মুম্বই : আইনি জটিলতায় জড়িয়ে পড়ল আলিয়া ভাটের আপকামিং ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। লকডাউনের জেরে কিছুদিন বন্ধ ছিল এই ছবির শুটিং । কিন্তু, নিউ নর্মালে ফের শুটিং শুরু হয়েছে । আর ঠিক তখনই ছবির কাহিনি নিয়ে আপত্তি তুলে মামলা দায়ের করলেন গাঙ্গুবাই পুত্র বাবুজি রাওজি শাহ ।
এই ছবিতে গাঙ্গুবাঈ-এর চরিত্রে দেখা যাবে আলিয়াকে । 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' আন্ডারওয়ার্ল্ড ডনদের মা হিসেবে পরিচিত ছিলেন । হুসেন জ়াইদির উপন্যাস 'দা মাফিয়া কুইনস অফ মুম্বই' অবলম্বনে তৈরি হচ্ছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। এদিকে ছবির কাহিনি নিয়ে আপত্তি তুলে আলিয়া সহ পরিচালক সঞ্জয় লীলা বনশালি, হুসেন জ়াইদি ও জেন বরজেস নামে এক সাংবাদিকের বিরুদ্ধে বম্বে সিভিল কোর্টে মামলা দায়ের করেন বাবুজি ।
'দা মাফিয়া কুইনস অফ মুম্বই'-এর বেশ কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি । তাঁর অভিযোগ, এই উপন্যাসের বেশ কয়েকটি অংশ অত্যন্ত অপমানজনক । এছাড়া বিষয়গুলি স্বাধীনতা ও আত্ম-সম্মানকে ক্ষুণ্ণ করছে । তাই তাঁর দাবি, অবিলম্বে এই বইয়ের প্রকাশ বন্ধ করা হোক । এমনকী, বই অবলম্বনে গাঙ্গুবাইয়ের জীবনের উপর ভিত্তি করে যে ছবি তৈরি করা হচ্ছে তার কাজও বন্ধ করা হোক ।
তবে ছবিতে গাঙ্গুবাইয়ের চরিত্রকে বিকৃত করা হয়েছে কি না আদাতলের তরফে সেই জবাব চাওয়া হয়েছে প্রযোজকদের কাছে । এই মামলার পরবর্তী শুনানি 7 জানুয়ারি । এদিকে আগামী সপ্তাহে অভিযুক্তদের বিরুদ্ধে বাবুজি ফৌজদারি মামলা দায়ের করতে পারেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী নরেন্দ্র দুবে ।
এর আগেও একাধিক ছবি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বনশালি । বিতর্কের জেরে নিজের আগের ছবির নাম বদলে ‘পদ্মাবত’ করেছিলেন তিনি ।