ETV Bharat / sitara

বিয়ে করছেন গওহর ? জবাব দিলেন অভিনেত্রী - গওহর খানের খবর

শোনা যাচ্ছিল যে, সংগীত পরিচালিক ইসমাইল দরবারের ছেলে ও কোরিওগ্রাফার জ়ায়েদ দরবারের সঙ্গে নাকি এই নভেম্বরেই বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী গওহর খান । এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী ।

gauahar khan rumour of marriage
gauahar khan rumour of marriage
author img

By

Published : Oct 22, 2020, 7:40 AM IST

মুম্বই : সেলেব্রিটিদের নিয়ে নিত্যনতুন গসিপ তৈরি করা যেন কিছু মানুষের কাজ । কোনও ভিত্তি ছাড়াই সেই খবর তৈরি হয় ও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । তেমনই একটি খবর হল গওহর খানের বিয়ে । তিনি নাকি এই নভেম্বরেই জ়ায়েদ দরবারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ।

তবে এই জল্পনা ওড়ালেন অভিনেত্রী । IANS-কে সাফ জানিয়ে দিলেন, "এগুলো গুজব । এরকম কিছু ঘটলে আমি সবার আগে জানাব ।"

gauahar khan rumour of marriage
.

সম্প্রতি সোশাল মিডিয়ায় জ়ায়েদের সঙ্গে বেশ কয়েকটি নাচের ভিডিয়ো শেয়ার করেছেন গওহর । সেখানে কোরিওগ্রাফার ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সর জ়ায়েদ আর গওহরের কেমিস্ট্রি দেখে চোখ আটকেছিল নেটিজেনদের । তারপর থেকেই শুরু হয় জল্পনা ।

তবে পরিষ্কার করে সত্যিটা জানিয়ে দিলেন অভিনেত্রী ।

মুম্বই : সেলেব্রিটিদের নিয়ে নিত্যনতুন গসিপ তৈরি করা যেন কিছু মানুষের কাজ । কোনও ভিত্তি ছাড়াই সেই খবর তৈরি হয় ও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । তেমনই একটি খবর হল গওহর খানের বিয়ে । তিনি নাকি এই নভেম্বরেই জ়ায়েদ দরবারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ।

তবে এই জল্পনা ওড়ালেন অভিনেত্রী । IANS-কে সাফ জানিয়ে দিলেন, "এগুলো গুজব । এরকম কিছু ঘটলে আমি সবার আগে জানাব ।"

gauahar khan rumour of marriage
.

সম্প্রতি সোশাল মিডিয়ায় জ়ায়েদের সঙ্গে বেশ কয়েকটি নাচের ভিডিয়ো শেয়ার করেছেন গওহর । সেখানে কোরিওগ্রাফার ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সর জ়ায়েদ আর গওহরের কেমিস্ট্রি দেখে চোখ আটকেছিল নেটিজেনদের । তারপর থেকেই শুরু হয় জল্পনা ।

তবে পরিষ্কার করে সত্যিটা জানিয়ে দিলেন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.