ETV Bharat / sitara

ছাপোষা গুজরাতির চরিত্রে রণবীর - রণবীর সিং

প্রকাশ্যে 'জয়েশভাই জোরদার' ছবিতে রণবীর সিংয়ের ফার্স্টলুক । ছবিটি টুইটারে পোস্টও করেছেন রণবীর । ছবির ক্যাপশনে লেখেন, "জয়েশভাই হ্যায় একদম জোরদার"।

f
df
author img

By

Published : Dec 4, 2019, 5:26 PM IST

মুম্বই : প্রকাশ্যে এল 'জয়েশভাই জোরদার' ছবিতে রণবীর সিংয়ের ফার্স্টলুক । একজন ছাপোষা গুজরাতির চরিত্রে অভিনয় করবেন তিনি । একেবারে নতুন অবতারে দেখা গেছে তাঁকে ।

ছবিটি টুইটারে পোস্টও করেছেন রণবীর । ছবির ক্যাপশনে লেখেন, "জয়েশভাই হ্যায় একদম জোরদার"।

ছবিতে একটি প্রিন্টেড পোলো টি শার্ট ও ফেডেড ব্ল্যাক জিন্স পরতে দেখা গেছে তাঁকে । সব থেকে বড় বিষয় হল তাঁর চুল । যা একটা আলাদা মাত্রা দিয়েছে চরিত্রটিকে । এছাড়া চরিত্রটির জন্য গোঁফও রেখেছেন তিনি । গোটা বিষয়টি তাঁকে একটা ছাপোষা লুক দিয়েছে ।

পোস্টারে তাঁর পিছনে দেখা গেছে বেশ কয়েকজন মহিলাকে । যাঁরা মুখে ঢাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন । ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে কোনও কিছু থেকে রণবীর তাঁদের রক্ষা করছেন ।

ছবিটি পরিচালনা করেন দিব্যাঙ্গ ঠাক্কর । তবে ছবিটি কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ।

সম্প্রতি '৮৩' ছবির কাজ শেষ করেছেন রণবীর । সেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন তিনি । সব ঠিক থাকলে 2020 সালের 10 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : প্রকাশ্যে এল 'জয়েশভাই জোরদার' ছবিতে রণবীর সিংয়ের ফার্স্টলুক । একজন ছাপোষা গুজরাতির চরিত্রে অভিনয় করবেন তিনি । একেবারে নতুন অবতারে দেখা গেছে তাঁকে ।

ছবিটি টুইটারে পোস্টও করেছেন রণবীর । ছবির ক্যাপশনে লেখেন, "জয়েশভাই হ্যায় একদম জোরদার"।

ছবিতে একটি প্রিন্টেড পোলো টি শার্ট ও ফেডেড ব্ল্যাক জিন্স পরতে দেখা গেছে তাঁকে । সব থেকে বড় বিষয় হল তাঁর চুল । যা একটা আলাদা মাত্রা দিয়েছে চরিত্রটিকে । এছাড়া চরিত্রটির জন্য গোঁফও রেখেছেন তিনি । গোটা বিষয়টি তাঁকে একটা ছাপোষা লুক দিয়েছে ।

পোস্টারে তাঁর পিছনে দেখা গেছে বেশ কয়েকজন মহিলাকে । যাঁরা মুখে ঢাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন । ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে কোনও কিছু থেকে রণবীর তাঁদের রক্ষা করছেন ।

ছবিটি পরিচালনা করেন দিব্যাঙ্গ ঠাক্কর । তবে ছবিটি কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ।

সম্প্রতি '৮৩' ছবির কাজ শেষ করেছেন রণবীর । সেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন তিনি । সব ঠিক থাকলে 2020 সালের 10 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.