ETV Bharat / sitara

প্রয়াত ফিল্ম এডিটর সঞ্জীব দত্ত - film editor

আজ দুপুরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফিল্ম এডিটর সঞ্জীব কুমার দত্ত ।

সঞ্জীব দত্ত
author img

By

Published : Sep 15, 2019, 6:17 PM IST

Updated : Sep 15, 2019, 6:49 PM IST

কলকাতা : মারা গেলেন ফিল্ম এডিটর সঞ্জীব কুমার দত্ত । আজ দুপুর নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

কিছুদিন আগেই হৃদযন্ত্রের অস্ত্রপচার হয় বলে সূত্রের খবর । তারপর থেকে চিকিৎসকদের নজরেই ছিলেন ।

'ইকবাল', 'মর্দানি', 'ডর', 'মিশন কাশ্মীর'-র মতো বলিউড ছবিগুলিতে সম্পাদনার কাজ করেছেন তিনি । পাশাপাশি 'আসছে আবার শবর', 'দুর্গেশগড়ের গুপ্তধন', 'শঙ্কর মুদি'-র মতো বাংলা ছবিতেও সম্পাদক ছিলেন সঞ্জীব ।

ছবিতে সম্পাদনার জন্য পেয়েছেন একাধিক পুরস্কারও । 'এক হাসিনা থি'-র জন্য জি সিনে অ্যাওয়ার্ড, 'মর্দানি'-র জন্য স্ক্রিন অ্যাওয়ার্ড, 'সাহেব বিবি গোলাম'-র জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি ।

কাজের জন্য দীর্ঘদিন মুম্বইয়ে থাকলেও পরে কলকাতায় ফিরে আসেন সঞ্জীব দত্ত ।

কলকাতা : মারা গেলেন ফিল্ম এডিটর সঞ্জীব কুমার দত্ত । আজ দুপুর নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

কিছুদিন আগেই হৃদযন্ত্রের অস্ত্রপচার হয় বলে সূত্রের খবর । তারপর থেকে চিকিৎসকদের নজরেই ছিলেন ।

'ইকবাল', 'মর্দানি', 'ডর', 'মিশন কাশ্মীর'-র মতো বলিউড ছবিগুলিতে সম্পাদনার কাজ করেছেন তিনি । পাশাপাশি 'আসছে আবার শবর', 'দুর্গেশগড়ের গুপ্তধন', 'শঙ্কর মুদি'-র মতো বাংলা ছবিতেও সম্পাদক ছিলেন সঞ্জীব ।

ছবিতে সম্পাদনার জন্য পেয়েছেন একাধিক পুরস্কারও । 'এক হাসিনা থি'-র জন্য জি সিনে অ্যাওয়ার্ড, 'মর্দানি'-র জন্য স্ক্রিন অ্যাওয়ার্ড, 'সাহেব বিবি গোলাম'-র জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি ।

কাজের জন্য দীর্ঘদিন মুম্বইয়ে থাকলেও পরে কলকাতায় ফিরে আসেন সঞ্জীব দত্ত ।

Intro:Body:

Sanjib Datta


Conclusion:
Last Updated : Sep 15, 2019, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.