মুম্বই : কোরোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী হিমানী শিবপুরী । তাঁকে মুম্বইয়ের হলি স্পিরিট হাসপাতালে ভরতি করা হয়েছে ।
সম্প্রতি ইস্টাগ্রামে একটি পোস্ট করেন হিমানী । সেখানেই তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার কথা জানান । পাশাপাশি গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করেছেন ।
তিনি ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, "সুপ্রভাত । আমি কোরোনায় আক্রান্ত । যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা পরীক্ষা করান ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আক্রান্ত হওয়ার পর এক সংবাদসংস্থাকে হিমানী বলেন, "আমার বয়স 60 বছর এবং আমার ডায়াবেটিস রয়েছে তাই চিকিৎসক আমাকে হলি স্পিরিট হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দিয়েছেন ।" তিনি আরও বলেন, "কীভাবে আমি কোরোনায় আক্রান্ত হলাম তা বুঝতে পারছি না ।" কয়েকদিন আগেই ফের শুটিং শুরু করেছিলেন হিমানী ।
'হাম আপ কে হ্যায় কউন', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়'-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি । এছাড়াও কাজ করছেন একাধিক সিরিয়ালে।
অনেকদিন আগেই বলিউডে থাবা বসিয়েছিল কোরোনা । সম্প্রতি কোরোনায় আক্রান্ত হয়েছেন অর্জুন কাপুর, মালাইকা অরোরা, আফতাব শিবদাসানি । এখন হোম কোয়ারানটিনে রয়েছেন । এছাড়া কোরোনা ঢুকে পড়েছিল অমিতাভ বচ্চনের বাড়িতেও । বিগ বি ছাড়াও আক্রান্ত হয়েছিলেন অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্যা । তবে এখন তাঁরা সবাই পুরোপুরি সুস্থ । শুটিং ফ্লোরেও ফিরেছেন অমিতাভ ।