ETV Bharat / sitara

'ফুকরে 3'-তে কোরোনা পরিস্থিতি তুলে ধরতে চাইছেন পরিচালক - COVID-19 situation

'ফুকরে 3' তুলে ধরা হতে পারে কোরোনা পরিস্থিতি । আর সেটা কীভাবে করা যায় তা নিয়ে এখন টিমের সঙ্গে আলোচনাও করছেন পরিচালক মৃগদীপ সিং লাম্বা ।

gfh
gf
author img

By

Published : May 23, 2020, 1:26 PM IST

মুম্বই : 'ফুকরে'-র তৃতীয় ইনস্টলমেন্টের কাজ ইতিমধ্য়েই শুরু করে দিয়েছেন পরিচালক মৃগদীপ সিং লাম্বা । আর এই ইনস্টলমেন্টে তুলে ধরা হতে পারে কোরোনা পরিস্থিতি । তা নিয়ে টিমের সঙ্গে আলোচনাও করছেন তিনি ।

2013-তে মুক্তি পায় 'ফুকরে'। আর 2017-তে 'ফুকরে রিটার্নস'। ছবির তৃতীয় ইনস্টলমেন্টেও থাকবে ভরপুর মজা । আর তার পাশাপাশি এই ছবির মাধ্যমে সামাজিক বার্তাও দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক ।

লাম্বা বলেন, "ছবির এই ইনস্টলমেন্টের কাজ এখন চলছে । কীভাবে ছবির মধ্যে কোরোনা পরিস্থিতি তুলে ধরা যায় তা নিয়েও আলোচনা করছি আমরা । কারণ ছবির গল্প লেখার প্রায় শেষ । তাই এখন কোরোনা পরিস্থিতিকে ছবিতে এমনভাবে ঢোকাতে হবে যা দেখে মনে না হয় যে জোর করে ওই পরিস্থিতি ছবিতে তুলে ধরা হয়েছে । যদি টিম এই ছবিতে কোরোনা পরিস্থিতি তুলে ধরতে না পারে, তাহলে সেটা নিয়ে আলাদা একটা ছবি তৈরি করা হবে । যাই হোক সব শক্তি দিয়েই এখন 'ফুকরে 3' নিয়ে কাজ চলছে ।"

লকডাউনের আগেই এই ছবির কাজ শুরু করা হয়েছিল । এখন অবশ্য ফোনের মাধ্যমেই সবার সঙ্গে আলোচনা চলছে । গল্প লেখার কাজও প্রায় শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পরিচালক ।

এ প্রসঙ্গে লাম্বা বলেন, "গল্প লেখার কাজ 80 শংতাশ হয়ে গিয়েছে । স্ক্রিন প্লেও প্রায় শেষের দিকে । পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিংয়ের কাজ শুরু করে দেব । সব ঠিক থাকলে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আমাদের শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, এখন কবে শুরু হবে সেটা বলা যাচ্ছে না । কারণ এই মুহূর্তে সব কিছুই বড় অনিশ্চিত ।"

প্রাথমিকভাবে ছবিতে দেখা যাবে পুলকিত সম্রাট, বরুণ শর্মা, আলি ফজ়ল, মনজোট সিং, পঙ্কজ ত্রিপাঠী ও রিচা চাড্ডাকে । তবে এঁরা ছাড়াও কিছু নতুন মুখ দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক ।

মুম্বই : 'ফুকরে'-র তৃতীয় ইনস্টলমেন্টের কাজ ইতিমধ্য়েই শুরু করে দিয়েছেন পরিচালক মৃগদীপ সিং লাম্বা । আর এই ইনস্টলমেন্টে তুলে ধরা হতে পারে কোরোনা পরিস্থিতি । তা নিয়ে টিমের সঙ্গে আলোচনাও করছেন তিনি ।

2013-তে মুক্তি পায় 'ফুকরে'। আর 2017-তে 'ফুকরে রিটার্নস'। ছবির তৃতীয় ইনস্টলমেন্টেও থাকবে ভরপুর মজা । আর তার পাশাপাশি এই ছবির মাধ্যমে সামাজিক বার্তাও দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক ।

লাম্বা বলেন, "ছবির এই ইনস্টলমেন্টের কাজ এখন চলছে । কীভাবে ছবির মধ্যে কোরোনা পরিস্থিতি তুলে ধরা যায় তা নিয়েও আলোচনা করছি আমরা । কারণ ছবির গল্প লেখার প্রায় শেষ । তাই এখন কোরোনা পরিস্থিতিকে ছবিতে এমনভাবে ঢোকাতে হবে যা দেখে মনে না হয় যে জোর করে ওই পরিস্থিতি ছবিতে তুলে ধরা হয়েছে । যদি টিম এই ছবিতে কোরোনা পরিস্থিতি তুলে ধরতে না পারে, তাহলে সেটা নিয়ে আলাদা একটা ছবি তৈরি করা হবে । যাই হোক সব শক্তি দিয়েই এখন 'ফুকরে 3' নিয়ে কাজ চলছে ।"

লকডাউনের আগেই এই ছবির কাজ শুরু করা হয়েছিল । এখন অবশ্য ফোনের মাধ্যমেই সবার সঙ্গে আলোচনা চলছে । গল্প লেখার কাজও প্রায় শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পরিচালক ।

এ প্রসঙ্গে লাম্বা বলেন, "গল্প লেখার কাজ 80 শংতাশ হয়ে গিয়েছে । স্ক্রিন প্লেও প্রায় শেষের দিকে । পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিংয়ের কাজ শুরু করে দেব । সব ঠিক থাকলে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আমাদের শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, এখন কবে শুরু হবে সেটা বলা যাচ্ছে না । কারণ এই মুহূর্তে সব কিছুই বড় অনিশ্চিত ।"

প্রাথমিকভাবে ছবিতে দেখা যাবে পুলকিত সম্রাট, বরুণ শর্মা, আলি ফজ়ল, মনজোট সিং, পঙ্কজ ত্রিপাঠী ও রিচা চাড্ডাকে । তবে এঁরা ছাড়াও কিছু নতুন মুখ দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.