ETV Bharat / sitara

লকডাউনে মেদ না কমিয়েও ওজন কমালেন রাজকুমার - rajkumar rao latest news

লকডাউনে ওজন কমালেন রাজকুমার রাও । তবে মেদ একটুও ঝড়ল না । কীভাবে সম্ভব ?

rajkumar rao latest news
rajkumar rao latest news
author img

By

Published : May 7, 2020, 8:11 PM IST

মুম্বই : লকডাউনে রাজকুমার রাওয়ের নতুন লুক । দাড়ি কামিয়ে একেবারে ক্লিন শেভেন হয়ে গেলেন অভিনেতা । ওজন কমল কি ? রাজকুমার তো তেমনই দাবি করছেন ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন রাজকুমার রাও । সেখানে দাড়ি কামানোর আগের আর পরের লুক শেয়ার করেছেন অভিনেতা । ক্যাপশনে লিখেছেন, "বাড়তি ওজন কমিয়ে ফেললাম । এটাই আমার গরমের খেলা । আপনাদের কী ?"

কয়েকদিন আগে গার্লফ্রেন্ড পত্রলেখার চুল কেটে দিয়েছিলেন রাজকুমার । দাড়ি কাটার ট্রিমার দিয়েই সমান করে কেটেছিলেন পত্রলেখার লম্বা চুল ।

রাজকুমারের শেষ অভিনীত ছবি 'মেড ইন চায়না' । ছবিটি বক্স অফিসে সেরকম সাড়া ফেলতে পারেনি । তবে অভিনেতার হাতে এখন অনেক কাজ । দীনেশ বিজানের 'রুহি আফজ়া', অনুরাগ বসুর 'লুডো' ও হনসল মেহতার 'ছলঙ্গ'-এ দেখা যাবে জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতাকে ।

মুম্বই : লকডাউনে রাজকুমার রাওয়ের নতুন লুক । দাড়ি কামিয়ে একেবারে ক্লিন শেভেন হয়ে গেলেন অভিনেতা । ওজন কমল কি ? রাজকুমার তো তেমনই দাবি করছেন ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন রাজকুমার রাও । সেখানে দাড়ি কামানোর আগের আর পরের লুক শেয়ার করেছেন অভিনেতা । ক্যাপশনে লিখেছেন, "বাড়তি ওজন কমিয়ে ফেললাম । এটাই আমার গরমের খেলা । আপনাদের কী ?"

কয়েকদিন আগে গার্লফ্রেন্ড পত্রলেখার চুল কেটে দিয়েছিলেন রাজকুমার । দাড়ি কাটার ট্রিমার দিয়েই সমান করে কেটেছিলেন পত্রলেখার লম্বা চুল ।

রাজকুমারের শেষ অভিনীত ছবি 'মেড ইন চায়না' । ছবিটি বক্স অফিসে সেরকম সাড়া ফেলতে পারেনি । তবে অভিনেতার হাতে এখন অনেক কাজ । দীনেশ বিজানের 'রুহি আফজ়া', অনুরাগ বসুর 'লুডো' ও হনসল মেহতার 'ছলঙ্গ'-এ দেখা যাবে জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতাকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.