ETV Bharat / sitara

13 বছর বয়স থেকে কখনও সিঙ্গল থাকেননি রণবীর ! - have not been single since 13

13 বছর বয়স থেকে কখনওই সিঙ্গল থাকেননি রণবীর । ব্রেকআপের পর কোনও না কোনও সম্পর্কে জড়িয়েছেন তিনি । সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর সাক্ষাৎকারের পুরোনো একটি ভিডিয়ো । সেখানে নিজের লাভ লাইফ সম্পর্কে একথা বলেন তিনি ।

sdf
sfd
author img

By

Published : Apr 13, 2020, 11:01 AM IST

মুম্বই : সিনেমা ছাড়াও নিজের লাভ লাইফের জন্য একাধিকবার খবরের শীর্ষে উঠে এসেছেন তিনি । বলিউডের বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে তাঁর নাম । তবে সেটা বলিউডে পা রাখার পর থেকে নয় । খুব কম বয়স থেকেই একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি । 13 বছর বয়স থেকে কখনওই তাঁকে সিঙ্গল থাকতে হয়নি বলে জানিয়েছেন রণবীর কাপুর । সম্প্রতি ভাইরাল হয়েছে রণবীরের একটি পুরোনো ভিডিয়ো । সেখানেই নিজের লাভ লাইফ সম্পর্কে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে ।

13 বছর বয়সে ক্লাস সেভেনে পড়তেন রণবীর । সেই তখন থেকেই ব্রেকআপের পর কোনও না কোনও সম্পর্কে জড়িয়ে পড়তেন তিনি । একবারও সিঙ্গল থাকতে হয়নি তাঁকে । তারপর বলিউডে পা রাখার পর থেকে কখনও প্রিয়াঙ্কা চোপড়া, কখনও সোনম কাপুর, কখনও ক্যাটরিনা কাইফ, কখনও মাহিরা খান । আবার কখনও দীপিকা পাডুকোনের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর । তবে নিজের লাভ লাইফ নিয়ে প্রকাশ্যে কখনওই কোনও মন্তব্য করেননি তিনি ।

2016 সালে ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপের পর বেশ কিছুদিন সিঙ্গল ছিলেন রণবীর । 2017 সালের পুরোনো ওই ভিডিয়োতে নিজের লাভ লাইফ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় তাঁকে । বলেন, "13 বছর বয়স থেকে গত বছর (অর্থাৎ 2016 সাল) পর্যন্ত কখনও আমাকে সিঙ্গল থাকতে হয়নি । কেউ না কেউ জুটে যেত । প্রথমবার আমি সিঙ্গল থাকছি । আর এটা অসাধারণ । এখন নিজের জন্য অনেক সময় পাওয়া যাচ্ছে ।"

তবে এখন অবশ্য আলিয়া ভাটের সঙ্গে ডেট করছেন রণবীর । একসঙ্গে 'ব্রহ্মাস্ত্র' সিনেমাতেও কাজ করছেন তাঁরা । শোনা যাচ্ছে, ডিসেম্বরেই তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন । সেই মতো নাকি প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে । তবে এখনও পর্যন্ত এ নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি কাপুর ও ভাট পরিবারের তরফে ।

'ব্রহ্মাস্ত্র' ছাড়াও লাভ রঞ্জন পরিচালিত একটি ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে কাজ করবেন রণবীর । এছাড়া যশরাজ ফিল্মসের 'শামশেরা' ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ।

মুম্বই : সিনেমা ছাড়াও নিজের লাভ লাইফের জন্য একাধিকবার খবরের শীর্ষে উঠে এসেছেন তিনি । বলিউডের বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে তাঁর নাম । তবে সেটা বলিউডে পা রাখার পর থেকে নয় । খুব কম বয়স থেকেই একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি । 13 বছর বয়স থেকে কখনওই তাঁকে সিঙ্গল থাকতে হয়নি বলে জানিয়েছেন রণবীর কাপুর । সম্প্রতি ভাইরাল হয়েছে রণবীরের একটি পুরোনো ভিডিয়ো । সেখানেই নিজের লাভ লাইফ সম্পর্কে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে ।

13 বছর বয়সে ক্লাস সেভেনে পড়তেন রণবীর । সেই তখন থেকেই ব্রেকআপের পর কোনও না কোনও সম্পর্কে জড়িয়ে পড়তেন তিনি । একবারও সিঙ্গল থাকতে হয়নি তাঁকে । তারপর বলিউডে পা রাখার পর থেকে কখনও প্রিয়াঙ্কা চোপড়া, কখনও সোনম কাপুর, কখনও ক্যাটরিনা কাইফ, কখনও মাহিরা খান । আবার কখনও দীপিকা পাডুকোনের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর । তবে নিজের লাভ লাইফ নিয়ে প্রকাশ্যে কখনওই কোনও মন্তব্য করেননি তিনি ।

2016 সালে ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপের পর বেশ কিছুদিন সিঙ্গল ছিলেন রণবীর । 2017 সালের পুরোনো ওই ভিডিয়োতে নিজের লাভ লাইফ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় তাঁকে । বলেন, "13 বছর বয়স থেকে গত বছর (অর্থাৎ 2016 সাল) পর্যন্ত কখনও আমাকে সিঙ্গল থাকতে হয়নি । কেউ না কেউ জুটে যেত । প্রথমবার আমি সিঙ্গল থাকছি । আর এটা অসাধারণ । এখন নিজের জন্য অনেক সময় পাওয়া যাচ্ছে ।"

তবে এখন অবশ্য আলিয়া ভাটের সঙ্গে ডেট করছেন রণবীর । একসঙ্গে 'ব্রহ্মাস্ত্র' সিনেমাতেও কাজ করছেন তাঁরা । শোনা যাচ্ছে, ডিসেম্বরেই তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন । সেই মতো নাকি প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে । তবে এখনও পর্যন্ত এ নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি কাপুর ও ভাট পরিবারের তরফে ।

'ব্রহ্মাস্ত্র' ছাড়াও লাভ রঞ্জন পরিচালিত একটি ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে কাজ করবেন রণবীর । এছাড়া যশরাজ ফিল্মসের 'শামশেরা' ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.