মুম্বই : বেশ ভালো রকম ব্যবসা দিয়েই বক্স অফিসে উদ্বোধন হল 'হাউজ়ফুল 4'-এর। প্রথম দিনেই প্রায় 19 কোটি টাকা উপার্জন করল অক্ষয় অভিনীত ও ফারহাদ সামজী পরিচালিত এই ছবি।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর টুইটারে জানিয়েছেন, "প্রথম দিনে একটা ভালো সংখ্যা দিয়ে শুরু করল 'হাউজ়ফুল 4'..কিন্তু সন্ধ্যেবেলা বেশি উপার্জন হয়নি, কারণ দীপবলীর উৎসব ছিল চারিদিকে। সোমবার অর্থাৎ মুক্তির চতুর্থ দিনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সময় দিওয়ালির সেলিব্রেশন শুরু হবে ও সবাই পরিবারকে নিয়ে সিনেমাহলে যাবে।"
তরণের মতে, অক্ষয় কুমারের এর আগের দু'টো রিলিজ় 'কেশরী' ও 'মিশনমঙ্গল'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন বেশি ছিল 'হাউজ়ফুল 4'-এর থেকে। 'কেশরী' উপার্জন করেছিল 21.50 কোটি টাকা ও অন্য়দিকে 'মিশন মঙ্গল' প্রথম দিনে উপার্জন করেছিল 29.16 কোটি টাকা।
গতকাল একই সঙ্গে মুক্তি পেয়েছে 'ষাঁণ্ড কি আঁখ' ও 'মেড ইন চায়না'। তবে অক্ষয়ের দাপটে দু'টো ছবির বক্স অফিস কালেকশনই প্রভাবিত হয়েছে। সিনেমা হল উপচে পড়লেও, সমালোচকদের কাছ থেকে বেশ নেগেটিভ রিভিউ পাচ্ছে 'হাউজ়ফুল 4'।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">