ETV Bharat / sitara

Birthday Special : আশা ভোঁসলের কিছু অবিস্মরণীয় গান - আশা ভোঁসলের খবর

আজ আশা ভোঁসলের 87 তম জন্মদিন । ভারতীয় সংগীতের দুনিয়ায় একইসঙ্গে ক্লাসিকাল এবং ওয়েস্টার্ন মিউজ়িকে তাঁর মতো দক্ষতা দেখা যায় না বললেই চলে । বলিউডের প্লেব্যাক সেনসেশন বলা যেতে পারে তাঁকে । আশার কণ্ঠস্বর, তাঁর অভিব্যক্তি, নাটকীয়তা আজও আনপ্যারালাল । তাই আশা ভোঁসলে নিঃসন্দেহে একজন লেজেন্ড । গায়িকার জন্মদিনে তাঁর কিছু অবিস্মরণীয় গান শুনে নেওয়া যাক...

Asha Bhosle best songs
Asha Bhosle best songs
author img

By

Published : Sep 8, 2020, 6:37 AM IST

চুরা লিয়া হ্যায় তুমনে : 'ইয়াদোঁ কি বরাত' ছবিতে আশার গাওয়া এই গান কে ভুলতে পারে ? আমাদের এই ফাস্ট লাইফেও এই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করা যায়, পার্টিতে বাজানো যায় অবলীলায় । আশার এভারগ্রীন গানগুলোর মধ্যে এটি অন্যতম ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পিয়া তু অব তো আজা : আশার গান আর আর.ডি.বর্মণের সুরে এই গান হিন্দি প্লেব্যাক দুনিয়ায় একটি মাইলস্টোন গান । আশা ভোঁসলে বললে সম্ভবত এই গানই প্রথম মাথায় আসে । এই লেজেন্ডের জন্মদিনে এই গান না শুনলে কি হয় ?

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইনতহা হো গ্যয়ি : সুরা পান না করেও যে মত্ত হওয়া যায় তার প্রমাণ এই গান । 1978 সালে 'ডন' ছবির গান এটি । তারপর কেটে গেছে 42 টা বছর । কিন্তু, আজও এই গান একইভাবে প্রাসঙ্গিক ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

দিল চিজ় কেয়া হ্যায় : 1981 সালে 'উমরাও জান' ছবির সেই বিখ্যাত গান । আশা যে ক্লাসিকাল গানে কতটা পারদর্শী ছিলেন তা বোঝা যায় এই গান শুনলে । এই গানের জন্য সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কারও পান গায়িকা ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

দম মারো দম : সময়টা 1971 । রাগ সংগীতে তালিম নেওয়া কোনও শিল্পী যে এই গান গাইতে পারেন কে ধারণা করতে পেরেছিল ? ওই সময় দাঁড়িয়ে এমন গান গাওয়ার সাহসও কেউ দেখাতে পারেননি । একদিকে জ়িনাত অমন, অন্যদিকে আশা- দুই সাহসী নারী এই গানের মধ্যে দিয়ে ভেঙেছিলেন অনেক স্টিরিওটাইপ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তখন হিন্দি প্লেব্যাক গানের দুনিয়ায় লতা মঙ্গেশকরের রাজত্ব । প্রায় সব নায়িকার ঠোঁটে সেই সময় লতারই কণ্ঠ । আশা পাচ্ছিলেন ভ্যাম্প সং বা সহজভাবে বলতে গেলে আইটেম সং । সেই জায়গা থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন আশা । লতার আলোয় হারিয়ে না গিয়ে নিজে উজ্জ্বল হয়ে উঠেছেন একটু একটু করে । আজ আশা ভোঁসলে নিজেই একটা প্রতিষ্ঠান ।

এই লেজেন্ডের জন্মদিনে শুভেচ্ছা ETV ভারত সিতারার তরফ থেকে ।

চুরা লিয়া হ্যায় তুমনে : 'ইয়াদোঁ কি বরাত' ছবিতে আশার গাওয়া এই গান কে ভুলতে পারে ? আমাদের এই ফাস্ট লাইফেও এই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করা যায়, পার্টিতে বাজানো যায় অবলীলায় । আশার এভারগ্রীন গানগুলোর মধ্যে এটি অন্যতম ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পিয়া তু অব তো আজা : আশার গান আর আর.ডি.বর্মণের সুরে এই গান হিন্দি প্লেব্যাক দুনিয়ায় একটি মাইলস্টোন গান । আশা ভোঁসলে বললে সম্ভবত এই গানই প্রথম মাথায় আসে । এই লেজেন্ডের জন্মদিনে এই গান না শুনলে কি হয় ?

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইনতহা হো গ্যয়ি : সুরা পান না করেও যে মত্ত হওয়া যায় তার প্রমাণ এই গান । 1978 সালে 'ডন' ছবির গান এটি । তারপর কেটে গেছে 42 টা বছর । কিন্তু, আজও এই গান একইভাবে প্রাসঙ্গিক ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

দিল চিজ় কেয়া হ্যায় : 1981 সালে 'উমরাও জান' ছবির সেই বিখ্যাত গান । আশা যে ক্লাসিকাল গানে কতটা পারদর্শী ছিলেন তা বোঝা যায় এই গান শুনলে । এই গানের জন্য সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কারও পান গায়িকা ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

দম মারো দম : সময়টা 1971 । রাগ সংগীতে তালিম নেওয়া কোনও শিল্পী যে এই গান গাইতে পারেন কে ধারণা করতে পেরেছিল ? ওই সময় দাঁড়িয়ে এমন গান গাওয়ার সাহসও কেউ দেখাতে পারেননি । একদিকে জ়িনাত অমন, অন্যদিকে আশা- দুই সাহসী নারী এই গানের মধ্যে দিয়ে ভেঙেছিলেন অনেক স্টিরিওটাইপ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তখন হিন্দি প্লেব্যাক গানের দুনিয়ায় লতা মঙ্গেশকরের রাজত্ব । প্রায় সব নায়িকার ঠোঁটে সেই সময় লতারই কণ্ঠ । আশা পাচ্ছিলেন ভ্যাম্প সং বা সহজভাবে বলতে গেলে আইটেম সং । সেই জায়গা থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন আশা । লতার আলোয় হারিয়ে না গিয়ে নিজে উজ্জ্বল হয়ে উঠেছেন একটু একটু করে । আজ আশা ভোঁসলে নিজেই একটা প্রতিষ্ঠান ।

এই লেজেন্ডের জন্মদিনে শুভেচ্ছা ETV ভারত সিতারার তরফ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.