মুম্বই : ইতিমধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন সারা আলি খান । একাধিক ছবিও করেছেন তিনি । আর এবার পালা তাঁর ভাই ইব্রাহিম আলি খানের । শীঘ্রই নাকি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি । সইফ আলি খানের কথা থেকে অন্তত সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে ।
শর্মিলা ঠাকুরের ছেলে সইফ । মাকে অনুসরণ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি । এবার ইব্রাহিমও সেই পথ অনুসরণ করেন কি না সেটাই দেখার । ইতিমধ্যেই একাধিক ছবিতে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন সারা ।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিমের বলিউড ডেবিউ প্রসঙ্গে সইফ বলেন, "অভিনয় ক্যারিয়ার শুরু করার জন্য প্রস্তুত রয়েছে ইব্রাহিম । আর কেন হবে না ? আমি চাই আমার সব সন্তানই এই পেশায় আসুক । কাজ করার জন্য এটা ভালো জায়গা । মনে আছে 17-18 বছর বয়সে আমার সব শেষ হয়ে যাচ্ছিল । সেই সময় অভিনয় আমাকে বাঁচিয়ে ছিল । এটা আমাকে পরিচয় দিয়েছে । কাজ করে আমি শান্তি পেয়েছি ।"
তাঁর সন্তানদের যে অভিনয়ের প্রতি একটা ভালোবাসা রয়েছে সেকথা আগেই জানিয়েছিলেন সইফ । আর তার কারণ হিসেবে তিনি বলেছিলেন গোটা পরিবারই অভিনয়ের সঙ্গে যুক্ত । সেখান থেকেই সন্তানদের মধ্যে অভিনয়ের প্রতি টান লক্ষ্য করা যায় ।
2019 সালে সারার সঙ্গে একটি ম্যাগাজ়িনের কভারে দেখা গিয়েছিল ইব্রাহিমকে । সেই প্রথম ফোটোশুট করেছিলেন তিনি । তবে এবার সইফ তাঁকে লঞ্চ করবেন নাকি সারার মতো তাঁকেও নিজের প্রথম ছবি খুঁজে নিতে হবে এখন সেটাই দেখার ।