ETV Bharat / sitara

বলিউডের হেভি ওয়েট প্রার্থীরা... - Ravi Kishan

আজ লোকসভা নির্বাচন সপ্তম ও অন্তিম দফার ভোট। দেশজুড়ে মোট আট রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৯টি আসনে ভোট হচ্ছে। আজকের ভোটে রয়েছেন সিনেমা জগতের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকজন হেভি ওয়েট প্রার্থী।

বলিউডের প্রার্থীরা
author img

By

Published : May 19, 2019, 8:30 AM IST

মুম্বই : ইতিমধ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। আজকের ভোটে ভাগ্য় নির্ধারণ হতে চলেছে কিরণ খের, সানি দেওল, শত্রুঘ্ন সিনহার মতো প্রার্থীরা।

শত্রুঘ্ন সিনহা

  • দল : কংগ্রেস
  • কেন্দ্র : পাটনা সহিব
  • রাজ্য : বিহার
  • লড়ছেন : BJP-র রবিশঙ্কর প্রসাদের সঙ্গে লড়াই শত্রুঘ্নের।

সানি দেওল

  • দল : BJP
  • কেন্দ্র : গুরুদাসপুর
  • রাজ্য : পঞ্জাব
  • লড়ছেন : পঞ্জাবে কংগ্রেস প্রধান সুনীল জাখরের সঙ্গে।

কিরণ খের

  • দল : BJP
  • কেন্দ্র : চণ্ডীগড়
  • রাজ্য : হরিয়ানা/পঞ্জাব
  • লড়ছেন : কংগ্রেসের প্রার্থী ও প্রাক্তন রেলমন্ত্রী পবন কুমার বনসালের সঙ্গে।

রবি কিষাণ

  • দল : BJP
  • কেন্দ্র : গোরাখপুর
  • রাজ্য : উত্তরপ্রদেশ
  • লড়ছেন : কংগ্রেসের মধুসূদন ত্রিপাঠি ও সমাজবাদী পার্টির রামভুলা নিশাদের সঙ্গে।

মুম্বই : ইতিমধ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। আজকের ভোটে ভাগ্য় নির্ধারণ হতে চলেছে কিরণ খের, সানি দেওল, শত্রুঘ্ন সিনহার মতো প্রার্থীরা।

শত্রুঘ্ন সিনহা

  • দল : কংগ্রেস
  • কেন্দ্র : পাটনা সহিব
  • রাজ্য : বিহার
  • লড়ছেন : BJP-র রবিশঙ্কর প্রসাদের সঙ্গে লড়াই শত্রুঘ্নের।

সানি দেওল

  • দল : BJP
  • কেন্দ্র : গুরুদাসপুর
  • রাজ্য : পঞ্জাব
  • লড়ছেন : পঞ্জাবে কংগ্রেস প্রধান সুনীল জাখরের সঙ্গে।

কিরণ খের

  • দল : BJP
  • কেন্দ্র : চণ্ডীগড়
  • রাজ্য : হরিয়ানা/পঞ্জাব
  • লড়ছেন : কংগ্রেসের প্রার্থী ও প্রাক্তন রেলমন্ত্রী পবন কুমার বনসালের সঙ্গে।

রবি কিষাণ

  • দল : BJP
  • কেন্দ্র : গোরাখপুর
  • রাজ্য : উত্তরপ্রদেশ
  • লড়ছেন : কংগ্রেসের মধুসূদন ত্রিপাঠি ও সমাজবাদী পার্টির রামভুলা নিশাদের সঙ্গে।
Intro:Body:

বলিউডের হেভি ওয়েড প্রার্থীরা...



আজ লোকসভা নির্বাচন সপ্তম ও অন্তিম দফার ভোট। দেশজুড়ে মোট সাত রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৯টি আসনে ভোট হচ্ছে। আজকের ভোটে রয়েছেন সিনেমা জগতের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকজন হেভি ওয়েট প্রার্থী।



মুম্বই : ইতিমধ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। আজকের ভোটে ভাগ্য় নির্ধারণ হতে চলেছে কিরণ খের, সানি দেওল, শত্রুঘ্ন সিনহার মতো প্রার্থীরা।



শত্রুঘ্ন সিনহা



দল : কংগ্রেস

কেন্দ্র : পাটনা সহিব

রাজ্য : বিহার

লড়ছেন : BJP-র রবিশঙ্কর প্রসাদের সঙ্গে লড়াই শত্রুঘ্নের।



সানি দেওল



দল : BJP

কেন্দ্র : গুরুদাসপুর

রাজ্য : পঞ্জাব

লড়ছেন : পঞ্জাবে কংগ্রেস প্রধান সুনীল জাখরের সঙ্গে।



কিরণ খের



দল : BJP

কেন্দ্র : চণ্ডীগড়

রাজ্য : হরিয়ানা/পঞ্জাব

লড়ছেন : কংগ্রেসের প্রার্থী ও প্রাক্তন রেলমন্ত্রী পবন কুমার বনসালের সঙ্গে।



রবি কিষাণ



দল : BJP

কেন্দ্র : গোরাখপুর

রাজ্য : উত্তরপ্রদেশ

লড়ছেন : কংগ্রেসের মধুসূদন ত্রিপাঠি ও সমাজবাদী পার্টির রামভুলা নিশাদের সঙ্গে।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.