ETV Bharat / sitara

দুই বোনের নামে ট্যাটু করলেন হর্ষবর্ধন - social media

নিজের পিঠে দুই বোন সোনম ও রিয়ার নামের ট্যাটু করলেন অভিনেতা হর্ষবর্ধন কাপুর । সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করলেন তিনি ।

হর্ষবর্ধন
author img

By

Published : Sep 2, 2019, 9:35 PM IST

মুম্বই : অভিনেতা হর্ষবর্ধন একজন ফুটবল অনুরাগী । তিনি প্রায়শই ফুটবল নিয়ে টুইট করে থাকেন । তবে আজ টুইটারে বোন সোনম ও রিয়ার প্রতি ভালোবাসা প্রকাশ করলেন হর্ষ । একটি ছবি শেয়ার করলেন যেখানে খালি পিঠে তাঁর বোনেদের নামের ট্যাটু করা রয়েছে ।

ছবিটিতে হর্ষের খালি পিঠের উপর ফোকাস করা । সাদা কালো এই ছবিতে তাঁর পিঠের দু'দিকে দুই বোন সোনম ও রিয়ার নাম লেখা রয়েছে । ক্যাপশনে লিখেছেন, "ভি ট্যাপার"

এই প্রথম নয় যে, হর্ষ সোশাল মিডিয়ায় নিজের ট্যাটু শেয়ার করলেন । কয়েক সপ্তাহ আগে ডিস্প্লেতে নিজের ট্যাটু রেখেছিলেন এবং অনেকের মন জয় করেছিলেন ।

এবারও ভক্তরা নিজেদের ভালবাসা দেখাতে ভোলেননি । একজন তাঁর ছবিতে কমেন্ট করেন, "চমৎকার ও দুর্দান্ত । " অন্য একজন লেখেন, "এটা খুব মিষ্টি ।"

মুম্বই : অভিনেতা হর্ষবর্ধন একজন ফুটবল অনুরাগী । তিনি প্রায়শই ফুটবল নিয়ে টুইট করে থাকেন । তবে আজ টুইটারে বোন সোনম ও রিয়ার প্রতি ভালোবাসা প্রকাশ করলেন হর্ষ । একটি ছবি শেয়ার করলেন যেখানে খালি পিঠে তাঁর বোনেদের নামের ট্যাটু করা রয়েছে ।

ছবিটিতে হর্ষের খালি পিঠের উপর ফোকাস করা । সাদা কালো এই ছবিতে তাঁর পিঠের দু'দিকে দুই বোন সোনম ও রিয়ার নাম লেখা রয়েছে । ক্যাপশনে লিখেছেন, "ভি ট্যাপার"

এই প্রথম নয় যে, হর্ষ সোশাল মিডিয়ায় নিজের ট্যাটু শেয়ার করলেন । কয়েক সপ্তাহ আগে ডিস্প্লেতে নিজের ট্যাটু রেখেছিলেন এবং অনেকের মন জয় করেছিলেন ।

এবারও ভক্তরা নিজেদের ভালবাসা দেখাতে ভোলেননি । একজন তাঁর ছবিতে কমেন্ট করেন, "চমৎকার ও দুর্দান্ত । " অন্য একজন লেখেন, "এটা খুব মিষ্টি ।"

Intro:Body:

Harsh Varrdhan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.