ETV Bharat / sitara

'মিশন মঙ্গল'-র প্রথম পোস্টার শেয়ার করলেন অক্ষয় কুমার

'মিশন মঙ্গল'-র প্রথম পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার ।

মিশন মঙ্গল
author img

By

Published : Jul 5, 2019, 1:12 PM IST

দিল্লি : পোস্টারটি শেয়ার করে অক্ষয় টুইট করেন, "একটি গল্প যেখানে তাঁদের দেখানো হয়েছে, যারা ভারতকে মঙ্গলে নিয়ে এসেছিলেন । #MissionMangal, মঙ্গল গ্রহে ভারতের #SpaceMission নিয়ে একটি সত্যি ঘটনা । 15 অগাস্ট 2019 ছবিটি মুক্তি পাবে ।"

পোস্টারটিতে ছবির কাস্টকে দেখা যাচ্ছে । পোস্টারের নিচের দিকে রয়েছে মঙ্গল গ্রহের ছবি । আর গ্রহের বাইরের দিকে রয়েছেন 'মিশন মঙ্গল'-র কলাকুশলীরা । একটি স্পেসশিপ মঙ্গল গ্রহের বেস থেকে উড়ে মহাকাশে চলে যাচ্ছে । যার থেকে বেরোনো আগুন ও ধোঁয়া ছবির কলাকুশলীদের আলাদা করে রেখেছে । নীল ও কমলা রঙের আধিক্য বেশি পোস্টারটিতে ।

পোস্টারের এক পাশে রয়েছেন অক্ষয় কুমার । আর এক পাশে রয়েছেন ছবির বাকি কাস্ট । যাদের মধ্যে রয়েছেন বিদ্যা বালান, সোনাক্সি সিনহা, তাপসি পান্নু, শরমন জোশি সহ আরও অনেকে ।

গতকাল পোস্টার শেয়ারের আগে তিনি জানিয়েছিলেন, তিনি তাঁর মেয়ে ও মেয়ের সমবয়সীদের কাছে মঙ্গল গ্রহে ভারতের অভিযানের ঘটনার পরিচয় করানোর জন্য 'মিশন মঙ্গল'-এ কাজ করার সিদ্ধান্ত নেন । মঙ্গল গ্রহে ভারতের অভিযানের সত্যি ঘটনার উপর ছবিটি তৈরি, যেখানে সাধারণ মানুষের অসাধারণত্ব অর্জনের কথা বলা হয়েছে ।

ছবিটির পরিচালনা করেছেন জগন শক্তি । এবছরের 15 অগাস্ট 'মিশন মঙ্গল' মুক্তি পাবে । গত বছর স্বাধীনতা দিবসের দিন অক্ষয় কুমারের 'গোল্ড' মুক্তি পেয়েছিল । এছাড়াও 'টয়লেট : এক প্রেম কথা', 'রুস্তম' ছবিগুলিও 15 অগাস্টই মুক্তি পেয়েছিল ।

দিল্লি : পোস্টারটি শেয়ার করে অক্ষয় টুইট করেন, "একটি গল্প যেখানে তাঁদের দেখানো হয়েছে, যারা ভারতকে মঙ্গলে নিয়ে এসেছিলেন । #MissionMangal, মঙ্গল গ্রহে ভারতের #SpaceMission নিয়ে একটি সত্যি ঘটনা । 15 অগাস্ট 2019 ছবিটি মুক্তি পাবে ।"

পোস্টারটিতে ছবির কাস্টকে দেখা যাচ্ছে । পোস্টারের নিচের দিকে রয়েছে মঙ্গল গ্রহের ছবি । আর গ্রহের বাইরের দিকে রয়েছেন 'মিশন মঙ্গল'-র কলাকুশলীরা । একটি স্পেসশিপ মঙ্গল গ্রহের বেস থেকে উড়ে মহাকাশে চলে যাচ্ছে । যার থেকে বেরোনো আগুন ও ধোঁয়া ছবির কলাকুশলীদের আলাদা করে রেখেছে । নীল ও কমলা রঙের আধিক্য বেশি পোস্টারটিতে ।

পোস্টারের এক পাশে রয়েছেন অক্ষয় কুমার । আর এক পাশে রয়েছেন ছবির বাকি কাস্ট । যাদের মধ্যে রয়েছেন বিদ্যা বালান, সোনাক্সি সিনহা, তাপসি পান্নু, শরমন জোশি সহ আরও অনেকে ।

গতকাল পোস্টার শেয়ারের আগে তিনি জানিয়েছিলেন, তিনি তাঁর মেয়ে ও মেয়ের সমবয়সীদের কাছে মঙ্গল গ্রহে ভারতের অভিযানের ঘটনার পরিচয় করানোর জন্য 'মিশন মঙ্গল'-এ কাজ করার সিদ্ধান্ত নেন । মঙ্গল গ্রহে ভারতের অভিযানের সত্যি ঘটনার উপর ছবিটি তৈরি, যেখানে সাধারণ মানুষের অসাধারণত্ব অর্জনের কথা বলা হয়েছে ।

ছবিটির পরিচালনা করেছেন জগন শক্তি । এবছরের 15 অগাস্ট 'মিশন মঙ্গল' মুক্তি পাবে । গত বছর স্বাধীনতা দিবসের দিন অক্ষয় কুমারের 'গোল্ড' মুক্তি পেয়েছিল । এছাড়াও 'টয়লেট : এক প্রেম কথা', 'রুস্তম' ছবিগুলিও 15 অগাস্টই মুক্তি পেয়েছিল ।

Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.