ETV Bharat / sitara

কোরোনা মোকাবিলায় দেশবাসীর কাছে কৃতজ্ঞ হেমা

হেমা বলেন, "দেশভক্তদের আমার প্রণাম । আজ আমি আপনাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই । আমাদের দেশের সব মুখ্যমন্ত্রীরা আমাদের প্রধানমন্ত্রীর কোরোনা মোকাবিলার প্রয়াসে পাশে এসে দাঁড়িয়েছেন । আমরা প্রত্যেকে তাঁদের কথা শুনছি, তাঁদের পরামর্শ মেনে চলছি । সব বয়সের সব ধরনের মানুষ নিজেদের বাড়িতেই রয়েছেন । এটাই সঠিক দেশভক্তি ।"

dgf
xgf
author img

By

Published : Apr 7, 2020, 3:16 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন BJP সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী ।

হেমা বলেন, "দেশভক্তদের আমার প্রণাম । আজ আমি আপনাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই । আমাদের দেশের সব মুখ্যমন্ত্রীরা আমাদের প্রধানমন্ত্রীর কোরোনা মোকাবিলার প্রয়াসে পাশে এসে দাঁড়িয়েছেন । আমরা প্রত্যেকে তাঁদের কথা শুনছি, তাঁদের পরামর্শ মেনে চলছি । সব বয়সের সব ধরনের মানুষ নিজেদের বাড়িতেই রয়েছেন । এটাই সঠিক দেশভক্তি ।"

মানুষ এখন পরিবারকে সময় দিচ্ছেন । বিষয়টির গুরুত্ব দিয়ে ড্রিম গার্ল বলেন, "মনে করে দেখুন, বাবা-মায়েরা প্রার্থনা করতেন, তাঁদের সন্তান যেন তাঁদের সময় দেন । এখন তাই হচ্ছে । স্ত্রী প্রার্থনা করতেন, স্বামী সময় পেলে একসঙ্গে সিনেমা দেখবেন । বাচ্চারা চাইত, বাবা সময় পেলে তাদের সঙ্গে খেলবে । এই কঠিন সময় আপনাদের এই উপহারও দিয়েছে । উপহার দিয়েছে একে-অপরকে সময় দেওয়ার । এখন আপনারা পরিবারকে আনন্দ দিন । সময় দিন । ঘরে থাকুন । আর কোরোনাকে বাড়ির বাইরে বের করে দিন ।"

এই সময়টা নিজের ইচ্ছেপূরণের সময় বলে মনে করেন তিনি । বলেন, "জীবনের এই দৌড়-ঝাঁপে আমাদের অনেক ইচ্ছে হারিয়ে যায় । আজ আমাদের কাছে সময় আছে সেই সব ইচ্ছেগুলো পূরণ করার । সেটা ঘর সাজানো হতে পারে, রান্না করা হতে পারে, সংগীত হতে পারে, হতে পারে বই পড়া । আমাদের ইচ্ছেগুলোকে নতুন করে জাগিয়ে তুলুন । বাচ্চাদেরও শেখান সেটা । কে বলতে পারে, এই সময় আপনাদের হারিয়ে যাওয়া প্রতিভা নতুন করে জেগে উঠবে না !"

কিছুদিন আগে দেশবাসীকে কোরোনা নিয়ে সতর্ক করতে ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করেন তিনি :

মুম্বই : কোরোনা মোকাবিলায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন BJP সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী ।

হেমা বলেন, "দেশভক্তদের আমার প্রণাম । আজ আমি আপনাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই । আমাদের দেশের সব মুখ্যমন্ত্রীরা আমাদের প্রধানমন্ত্রীর কোরোনা মোকাবিলার প্রয়াসে পাশে এসে দাঁড়িয়েছেন । আমরা প্রত্যেকে তাঁদের কথা শুনছি, তাঁদের পরামর্শ মেনে চলছি । সব বয়সের সব ধরনের মানুষ নিজেদের বাড়িতেই রয়েছেন । এটাই সঠিক দেশভক্তি ।"

মানুষ এখন পরিবারকে সময় দিচ্ছেন । বিষয়টির গুরুত্ব দিয়ে ড্রিম গার্ল বলেন, "মনে করে দেখুন, বাবা-মায়েরা প্রার্থনা করতেন, তাঁদের সন্তান যেন তাঁদের সময় দেন । এখন তাই হচ্ছে । স্ত্রী প্রার্থনা করতেন, স্বামী সময় পেলে একসঙ্গে সিনেমা দেখবেন । বাচ্চারা চাইত, বাবা সময় পেলে তাদের সঙ্গে খেলবে । এই কঠিন সময় আপনাদের এই উপহারও দিয়েছে । উপহার দিয়েছে একে-অপরকে সময় দেওয়ার । এখন আপনারা পরিবারকে আনন্দ দিন । সময় দিন । ঘরে থাকুন । আর কোরোনাকে বাড়ির বাইরে বের করে দিন ।"

এই সময়টা নিজের ইচ্ছেপূরণের সময় বলে মনে করেন তিনি । বলেন, "জীবনের এই দৌড়-ঝাঁপে আমাদের অনেক ইচ্ছে হারিয়ে যায় । আজ আমাদের কাছে সময় আছে সেই সব ইচ্ছেগুলো পূরণ করার । সেটা ঘর সাজানো হতে পারে, রান্না করা হতে পারে, সংগীত হতে পারে, হতে পারে বই পড়া । আমাদের ইচ্ছেগুলোকে নতুন করে জাগিয়ে তুলুন । বাচ্চাদেরও শেখান সেটা । কে বলতে পারে, এই সময় আপনাদের হারিয়ে যাওয়া প্রতিভা নতুন করে জেগে উঠবে না !"

কিছুদিন আগে দেশবাসীকে কোরোনা নিয়ে সতর্ক করতে ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করেন তিনি :

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.