ETV Bharat / sitara

কোয়ারেন্টাইনে মেয়ের থেকে মেকআপ টিপস নিচ্ছেন গৌরী

এখন পরিবারের সঙ্গে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন গৌরী খান । আর এই সময় মেয়ে সুহানার থেকে মেকআপ টিপস নিচ্ছেন তিনি । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে এই কথা জানিয়েছেন ।

zxc
zc
author img

By

Published : Mar 30, 2020, 8:59 PM IST

মুম্বই : পরনে ধূসর জ্যাকেট । সঙ্গে নুড মেকআপ । আর সুহানার সেই ছবি পোস্ট করে গৌরী খান লেখেন, "মেকআপ টিপস নিচ্ছি" ।

বর্তমানে পরিবারের সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন শাহরুখ খান । এই সময়ে সোশাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো পোস্ট করেছেন শাহরুখ খান । কোথাও জনতা কারফিউয়ের সময় ফ্যানেদের বাড়িতে থাকতে অনুরোধ করেছেন আবার কখনও তাদের সচেতন করতে দেখা গেছে তাঁকে । যেমন একটা ভিডিয়ো পোস্ট করে শাহরুখ লেখেন, "এই ভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে সাহায্য করবে জনতা কারফিউ ।"

শাহরুখের মতো গৌরীও একাধিক ভিডিয়ো পোস্ট করেছেন । জনতা কারফিউের দিন বিকেলে তাঁর মায়ের থালা বাজানোর ভিডিয়ো পোস্ট করেন তিনি ।

এবার নুড মেকআপে মেয়ে সুহানার ছবি পোস্ট করলেন গৌরী ।

দেশে কোরোনায় সংক্রমণ বাড়তে থাকার পরই শুটিং বন্ধ হয়ে যায় বলিউডে । নিজেদের স্বেচ্ছায় গৃহবন্দী করে নেন অভিনেতা-অভিনেত্রীরা । আর এই সময় কেউ নিজেদের ওয়ার্কআউটের ছবি শেয়ার করছেন আবার কেউ শেয়ার করছেন ঘরের কাজ করার ছবি । কেউ আবার রান্না করা, বাসন মাজার ভিডিয়ো শেয়ার করেছেন । এরই মাঝে শাহরুখের মতো অনেকেই কোরোনা নিয়ে ফ্যানেদের সচেতন করেছেন । বারবার আবেদন করেছেন, বাইরে না বেরোতে ।

মুম্বই : পরনে ধূসর জ্যাকেট । সঙ্গে নুড মেকআপ । আর সুহানার সেই ছবি পোস্ট করে গৌরী খান লেখেন, "মেকআপ টিপস নিচ্ছি" ।

বর্তমানে পরিবারের সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন শাহরুখ খান । এই সময়ে সোশাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো পোস্ট করেছেন শাহরুখ খান । কোথাও জনতা কারফিউয়ের সময় ফ্যানেদের বাড়িতে থাকতে অনুরোধ করেছেন আবার কখনও তাদের সচেতন করতে দেখা গেছে তাঁকে । যেমন একটা ভিডিয়ো পোস্ট করে শাহরুখ লেখেন, "এই ভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে সাহায্য করবে জনতা কারফিউ ।"

শাহরুখের মতো গৌরীও একাধিক ভিডিয়ো পোস্ট করেছেন । জনতা কারফিউের দিন বিকেলে তাঁর মায়ের থালা বাজানোর ভিডিয়ো পোস্ট করেন তিনি ।

এবার নুড মেকআপে মেয়ে সুহানার ছবি পোস্ট করলেন গৌরী ।

দেশে কোরোনায় সংক্রমণ বাড়তে থাকার পরই শুটিং বন্ধ হয়ে যায় বলিউডে । নিজেদের স্বেচ্ছায় গৃহবন্দী করে নেন অভিনেতা-অভিনেত্রীরা । আর এই সময় কেউ নিজেদের ওয়ার্কআউটের ছবি শেয়ার করছেন আবার কেউ শেয়ার করছেন ঘরের কাজ করার ছবি । কেউ আবার রান্না করা, বাসন মাজার ভিডিয়ো শেয়ার করেছেন । এরই মাঝে শাহরুখের মতো অনেকেই কোরোনা নিয়ে ফ্যানেদের সচেতন করেছেন । বারবার আবেদন করেছেন, বাইরে না বেরোতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.