ETV Bharat / sitara

সামনে এল সুনীল শেট্টির 'পহেলবান'-র লুক - krishna

'পহেলবান' ছবিতে সুনীল শেট্টির সরকার চরিত্রের প্রথম লুক সামনে এল । কৃষ্ণা দ্বারা পরিচালিত এই ছবিটি পাঁচটি ভাষায় 12 সেপ্টেম্বর মুক্তি পাবে ।

সুনীল শেট্টি
author img

By

Published : Jul 30, 2019, 10:18 PM IST

মুম্বই : সুপারস্টার সুদীপ ও সুনীল শেট্টির পরবর্তী অ্যাকশন ড্রামা ফিল্ম 'পহেলবান' । ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছে দর্শক । কারণ ছবির টিজ়ার সকলের খুবই পছন্দ হয়েছে । আজ ছবিতে সুনীল শেট্টির ফার্স্ট লুক সামনে আনলেন ছবি নির্মাতারা ।

তরন আদর্শ টুইট করে 'পহেলবান'-এ সুনীল শেট্টির চরিত্র সরকারের ফার্স্ট লুক শেয়ার করেন । ক্যাপশনে লেখা, "পহেলবানে সরকার হিসেবে সুনীল শেট্টির প্রথম লুক । কৃষ্ণার পরিচালনায় ছবিটি হিন্দি, কন্নড়, তামিল, তেলুগু ও মলয়ালম ভাষায় 12 সেপ্টেম্বর 2019-এ মুক্তি পাবে ।"

ছবিটি মুক্তির দিন 2500 টি স্ক্রিনে দেখানো হবে । কন্নড় ছবি মুক্তির ইতিহাসে যা আগে কখনও হয়নি । কৃষ্ণার পরিচালনায় ছবিটি তৈরি করছেন স্বপ্না কৃষ্ণা । 'পহেলবান'-র প্রযোজনা করছে জ়ি স্টুডিয়োজ় । এই অ্যাকশন ড্রামাটি হিন্দি, কন্নড়, তামিল, তেলুগু ও মলয়ালম ভাষাতে মুক্তি পাবে ।

অ্যাকশন, ড্রামা ও কমেডির একটি মিশ্রণ 'পহেলবান' । ছবির গল্প এমন এক ব্যক্তিকে কেন্দ্র করে যে গর্ব, ভালোবাসা আর নিজের খেলার জন্য লড়াই করে । পরিচালক ছবি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, "ছবিটি একটি সার্বভৌমিক বিষয় নিয়ে তৈরি । এটি দর্শকের মন ছুঁয়ে যাবে ।"

মুম্বই : সুপারস্টার সুদীপ ও সুনীল শেট্টির পরবর্তী অ্যাকশন ড্রামা ফিল্ম 'পহেলবান' । ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছে দর্শক । কারণ ছবির টিজ়ার সকলের খুবই পছন্দ হয়েছে । আজ ছবিতে সুনীল শেট্টির ফার্স্ট লুক সামনে আনলেন ছবি নির্মাতারা ।

তরন আদর্শ টুইট করে 'পহেলবান'-এ সুনীল শেট্টির চরিত্র সরকারের ফার্স্ট লুক শেয়ার করেন । ক্যাপশনে লেখা, "পহেলবানে সরকার হিসেবে সুনীল শেট্টির প্রথম লুক । কৃষ্ণার পরিচালনায় ছবিটি হিন্দি, কন্নড়, তামিল, তেলুগু ও মলয়ালম ভাষায় 12 সেপ্টেম্বর 2019-এ মুক্তি পাবে ।"

ছবিটি মুক্তির দিন 2500 টি স্ক্রিনে দেখানো হবে । কন্নড় ছবি মুক্তির ইতিহাসে যা আগে কখনও হয়নি । কৃষ্ণার পরিচালনায় ছবিটি তৈরি করছেন স্বপ্না কৃষ্ণা । 'পহেলবান'-র প্রযোজনা করছে জ়ি স্টুডিয়োজ় । এই অ্যাকশন ড্রামাটি হিন্দি, কন্নড়, তামিল, তেলুগু ও মলয়ালম ভাষাতে মুক্তি পাবে ।

অ্যাকশন, ড্রামা ও কমেডির একটি মিশ্রণ 'পহেলবান' । ছবির গল্প এমন এক ব্যক্তিকে কেন্দ্র করে যে গর্ব, ভালোবাসা আর নিজের খেলার জন্য লড়াই করে । পরিচালক ছবি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, "ছবিটি একটি সার্বভৌমিক বিষয় নিয়ে তৈরি । এটি দর্শকের মন ছুঁয়ে যাবে ।"

Intro:Body:

Sunil shetty


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.