মুম্বই : রাণু মণ্ডলকে নিয়ে লতা মঙ্গেশকরের মন্তব্যকে ভুল বুঝেছে নেটিজেন । এমনই মনে করছেন গায়ক-পরিচালক-অভিনেতা হিমেশ রেশমিয়া । সঙ্গে তিনি জানান, কাউকে অনুপ্রেরণা দেওয়া একজন আর্টিস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
গতকাল একটি নতুন গান লঞ্চের সময় হিমেশ বলেন, "আমার মনে হয়, লতাজি কোন অর্থে মন্তব্যটি করেছেন তা আমাদের ভেবে দেখা উচিত । আমার মনে হয়, হতেই পারে যখন আপনি কোনও গায়ককে নকল করছেন তা ভালো হচ্ছে না । কিন্তু আমি এটাও মনে করি যে, কারও থেকে অনুপ্রেরণা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ।"
আরও পড়ুন : "কাউকে নকল করে বেশিদিন সফল হওয়া যায় না", রাণু মণ্ডল প্রসঙ্গে লতা
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারনেট সেনসেশন রাণু মণ্ডলও ।
হিনেশ আরও বলেন, "কুমার শানু সবসময় বলেন, তিনি কিশোর কুমারের কাছ থেকে অনুপ্রেরণা পান । সেরকমই, কোনও না কোনওভাবে আমরা সকলেও মানুষের থেকে অনুপ্রেরণা পাই । যখন আমি হাই পিচে গান শুরু করি, তখন শ্রোতারা আমার সমালোচনা করে । তারা নাম দেয় আমি নাকে গান করি । কিন্তু যখন আপনি আন্তর্জাতিক সিনে দেখবেন, সেখানে এটা কমন ট্রেইট হয়ে গেছে ।"
গান লঞ্চের অনুষ্ঠানে পরবর্তী ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' ছবি নিয়ে মিডিয়ার সঙ্গেও কথা বলেন হিমেশ ও রাণু । 'তেরি মেরি কাহানি' গানটিই গেয়েছেন রাণু মণ্ডল ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক দীপশিখা দেশমুখ ও কুমার তৌরানি । এছাড়াও ছিলেন হিমেশের স্ত্রী সোনিয়া কাপুরও ।
আরও পড়ুন : 'রাণুদি'-র প্রতি আরও উদার হতে পারতেন লতা মঙ্গেশকর, প্রতিক্রিয়া ভক্তদের
হিমেশ রেশমিয়ার পরিচালনায় তিনটি গানের রেকর্ড করে ফেলেছেন রানাঘাটের "রাণুদি" । তাঁর প্রতি মন্তব্য করতে গিয়ে মেলোডি কুইন লতা মঙ্গেশকর বলেছিলেন, "বি অরিজিনাল" । তাঁর এই মন্তব্য অনেক ভক্ত ও সোশাল মিডিয়া ইউজ়ারদের হতাশ করেছিল । সবার মনে হয়েছিল তাঁর আরও উদার হওয়া উচিত ছিল ।
রাণু মণ্ডলের প্রশংসা করে হিমেশ বলেন, "রাণুজি প্রতিভার সঙ্গেই জন্মেছেন । তিনি লতাজির থেকে অনুপ্রাণিত । আমি মনে করি না, কেউ লতাজির মতো লেজেন্ড হতে পারবেন । তিনি বেস্ট । রাণুজি তাঁর সুন্দর জার্নি শুরু করেছেন । আমার মনে হয় মানুষ লতাজির মন্তব্যকে ভুল বুঝেছেন । আমার মনে হয়, তিনি বলতে চেয়েছেন কারও থেকে অনুপ্রাণিত হওয়া ভালো । কিন্তু তাঁর আওয়াজ নকল করা উচিত নয় । আমার মনে হয় না রাণুজি কারও আওয়াজ নকল করেছেন ।"