মুম্বই : স্কুলের প্রথম দিন, একটা অধ্যায়ের শুরু যেন । বাবা-মায়ের হাত ধরে এক নতুন দুনিয়ায় প্রবেশ । দিনটি প্রত্যেকের জীবনেই তাই খুব বিশেষ । ঠিক যেমন ইয়ামি গৌতমের ক্ষেত্রে ।
নিজের স্কুলে যাওয়ার প্রথম দিনের ছবি শেয়ার করেছেন ইয়ামি । লিখেছেন, "স্কুলে আমার প্রথম দিন । আমি জানতাম না ব্যাপারটা কী, তবে ইউনিফর্ম পরে ড্রেস আপ করা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম । বাবা-মা কোথায় নিয়ে যাচ্ছে সেটা জানার জন্য় উদগ্রীব হয়েছিলাম ।"
আর সেই একই উৎসাহ নিয়ে পুরো স্কুল জীবন কাটিয়েছেন অভিনেত্রী । লিখেছেন, "জীবন আমাদের সবসময় আনন্দ দেয় । কোথায় নিয়ে যাচ্ছে সেটা বড় কথা নয়, তবে পুরোটাকে গ্রহণ করে এগিয়ে চলা উচিত..."
ইয়ামির দুষ্টু-মিষ্টি ছবি মন কেড়েছে নেটিজেনদের । দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">