ETV Bharat / sitara

"নিজেদের সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে নিন", বার্তা হেমার

লকডাউনের সময়টাকে ভালো কাজে ব্যবহার করার আর্জি জানালেন হেমা মালিনী । নিজেদের সুপ্ত প্রতিভাকে খুঁজে নেওয়ার সেরা সময় লকডাউন, বিশ্বাস হেমার ।

author img

By

Published : Apr 14, 2020, 4:59 PM IST

hema malini motivational message
hema malini motivational message

মুম্বই : লকডাউনের সময়টাকে তারকারা নতুন কিছু শেখার কাজে লাগাচ্ছেন । কেউ গিটার শিখছেন, কেউ রান্না, কেউ আবার মাটি ছাড়া গার্ডেনিং । সাধারণ মানুষকেও নিজেদের সুপ্ত প্রতিভাগুলোকে এক্সপ্লোর করার পরামর্শ দিলেন 'ড্রিম গার্ল' হেমা মালিনী ।

টুইটারে একটি পোস্টে হেমা লিখেছেন, "নিজেদের সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করুন । আপনার ভিতরে হয়তো কোনও শিল্পী লুকিয়ে রয়েছে, যার একটু উৎসাহের প্রয়োজন ।"

নিজের বক্তব্যকে এক্সপ্লেন করেছেন হেমা । লিখেছেন, "কারও হয়তো নাচতে খুব ভালো লাগে, তবে সেটা করার সময় পাননি । একজন প্রকৃতিপ্রেমী হয়তো নিজের বাগানের দিকে তাকানোর সময় পান না । একজন গল্পলেখক, একজন লেখক....লিস্টটা শেষ হবে না । এটাই সময় নিজেকে আবিষ্কার করার ।"

  • Find ur hidden talents!U might hav an artist within u waiting to be encouraged.A dancer who has always loved to dance but too busy to take it up.A nature lover who didn’t hav time to even look at ur own garden.A story teller, a writer-the list is endless. Time to discover urself!

    — Hema Malini (@dreamgirlhema) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকডাউনের সময়কালকে 3 মে অবধি বাড়িয়েছেন নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর সেই সিদ্ধান্তে খুশি হেমা । সবাইকে এই আদেশ মেনে চলার আবেদন জানালেন অভিনেত্রী, টুইটারের মাধ্যমেই..

  • We have completed 3 weeks of nationwide lockdown successfully &controlled the spread of the virus to a large extent.Let us follow our PM @narendramodi ji’s behest to the nation to observe next 3 weeks also in strict lockdown. For our own welfare & benefit we shdn’t break rules🙏

    — Hema Malini (@dreamgirlhema) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : লকডাউনের সময়টাকে তারকারা নতুন কিছু শেখার কাজে লাগাচ্ছেন । কেউ গিটার শিখছেন, কেউ রান্না, কেউ আবার মাটি ছাড়া গার্ডেনিং । সাধারণ মানুষকেও নিজেদের সুপ্ত প্রতিভাগুলোকে এক্সপ্লোর করার পরামর্শ দিলেন 'ড্রিম গার্ল' হেমা মালিনী ।

টুইটারে একটি পোস্টে হেমা লিখেছেন, "নিজেদের সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করুন । আপনার ভিতরে হয়তো কোনও শিল্পী লুকিয়ে রয়েছে, যার একটু উৎসাহের প্রয়োজন ।"

নিজের বক্তব্যকে এক্সপ্লেন করেছেন হেমা । লিখেছেন, "কারও হয়তো নাচতে খুব ভালো লাগে, তবে সেটা করার সময় পাননি । একজন প্রকৃতিপ্রেমী হয়তো নিজের বাগানের দিকে তাকানোর সময় পান না । একজন গল্পলেখক, একজন লেখক....লিস্টটা শেষ হবে না । এটাই সময় নিজেকে আবিষ্কার করার ।"

  • Find ur hidden talents!U might hav an artist within u waiting to be encouraged.A dancer who has always loved to dance but too busy to take it up.A nature lover who didn’t hav time to even look at ur own garden.A story teller, a writer-the list is endless. Time to discover urself!

    — Hema Malini (@dreamgirlhema) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকডাউনের সময়কালকে 3 মে অবধি বাড়িয়েছেন নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর সেই সিদ্ধান্তে খুশি হেমা । সবাইকে এই আদেশ মেনে চলার আবেদন জানালেন অভিনেত্রী, টুইটারের মাধ্যমেই..

  • We have completed 3 weeks of nationwide lockdown successfully &controlled the spread of the virus to a large extent.Let us follow our PM @narendramodi ji’s behest to the nation to observe next 3 weeks also in strict lockdown. For our own welfare & benefit we shdn’t break rules🙏

    — Hema Malini (@dreamgirlhema) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.