ETV Bharat / sitara

মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে 'গালি বয়' - Melbourne

অস্ট্রেলিয়ার দর্শকের কাছে সুখবর। সেখানে মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে হতে চলেছে 'গালি বয়'-র স্পেশাল স্ক্রিনিং। এর সঙ্গে ভারতীয় সিনেমা নিয়ে আলোচনা করবেন পরিচালক জ়োয়া আখতার ।

গালি বয়
author img

By

Published : Jun 27, 2019, 12:05 PM IST

মুম্বই : মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়' । ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনয় করেছেন । মেলবোর্নের এই ভারতীয় চলচ্চিত্র উৎসব এবার 10 বছরে পা রাখল । 8 অগাস্ট থেকে17 অগাস্ট পর্যন্ত চলবে এই ফেস্টিভালটি ।

10 অগাস্ট এই চলচ্চিত্র উৎসবে জ়োয়া ভারতীয় সিনেমা নিয়ে দর্শকের সঙ্গে কথা বলবেন । জ়োয়া বললেন, "ভারতীয় সিনেমা যে সীমান্ত পেরিয়ে সারা বিশ্বে ঘুরছে তা দেখে ভালো লাগে । একজন ছবি নির্মাতা হিসেবে এই অভিজ্ঞতা অসাধারণ । ভারতীয় সিনেমা নিয়ে বিভিন্ন জায়গায় উদযাপন তার থেকেও বেশি রোমাঞ্চকর ।"

তিনি আরও বলেন, "IFFM 2019-র অংশ হতে পেরে আমি আনন্দিত । অস্ট্রেলিয়ায় অনেক ভারতীয় রয়েছে । অস্ট্রেলিয়ার দর্শকের কাছে 'গালি বয়'-র স্পেশাল স্ক্রিনিং ও ভারতীয় সিনেমা আলোচনা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়' । ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনয় করেছেন । মেলবোর্নের এই ভারতীয় চলচ্চিত্র উৎসব এবার 10 বছরে পা রাখল । 8 অগাস্ট থেকে17 অগাস্ট পর্যন্ত চলবে এই ফেস্টিভালটি ।

10 অগাস্ট এই চলচ্চিত্র উৎসবে জ়োয়া ভারতীয় সিনেমা নিয়ে দর্শকের সঙ্গে কথা বলবেন । জ়োয়া বললেন, "ভারতীয় সিনেমা যে সীমান্ত পেরিয়ে সারা বিশ্বে ঘুরছে তা দেখে ভালো লাগে । একজন ছবি নির্মাতা হিসেবে এই অভিজ্ঞতা অসাধারণ । ভারতীয় সিনেমা নিয়ে বিভিন্ন জায়গায় উদযাপন তার থেকেও বেশি রোমাঞ্চকর ।"

তিনি আরও বলেন, "IFFM 2019-র অংশ হতে পেরে আমি আনন্দিত । অস্ট্রেলিয়ায় অনেক ভারতীয় রয়েছে । অস্ট্রেলিয়ার দর্শকের কাছে 'গালি বয়'-র স্পেশাল স্ক্রিনিং ও ভারতীয় সিনেমা আলোচনা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

Gulli boy


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.