ETV Bharat / sitara

Birthday Special : এক ঝলকে রণবীরের ফিল্মি যাত্রা - HBD Ranbir Kapoor

1982 সালের আজকের দিকে জন্ম রণবীরের । আজ 38 বছরে পা দিলেন তিনি । 'সাওয়ারিয়া' ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন । তারপর একাধিক ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে তাঁকে । তবে সাফল্য ও ব্যর্থতা, ক্যারিয়ারে দু'য়ের মুখই দেখেছেন তিনি । জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর ক্যারিয়ারের কিছু মুহূর্ত ।

asd
dsas
author img

By

Published : Sep 28, 2020, 10:54 PM IST

মুম্বই : ইন্ডাস্ট্রিতে লাভার বয় হিসেবেই পরিচিত তিনি । রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর । তবে চরিত্রের প্রয়োজনে সেই লাভার বয় ইমেজ একাধিকবার ভেঙেছেন তিনি । আর হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির অন্যতম প্রথমসারির অভিনেতা । যদিও তাঁর ক্যারিয়ারে ফ্লপ ছবির সংখ্যাও নেহাত কম নয় । জন্মদিনে এক ঝলকে দেখে নেওয়া যাক রণবীর কাপুরের ফিল্মি যাত্রা ।

sda
রণবীর কাপুরে

বলিউডের অন্যতম সেরা অভিনেতা হওয়া সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে রণবীরের একাধিক ছবি । তার মধ্যে রয়েছে 'বেশরম', 'রয়' এবং 'বম্বে ভেলভেট'-এর মতো ছবি ।

asd
রণবীরের ছবিগুলি

দীপিকা পাডুকোনের সঙ্গে 'তামাশা' ছবিতে অভিনয় করেছিলেন রণবীর । এক সময়ের হিট জুটি হওয়া সত্ত্বেও বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পায়নি এই ছবিও ।

asd
'তামাশা' ছবিতে রণবীর ও দীপিকা

বক্স অফিসে রণবীরের একের পর এক ছবি মুখ থুবড়ে পড়তে দেখে তাঁকে পরামর্শ দেন বিশেষজ্ঞরা । জানিয়েছিলেন, অত্যন্ত ভাবনা চিন্তা করেই রণবীরকে ছবি বাছতে হবে । তবেই একমাত্র বক্স অফিসে সাফল্যের মুখ দেখবেন তিনি ।

তবে সাফল্য ও ব্যর্থতাতে উপলদ্ধি করার পর রণবীরের মতে, ইন্ডাস্ট্রিতে সাফল হওয়ার আলাদা করে কোনও ফর্মুলা নেই ।

sdf
রণবীর কাপুর

কাপুর পরিবারের একজন সদস্য হওয়া সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে অভিনয় করেন রণবীর । চরিত্র যাই হোক না কেন সব সময় তা জীবন্ত করে তোলার চেষ্টা করেন তিনি । তবে কখনও ছবির গল্প তাঁকে হতাশ করে দেয় ।

asd
'জগ্গা জাসুস' ছবিতে রণবীর ও ক্যাটরিনা

এরপর 2017 সালে 'জগ্গা জাসুস' ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেছিলেন রণবীর । পাশাপাশি এই ছবির প্রযোজনার দায়িত্বও ছিল তাঁর কাঁধে । তবে এই ছবিও বক্স অফিসে তেমন একটা দাগ কাটতে পারেনি ।

asd
'সঞ্জু' ছবিতে রণবীরের বিভিন্ন লুক

রণবীরের একের পর এক ছবি ফ্লপ হতে দেখে অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে, আর হয়তো উঠে দাঁড়াতে পারবেন না তিনি । কিন্তু, সেই সময় রাজকুমার হিরানির 'সঞ্জু' সেই ধারণাকে বদলে দেয় । বক্স অফিসে ব্যাপক সাফল্যের মুখে দেখেছিল এই ছবি । যার মাধ্যমে মুখ বন্ধ হয়ে গিয়েছিল সমালোচকদেরও ।

asd
'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়া ও রণবীর

আপকামিং ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে অভিনয় করবেন তিনি । সেখানে আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

আর এই ছবির মাধ্যমেই প্রথমবার বান্ধবী আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রণবীরকে ।

asd
রণবীর ও আলিয়া

'সঞ্জু'-র সাফল্যের পর এখন অনেক দায়িত্ব রণবীরের কাঁধে । ওই ছবির ব্যাপক সাফল্যের পর এখন তাঁর থেকে অনুরাগীদের প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছে । তাই আপকামিং ছবি দর্শকদের মনে কতটা দাগ কাটতে পারে এখন সেটাই দেখার ।

এছাড়া 'সামশেরা' ছবিতেও দেখা যাবে রণবীরকে । সেখানে একজন ডাকাতের চরিত্রে অভিনয় করবেন তিনি ।

জন্মদিনে ETV ভারত সিতারার তরফে তাঁকে অনেক শুভেচ্ছা ।

মুম্বই : ইন্ডাস্ট্রিতে লাভার বয় হিসেবেই পরিচিত তিনি । রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর । তবে চরিত্রের প্রয়োজনে সেই লাভার বয় ইমেজ একাধিকবার ভেঙেছেন তিনি । আর হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির অন্যতম প্রথমসারির অভিনেতা । যদিও তাঁর ক্যারিয়ারে ফ্লপ ছবির সংখ্যাও নেহাত কম নয় । জন্মদিনে এক ঝলকে দেখে নেওয়া যাক রণবীর কাপুরের ফিল্মি যাত্রা ।

sda
রণবীর কাপুরে

বলিউডের অন্যতম সেরা অভিনেতা হওয়া সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে রণবীরের একাধিক ছবি । তার মধ্যে রয়েছে 'বেশরম', 'রয়' এবং 'বম্বে ভেলভেট'-এর মতো ছবি ।

asd
রণবীরের ছবিগুলি

দীপিকা পাডুকোনের সঙ্গে 'তামাশা' ছবিতে অভিনয় করেছিলেন রণবীর । এক সময়ের হিট জুটি হওয়া সত্ত্বেও বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পায়নি এই ছবিও ।

asd
'তামাশা' ছবিতে রণবীর ও দীপিকা

বক্স অফিসে রণবীরের একের পর এক ছবি মুখ থুবড়ে পড়তে দেখে তাঁকে পরামর্শ দেন বিশেষজ্ঞরা । জানিয়েছিলেন, অত্যন্ত ভাবনা চিন্তা করেই রণবীরকে ছবি বাছতে হবে । তবেই একমাত্র বক্স অফিসে সাফল্যের মুখ দেখবেন তিনি ।

তবে সাফল্য ও ব্যর্থতাতে উপলদ্ধি করার পর রণবীরের মতে, ইন্ডাস্ট্রিতে সাফল হওয়ার আলাদা করে কোনও ফর্মুলা নেই ।

sdf
রণবীর কাপুর

কাপুর পরিবারের একজন সদস্য হওয়া সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে অভিনয় করেন রণবীর । চরিত্র যাই হোক না কেন সব সময় তা জীবন্ত করে তোলার চেষ্টা করেন তিনি । তবে কখনও ছবির গল্প তাঁকে হতাশ করে দেয় ।

asd
'জগ্গা জাসুস' ছবিতে রণবীর ও ক্যাটরিনা

এরপর 2017 সালে 'জগ্গা জাসুস' ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেছিলেন রণবীর । পাশাপাশি এই ছবির প্রযোজনার দায়িত্বও ছিল তাঁর কাঁধে । তবে এই ছবিও বক্স অফিসে তেমন একটা দাগ কাটতে পারেনি ।

asd
'সঞ্জু' ছবিতে রণবীরের বিভিন্ন লুক

রণবীরের একের পর এক ছবি ফ্লপ হতে দেখে অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে, আর হয়তো উঠে দাঁড়াতে পারবেন না তিনি । কিন্তু, সেই সময় রাজকুমার হিরানির 'সঞ্জু' সেই ধারণাকে বদলে দেয় । বক্স অফিসে ব্যাপক সাফল্যের মুখে দেখেছিল এই ছবি । যার মাধ্যমে মুখ বন্ধ হয়ে গিয়েছিল সমালোচকদেরও ।

asd
'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়া ও রণবীর

আপকামিং ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে অভিনয় করবেন তিনি । সেখানে আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

আর এই ছবির মাধ্যমেই প্রথমবার বান্ধবী আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রণবীরকে ।

asd
রণবীর ও আলিয়া

'সঞ্জু'-র সাফল্যের পর এখন অনেক দায়িত্ব রণবীরের কাঁধে । ওই ছবির ব্যাপক সাফল্যের পর এখন তাঁর থেকে অনুরাগীদের প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছে । তাই আপকামিং ছবি দর্শকদের মনে কতটা দাগ কাটতে পারে এখন সেটাই দেখার ।

এছাড়া 'সামশেরা' ছবিতেও দেখা যাবে রণবীরকে । সেখানে একজন ডাকাতের চরিত্রে অভিনয় করবেন তিনি ।

জন্মদিনে ETV ভারত সিতারার তরফে তাঁকে অনেক শুভেচ্ছা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.