মুম্বই, 23 নভেম্বর : দিনকয়েক আগে তৃতীয়বারের জন্য় জাতীয় পুরস্কারে (National Award) সম্মানিত হয়েছেন তিনি, জুটেছে পদ্মশ্রী (Padma Shri) সম্মান৷ তবে অভিনয়ের পাশাপাশি বিতর্কে থাকাটাও বরাবরের পছন্দ কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) ৷ ভারতবর্ষের স্বাধীনতা ইস্য়ুতে দিনকয়েক আগে তাঁর মন্তব্য়ে ঝড় উঠেছিল দেশে ৷ এবার 'কুইন' অভিনেত্রীর নামে মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে দায়ের হল এফআইআর (FIR) ৷
অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্য়মে কঙ্গনার করা একটি পোস্ট শিখ ধর্মাবলম্বী মানুষের ভাবাবেগে আঘাত করেছে (Kangana Ranaut hurts Sikh sentiments) ৷ ঘটনায় অমরজিৎ সিং সান্ধু নামে এক ব্য়ক্তি মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে অভিনেত্রীর নামে এফআইআর করেছেন বলে খবর (FIR filed against Kangana) ৷ ভারতীয় দন্ডবিধির 295A ধারায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে অভিযুক্ত করা হয়েছে সেখানে ৷
গত 20 নভেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষি আইন বিল প্রত্য়াহার ঘোষণার পরদিন ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির (Indira Gandhi) নাম না করেই খালিস্তানি জঙ্গিদের কথা টেনে আনেন ৷ অভিনেত্রী লেখেন, যাঁরা দেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন, তাঁদের তিনি পিষে দিয়েছিলেন ৷ কঙ্গনার ভাষায়, "আজ হয়তো খালিস্তানি জঙ্গিরা সরকারের হাত মুচড়ে দিয়েছে, কিন্তু একজন মহিলাকে ভুলবেন না ৷ একমাত্র মহিলা প্রধানমন্ত্রী, যিনি এঁদের জুতোর নীচে পিষে দিয়েছিলেন ৷"
আরও পড়ুন : Kangana Ranaut : খালিস্তানি জঙ্গির সঙ্গে কৃষকদের তুলনা, কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কঙ্গনার বিরুদ্ধে এই এফআইআর দায়ের ৷ তবে একই ইনস্টাগ্রাম স্টোরির কারণে আগেও বিপাকে পড়েছেন মণিকর্ণিকা অভিনেত্রী ৷ 21 নভেম্বর তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন দিল্লি শিখ গুরুদ্বার পরিচালন কমিটির সভাপতি মনজিন্দর সিং সির্সা ৷ কঙ্গনার পদ্মশ্রী সম্মানও কেড়ে নেওয়ার দাবি তুলেছিলেন তিনি ৷