মুম্বই : দেশের হয়ে হকি খেলতে চেয়েছিলেন । কিন্তু, তাঁর ভাগ্যে হয়তো অন্যকিছুই লেখা ছিল । তাঁর জন্য অপেক্ষা করছিল এক গ্ল্যামারাস কেরিয়ার । তাই সিনেমাজগতের সঙ্গে সম্পর্কহীন এক পরিবার থেকে এসেও শাহরুখ খান হয়ে উঠেছেন বলিউডের বাদশা ।
1992 সালে 'দিওয়ানা' দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ । এমন একটা সময়ে বলিউডে প্রবেশ করেন যখন সেখানে জায়গা পাওয়াটা আউটসাইডারদের কাছে খুব একটা সহজ ছিল না । কিন্তু ছোটো পরদার অভিনেতা থেকে শুধু বলিউডে জায়গাই করে নেননি, রীতিমতো দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি ।
তবে শুধু সিলভার স্ক্রিনই শাসন করেননি, হয়ে উঠেছেন দেশের বড় কয়েকটি ব্র্যান্ডের বাদশাও । হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাগ্রেসিভ প্রোমোশনের বিষয়টিও চালু করেন তিনি ।
এই 28 বছরে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে নিজেকে হিন্দি সিনেমার মুকুটহীন রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন । হয়ে উঠেছেন কিং খান । শুধু সফল অভিনেতা নন, বিশ্বের ধনী অভিনেতাদের মধ্যেও তিনি অন্যতম । তীক্ষ্ন ব্যবসায়িক বুদ্ধি তাঁর কোরিয়ারে যোগ করেছে অন্য মাত্রা । ফিল্মের পাশাপাশি ক্রীড়া, শিক্ষা সহ একাধিক ক্ষেত্রেও বিনিয়োগ করেছেন তিনি ।
'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়', 'মহাব্বতে' সহ একাধিক রোমান্টিক সিনেমা তাঁর মতো আউটসাইডারকে করে তুলেছিল বলিউডের পোস্টার বয় ।
তবে তাঁর অনুরাগীদের একটা অভিযোগ ছিল । তিনি নাকি খুব একটা পরীক্ষানিরীক্ষা করেন না । আর সেই অভিযোগকে ভুল প্রমাণিত করে 'ফ্যান', 'রইজ়' ও 'জ়িরো'-র মতো ছবিতে অভিনয় করেছেন । যদি এই তিনটি ছবিই বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখেনি ।
2018 সালে জ়িরোর ব্যর্থতায় হতাশ হয়ে কিছুটা সময়ের জন্য ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি । আর এখনও পর্যন্ত কোনও ছবিতে সই করেননি । যদিও তাঁর পরবর্তী ছবি নিয়ে প্রতি মুহূর্তে জল্পনা চলছে । সামনে এসেছে সিদ্ধার্থ আনন্দের ছবি থেকে রাজকুমার হিরানির ছবিতে অভিনয়ের কথাও । তবে এখনও কোনওটাই চূড়ান্ত হয়নি ।
প্রত্যেকের কেরিয়ারেই কোনও না কোনও সময়ে ব্যাড প্যাচ আসে, কিন্তু সঠিক স্ক্রিপট পেলে তিনি যে আবার ছন্দে ফিরবেন তা নিয়ে দ্বিমত নেই তাঁর অনুরাগীদের মধ্যে ।