মুম্বই : প্রকাশ্যে এল 'জয়েশভাই জোরদার' ছবিতে রণবীর সিংয়ের ফার্স্টলুক । একজন ছাপোষা গুজরাতির চরিত্রে অভিনয় করবেন তিনি । একেবারে নতুন অবতারে দেখা গেছে তাঁকে ।
ছবিটি টুইটারে পোস্টও করেছেন রণবীর । ছবির ক্যাপশনে লেখেন, "জয়েশভাই হ্যায় একদম জোরদার"।
-
JAYESHBHAI hain ekdum JORDAAR! 🤓💗💪🏾#JayeshbhaiJordaar #ManeeshSharma #DivyangThakkar @yrf pic.twitter.com/lAY5Ig8bVz
— Ranveer Singh (@RanveerOfficial) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">JAYESHBHAI hain ekdum JORDAAR! 🤓💗💪🏾#JayeshbhaiJordaar #ManeeshSharma #DivyangThakkar @yrf pic.twitter.com/lAY5Ig8bVz
— Ranveer Singh (@RanveerOfficial) December 4, 2019JAYESHBHAI hain ekdum JORDAAR! 🤓💗💪🏾#JayeshbhaiJordaar #ManeeshSharma #DivyangThakkar @yrf pic.twitter.com/lAY5Ig8bVz
— Ranveer Singh (@RanveerOfficial) December 4, 2019
ছবিতে একটি প্রিন্টেড পোলো টি শার্ট ও ফেডেড ব্ল্যাক জিন্স পরতে দেখা গেছে তাঁকে । সব থেকে বড় বিষয় হল তাঁর চুল । যা একটা আলাদা মাত্রা দিয়েছে চরিত্রটিকে । এছাড়া চরিত্রটির জন্য গোঁফও রেখেছেন তিনি । গোটা বিষয়টি তাঁকে একটা ছাপোষা লুক দিয়েছে ।
পোস্টারে তাঁর পিছনে দেখা গেছে বেশ কয়েকজন মহিলাকে । যাঁরা মুখে ঢাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন । ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে কোনও কিছু থেকে রণবীর তাঁদের রক্ষা করছেন ।
ছবিটি পরিচালনা করেন দিব্যাঙ্গ ঠাক্কর । তবে ছবিটি কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ।
-
On my special day, here’s presenting THE HARYANA HURRICANE 🌪KAPIL DEV 🏏🏆@83thefilm @kabirkhankk @deepikapadukone @madmantena @Shibasishsarkar @vishinduri @RelianceEnt @FuhSePhantom @NGEMovies pic.twitter.com/HqaP07GJEQ
— Ranveer Singh (@RanveerOfficial) July 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On my special day, here’s presenting THE HARYANA HURRICANE 🌪KAPIL DEV 🏏🏆@83thefilm @kabirkhankk @deepikapadukone @madmantena @Shibasishsarkar @vishinduri @RelianceEnt @FuhSePhantom @NGEMovies pic.twitter.com/HqaP07GJEQ
— Ranveer Singh (@RanveerOfficial) July 6, 2019On my special day, here’s presenting THE HARYANA HURRICANE 🌪KAPIL DEV 🏏🏆@83thefilm @kabirkhankk @deepikapadukone @madmantena @Shibasishsarkar @vishinduri @RelianceEnt @FuhSePhantom @NGEMovies pic.twitter.com/HqaP07GJEQ
— Ranveer Singh (@RanveerOfficial) July 6, 2019
সম্প্রতি '৮৩' ছবির কাজ শেষ করেছেন রণবীর । সেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন তিনি । সব ঠিক থাকলে 2020 সালের 10 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।