ETV Bharat / sitara

Saif Ali Khan New Film : নতুন ছবিতে দাপুটে পুলিশ সইফ, সামনে এল চরিত্রের প্রথম লুক - Saif Ali Khan New Film

বৃহস্পতিবার সামনে এল সইফ আলি খানের নতুন চরিত্রের প্রথম লুক (First look of Saif Ali Khan in his new film) ৷ ছবির নাম 'বিক্রম বেদ' ৷ তামিল ছবির এই হিন্দি রিমেকে সইফের সঙ্গে অভিনয় করছেন হৃতিকও ৷

Saif Ali Khan News
নতুন ছবিতে দাপুটে পুলিশ সইফ, সামনে এল চরিত্রের প্রথম লুক
author img

By

Published : Feb 24, 2022, 2:23 PM IST

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি : নতুন বছরে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ নতুন ছবি, অমিতাভ বচ্চন, সলমন খান, অক্ষয় কুমার, জন আব্রাহাম, ভিকি কৌশল, কার্তিক আরিয়াণ একে একে পর্দায় আসছেন সকলেই ৷ আর এই তালিকায় সইফ, হৃতিকরা বাদ পড়ে যাবেন তাও কি হয়? অনুরাগীদের জন্য় এবার সুখবর নিয়ে পর্দায় ফিরছেন সইফ আলি খানও ৷ বৃহস্পতিবার সামনে এল তাঁর নতুন চরিত্রের প্রথম লুক ৷ ছবির নাম 'বিক্রম বেদ' ৷ ছবিতে বিক্রমের চরিত্রে অভিনয় করতে চলেছেন সইফ (First look of Saif Ali Khan character Vikram) ৷ অন্য়দিকে বেদের চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন ৷

ছবিটি একই নামের একটি তামিল ছবির রিমেক ৷ তামিল ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন আর. মাধবন এবং বিজয় সেতুপতি ৷ হিন্দি ভাষার এই ছবিটি আসতে চলেছে টি সিরিজের ব্যানারে ৷ টি সিরিজের পক্ষ থেকেই আজ একটি ইনস্টাগ্রাম পোস্টে সামনে আনা হয়েছে সইফের নতুন লুকটি ৷ ছবির ক্যাপশনে তারা লেখেন, ''বিক্রম বেদ' ছবিতে বিক্রমের প্রথম লুক ৷ 30 সেপ্টেম্বর বিশ্বব্য়াপী সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ছবিটি ৷'

আরও পড়ুন : পরিচালকের জন্মদিনেই নির্ধারিত হবে গাঙ্গুবাঈয়ের ভাগ্য়, বদলাবে কি নাম ?

এর আগে জানুয়ারি মাসেই সামনে এসেছিল হৃতিকের প্রথম লুক ৷ সইফ এই ছবিতে অভিনয় করতে চলেছেন একজন দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে ৷ ছবিটি তৈরি বিক্রম বেতালের লোক-কাহিনিকে কেন্দ্র করেই তবে এই গল্পকে একেবারে আধুনিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরে এই ছবি ৷ একজন দাপুটে পুলিশ অফিসার বিক্রম এবং একজন ক্ষমতাবান গ্যাংস্টারকে (হৃতিক) কেন্দ্র করেই এগিয়ে চলে এই গল্প ৷ ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পুস্কর এবং গায়েত্রী ৷ উল্লেখ্য় তামিল ছবিটিরও পরিচালনাও করেছিলেন তাঁরাই ৷

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি : নতুন বছরে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ নতুন ছবি, অমিতাভ বচ্চন, সলমন খান, অক্ষয় কুমার, জন আব্রাহাম, ভিকি কৌশল, কার্তিক আরিয়াণ একে একে পর্দায় আসছেন সকলেই ৷ আর এই তালিকায় সইফ, হৃতিকরা বাদ পড়ে যাবেন তাও কি হয়? অনুরাগীদের জন্য় এবার সুখবর নিয়ে পর্দায় ফিরছেন সইফ আলি খানও ৷ বৃহস্পতিবার সামনে এল তাঁর নতুন চরিত্রের প্রথম লুক ৷ ছবির নাম 'বিক্রম বেদ' ৷ ছবিতে বিক্রমের চরিত্রে অভিনয় করতে চলেছেন সইফ (First look of Saif Ali Khan character Vikram) ৷ অন্য়দিকে বেদের চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন ৷

ছবিটি একই নামের একটি তামিল ছবির রিমেক ৷ তামিল ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন আর. মাধবন এবং বিজয় সেতুপতি ৷ হিন্দি ভাষার এই ছবিটি আসতে চলেছে টি সিরিজের ব্যানারে ৷ টি সিরিজের পক্ষ থেকেই আজ একটি ইনস্টাগ্রাম পোস্টে সামনে আনা হয়েছে সইফের নতুন লুকটি ৷ ছবির ক্যাপশনে তারা লেখেন, ''বিক্রম বেদ' ছবিতে বিক্রমের প্রথম লুক ৷ 30 সেপ্টেম্বর বিশ্বব্য়াপী সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ছবিটি ৷'

আরও পড়ুন : পরিচালকের জন্মদিনেই নির্ধারিত হবে গাঙ্গুবাঈয়ের ভাগ্য়, বদলাবে কি নাম ?

এর আগে জানুয়ারি মাসেই সামনে এসেছিল হৃতিকের প্রথম লুক ৷ সইফ এই ছবিতে অভিনয় করতে চলেছেন একজন দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে ৷ ছবিটি তৈরি বিক্রম বেতালের লোক-কাহিনিকে কেন্দ্র করেই তবে এই গল্পকে একেবারে আধুনিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরে এই ছবি ৷ একজন দাপুটে পুলিশ অফিসার বিক্রম এবং একজন ক্ষমতাবান গ্যাংস্টারকে (হৃতিক) কেন্দ্র করেই এগিয়ে চলে এই গল্প ৷ ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পুস্কর এবং গায়েত্রী ৷ উল্লেখ্য় তামিল ছবিটিরও পরিচালনাও করেছিলেন তাঁরাই ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.