মুম্বই : ইতিমধ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। আজকের ভোটে ভাগ্য় নির্ধারণ হতে চলেছে কিরণ খের, সানি দেওল, শত্রুঘ্ন সিনহার মতো প্রার্থীরা।
শত্রুঘ্ন সিনহা
- দল : কংগ্রেস
- কেন্দ্র : পাটনা সহিব
- রাজ্য : বিহার
- লড়ছেন : BJP-র রবিশঙ্কর প্রসাদের সঙ্গে লড়াই শত্রুঘ্নের।
সানি দেওল
- দল : BJP
- কেন্দ্র : গুরুদাসপুর
- রাজ্য : পঞ্জাব
- লড়ছেন : পঞ্জাবে কংগ্রেস প্রধান সুনীল জাখরের সঙ্গে।
কিরণ খের
- দল : BJP
- কেন্দ্র : চণ্ডীগড়
- রাজ্য : হরিয়ানা/পঞ্জাব
- লড়ছেন : কংগ্রেসের প্রার্থী ও প্রাক্তন রেলমন্ত্রী পবন কুমার বনসালের সঙ্গে।
রবি কিষাণ
- দল : BJP
- কেন্দ্র : গোরাখপুর
- রাজ্য : উত্তরপ্রদেশ
- লড়ছেন : কংগ্রেসের মধুসূদন ত্রিপাঠি ও সমাজবাদী পার্টির রামভুলা নিশাদের সঙ্গে।