকবেন তিনি । আর এই ছবি মুক্তি পাওয়ার পরই 'ফাইটার' নিয়ে কাজ শুরু করে দেবেন তাঁরা ।

তবে লকডাউনের মধ্যে এই ছবির কাজ শুরু করে দিয়েছিলেন হৃত্বিক ও সিদ্ধার্থ । আর লকডাউনকে কাজে লাগিয়ে তাঁরা ছবির স্ক্রিপ্ট তৈরি থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি নিয়েছিলেন বলে জানা গিয়েছে ।

এর আগে হৃত্বিকের সঙ্গে 'ওয়ার' ছবিতে কাজ করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে । শোনা গিয়েছে, 'ওয়ার' ছবির শুটিংয়ের আগে থেকেই 'ফাইটার' নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলেন সিদ্ধার্থ । ঠিক করে ছিলেন এরপর যুদ্ধ বিমানকে কেন্দ্র করে একটি ছবি তৈরি করবেন তিনি । আর সেই সময়ই হৃত্বিকের সঙ্গে এনিয়ে তাঁর কথা হয়েছিল । তখনই অবশ্য ছবির জন্য সবুজ সংকেত দিয়ে রেখেছিলেন হৃত্বিক । আর সব ঠিক থাকলে এই ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যাবে তাঁকে । আগে কখনও এই ধরনের চরিত্রে অভিনয় করেননি তিনি ।

2022 সালের শুরুর দিকে এই ছবির শুটিং শুরু করার ইচ্ছা রয়েছে নির্মাতাদের । আর সব ঠিক থাকলে ওই বছরের শেষের দিকেই মুক্তি পাবে ছবিটি । তবে 'ফাইটার' ছাড়া 'ক্রিশ 4' ও 'ওয়ার'-এর সিকুয়েলেও দেখা যাবে হৃত্বিককে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.