মুম্বই : 'খালি পিলি' ছবিতে অন্য অবতারে দেখা গেছে অনন্যা পান্ডেকে । মিষ্টি, নরম স্বভাবের মেয়ের খোলস ছেড়ে তিনি ধারালো হয়ে উঠেছেন । অ্যাকশন করতেও দেখা গেছে তাঁকে । ব্যাস, অ্যাকশন ছবিতে অভিনয় করার ঝোঁক পেয়ে বসেছে অভিনেত্রীকে ।
"অ্যাকশন ফিল্মে অভিনয় করাটা আমার জন্য খুব নতুন ছিল । তবে করার পর দারুণ লেগেছে আমার । পরভেজ় ভাই আর ওঁর টিম পুরো ব্যাপারটা আমার জন্য সহজ করে তুলেছিলেন । তাই আমি এখন অ্যাকশন ফিল্মে অভিনয় করতে চাই বারবার ।", হেসে বলেন অনন্যা ।
মকবুল খান পরিচালিত 'খালি পিলি' ছবিটি মুক্তি পায়ে OTT-তে । মুক্তি পাওয়ার পরই যেন ট্রোলের একটা ঢেউ ধাক্কা মারে ছবিটিকে । কারণ ? কারণ অনন্যা আর ইশান খট্টর দু'জনেই তথাকথিত 'নেপোকিড' । ফিল্মমেকিংয়ের জন্যও সমালোচিত হয় 'খালি পিলি' ।
তবে ছবিটি অনন্যার কাছে স্পেশাল । নিজেকে নতুন করে এক্সপ্লোর করেছেন তিনি এখানে । "পূজা যেভাবে নিজের জন্য লড়াই করে, যে কোনও প্রতিকূলতার মধ্যেও সাহসের সঙ্গে এগিয়ে আসে, সেটা দেখেই আমি চরিত্রটা করতে আগ্রহী হই । পুরো হিন্দি ছবির হিরো পূজা ।"...বললেন অনন্যা ।
কবে তাঁকে ফের একবার অ্যাকশন ছবিতে দেখা যাবে ? সেটা সময়ের অপেক্ষা ।