ETV Bharat / sitara

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020 : 'গল্লি বয়'-এর ঝুলিতে একাধিক পুরস্কার

এবছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হল গুয়াহাটিতে । সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন রণবীর সিং ও আলিয়া ভাট ।

sd
sdf
author img

By

Published : Feb 16, 2020, 1:41 PM IST

গুয়াহাটি : এবছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসর বসেছিল অসমের গুয়াহাটিতে । গতকাল সন্ধ্যে 65 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় সেখানে । উজ্জ্বল আলো ও বলিউড তারকাদের উপস্থিতিতে সারুসাজাই স্টেডিয়ামে ভালোভাবেই কাটল এই অনুষ্ঠান । হোস্ট করেন করণ জোহর ও ভিকি কৌশল । সেরা হিসেবে কে তুলে নিলেন ব্ল্যাক লেডিকে ? সেরার তকমা জিতে নিল কোন ছবি ? দেখে নিন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বিজেতাদের সম্পূর্ণ তালিকা...

সেরা ছবি : গল্লি বয়

সেরা অভিনেতা : রণবীর সিং (গল্লি বয়)

সেরা অভিনেত্রী : আলিয়া ভাট (গল্লি বয়)

সেরা পরিচালক : জ়োয়া আখতার (গল্লি বয়)

সেরা পার্শ্বঅভিনেতা : সিদ্ধান্ত চতুর্বেদী (গল্লি বয়)

সেরা পার্শ্বঅভিনেত্রী : অম্রুতা সুভাষ (গল্লি বয়)

সেরা ছবি (ক্রিটিকস) : আর্টিকেল 15 এবং সোনচিড়িয়া

সেরা অভিনেত্রী (ক্রিটিকস) : ভূমি পেদনেকর ও তাপসী পান্নু (ষান্ড কি আঁখ)

সেরা অভিনেতা (ক্রিটিকস) : আয়ুষ্মান খুরানা (আর্টিকেল 15)

সেরা মিউজ়িক অ্যালবাম : গল্লি বয় এবং কবীর সিং

সেরা লিরিক্স : ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি (গল্লি বয়)

সেরা প্লেব্যাক গায়ক : অরিজিৎ সিং (কলঙ্ক)

সেরা প্লেব্যাক গায়িকা : শিল্পা রাও (ওয়ার)

সেরা ডেবিউ পরিচালক : আদিত্য ধর (উরি : দা সার্জিকাল স্ট্রাইক)

সেরা ডেবিউ অভিনেতা : অভিমন্যু দসনী (মর্দ কো দর্দ নহি হোতা)

সেরা ডেবিউ অভিনেত্রী : অনন্যা পান্ডে (স্টুডেন্ট অফ দা ইয়ার 2)

সেরা অরিজিনাল গল্প : অনুভব সিনহা এবং গৌরব সোলাঙ্কি (আর্টিকেল 15)

সেরা সংলাপ : বিজয় মৌর্য (গল্লি বয়)

সেরা স্ক্রিন প্লে : রীমা কাগতি ও জ়োয়া আখতার (গল্লি বয়)

সেরা অ্যাকশন : ওয়ার

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : কার্শ কালে এবং স্যালভেজ অডিয়ো কালেক্টিভ (গল্লি বয়)

সেরা করিওগ্রাফার : রেমো ডিসুজ়া (কলঙ্ক)

সেরা সিনেমাটোগ্রাফি : জয় ওজ়া (গল্লি বয়)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : রমেশ সিপ্পি

গুয়াহাটি : এবছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসর বসেছিল অসমের গুয়াহাটিতে । গতকাল সন্ধ্যে 65 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় সেখানে । উজ্জ্বল আলো ও বলিউড তারকাদের উপস্থিতিতে সারুসাজাই স্টেডিয়ামে ভালোভাবেই কাটল এই অনুষ্ঠান । হোস্ট করেন করণ জোহর ও ভিকি কৌশল । সেরা হিসেবে কে তুলে নিলেন ব্ল্যাক লেডিকে ? সেরার তকমা জিতে নিল কোন ছবি ? দেখে নিন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বিজেতাদের সম্পূর্ণ তালিকা...

সেরা ছবি : গল্লি বয়

সেরা অভিনেতা : রণবীর সিং (গল্লি বয়)

সেরা অভিনেত্রী : আলিয়া ভাট (গল্লি বয়)

সেরা পরিচালক : জ়োয়া আখতার (গল্লি বয়)

সেরা পার্শ্বঅভিনেতা : সিদ্ধান্ত চতুর্বেদী (গল্লি বয়)

সেরা পার্শ্বঅভিনেত্রী : অম্রুতা সুভাষ (গল্লি বয়)

সেরা ছবি (ক্রিটিকস) : আর্টিকেল 15 এবং সোনচিড়িয়া

সেরা অভিনেত্রী (ক্রিটিকস) : ভূমি পেদনেকর ও তাপসী পান্নু (ষান্ড কি আঁখ)

সেরা অভিনেতা (ক্রিটিকস) : আয়ুষ্মান খুরানা (আর্টিকেল 15)

সেরা মিউজ়িক অ্যালবাম : গল্লি বয় এবং কবীর সিং

সেরা লিরিক্স : ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি (গল্লি বয়)

সেরা প্লেব্যাক গায়ক : অরিজিৎ সিং (কলঙ্ক)

সেরা প্লেব্যাক গায়িকা : শিল্পা রাও (ওয়ার)

সেরা ডেবিউ পরিচালক : আদিত্য ধর (উরি : দা সার্জিকাল স্ট্রাইক)

সেরা ডেবিউ অভিনেতা : অভিমন্যু দসনী (মর্দ কো দর্দ নহি হোতা)

সেরা ডেবিউ অভিনেত্রী : অনন্যা পান্ডে (স্টুডেন্ট অফ দা ইয়ার 2)

সেরা অরিজিনাল গল্প : অনুভব সিনহা এবং গৌরব সোলাঙ্কি (আর্টিকেল 15)

সেরা সংলাপ : বিজয় মৌর্য (গল্লি বয়)

সেরা স্ক্রিন প্লে : রীমা কাগতি ও জ়োয়া আখতার (গল্লি বয়)

সেরা অ্যাকশন : ওয়ার

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : কার্শ কালে এবং স্যালভেজ অডিয়ো কালেক্টিভ (গল্লি বয়)

সেরা করিওগ্রাফার : রেমো ডিসুজ়া (কলঙ্ক)

সেরা সিনেমাটোগ্রাফি : জয় ওজ়া (গল্লি বয়)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : রমেশ সিপ্পি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.