মুম্বই, 19 জুন : মিলখা সিংকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তিনি । ছোটবেলায় মা বাবাকে হারানোর কষ্ট, মিলখার প্রেম কাহিনি, জীবন যুদ্ধে তাঁর লড়াই, হার না মানা জেদ, আকাশ ছোয়ার আকাঙ্ক্ষা সব কিছুই নিখুঁত ভাবে পর্দায় তুলে ধরেছিলেন অভিনেতা ফারহান আখতার । কিংবদন্তি মিলখার জীবনের আবেগ, পদক জেতার পর তাঁর উচ্ছ্বাস সিনেমার প্রত্যেকটি দৃশ্য ছিল গায়ে কাঁটা দেওয়ার মতো । এই সিনেমায় অভিনয়ের পর সিনেমা জগতে এক মাইল স্টোন তৈরি রিল লাইফের মিলখা ওরফে ফারহান আখতার ।
আজ দৌড়বিদের প্রয়াণে আবেগ ঘন পোস্ট তাঁর । টুইটে লিখলেন, "আমার শরীরের একটা অংশ এখনও এই সংবাদ মেনে নিতে পারছে না । হার না মানার জেদ আপনার থেকেই শেখা । আপনি সবসময় জীবন্ত থাকবেন এটাই আসল সত্য । আপনি দেখিয়ে দিয়েছেন কীভাবে কঠোর পরিশ্রম, কাজের প্রতি নিষ্ঠা, সততা এবং দৃঢ় সংকল্প দিয়ে আকাশ ছোঁয়া যায় । আপনি সর্বদা আমাদের হৃদয় স্পর্শ করেছেন । আপনাকে যারা কাছ থেকে দেখেছে এবং চেনে তাঁদের জন্য এটা আশীর্বাদ । গোটা দেশের অনুপ্রেরণা আপনি । সফলতার শ্রেষ্ঠ উদাহরণ ৷"
-
❤️🙏🏽 pic.twitter.com/Ti2I457epP
— Farhan Akhtar (@FarOutAkhtar) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">❤️🙏🏽 pic.twitter.com/Ti2I457epP
— Farhan Akhtar (@FarOutAkhtar) June 19, 2021❤️🙏🏽 pic.twitter.com/Ti2I457epP
— Farhan Akhtar (@FarOutAkhtar) June 19, 2021
2013 সালে মিলখা সিংয়ের জীবন যুদ্ধের কাহিনিকে সিনেমার রূপ দেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ । মিলখা সিং এর আত্মজীবনী " রুন্ডি হ্যা মান্ডি" অবলম্বনেই তৈরি হয় "ভাগ মিলখা ভাগ" । সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন ফারহান আখতার । তাছাড়াও বিশেষ চরিত্রে ছিলেন দিব্যা দত্ত এবং সোনম কাপুর । উল্লেখ্য এই সিনেমার জন্য 1 টাকা উপহার হিসেবে নিয়েছিলেন অ্যাথলিট মিলখা সিং ।