ETV Bharat / sitara

'তুফান' তুলতে তৈরি ফারহান

author img

By

Published : Jan 2, 2020, 3:52 PM IST

ছবিতে একজন বক্সারের ভূমিকায় দেখা যাবে ফারহানকে । তাঁর চরিত্রটির নাম অলোক ওবেরয় ।

df
fg

মুম্বই : প্রকাশ্যে এল 'তুফান' ছবিতে ফারহান আখতারের ফার্স্ট লুক । সেখানে একজন বক্সারের চরিত্রে অভিনয় করছেন তিনি । নিজের টুইটার হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেন ফারহান ।

ছবিতে একজন বক্সারের ভূমিকায় দেখা যাবে ফারহানকে । 'ভাগ মিলখা ভাগ'-এর পর এটা তাঁর দ্বিতীয় ছবি যেখানে অ্যাথলেটের ভূমিকায় অভিনয় করবেন তিনি । তবে এটি কোনও স্পোর্টস ড্রামা নয় । একটি ফিকশনাল স্টোরি । ছবিতে তাঁর চরিত্রের নাম অলোক ওবেরয় ।

সম্প্রতি তিনি যে ছবি শেয়ার করেছেন সেখানে একটি বক্সিং রিংয়ের মধ্যে দেখা গেছে তাঁকে । পেশীবহুল শরীর । চোখে মুখে স্পষ্ট রাগ । ছবির ক্যাপশনে লেখেন, "যখন জীবন কঠিন হবে, তখন তুমিও স্ট্রং হবে । এ বছর তুফান উঠবেই ।"

ছবি সম্পর্কে ফারহান বলেন, "ছবিটি শুধুমাত্র বক্সিংয়ের উপর ভিত্তি করেই তৈরি নয় । এখানে একাধিক সম্পর্কের কথা বলা হয়েছে । বক্সিং শুধু তার একটা অংশ মাত্র । এটিও 'ভাগ মিলখা ভাগ'-এর মতোই একটি ছবি । সেখানেও মিলখা সিংয়ের গল্প তুলে ধরা হয়েছিল । এরপর একাধিক দৌড় তুলে ধরা হয়, কারণ তিনি একজন স্প্রিন্টার । এছাড়া ছবিতে তাঁর অতীতের একাধিক কাহিনি তুলে ধরা হয়েছে ।"

স্ক্রিনে এই চরিত্র ফুটিয়ে তুলতে অনেক কসরত করেছেন ফারহান । অনুশীলনের সময় একবার তাঁর হাতে হেয়ারলাইন ফ্র্যাকচারও হয়েছিল । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি ।

'তুফান'-এর পরিচালনায় রাকেশ ওমপ্রকাশ মেহরা । এর আগে মিলখা সিংয়ের বায়োপিক 'ভাগ মিলখা ভাগ'-এ ফারহানের সঙ্গে কাজ করেছিলেন রাকেশ । ফারহান ছাড়াও 'তুফান' ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল ও ম্রুনাল ঠাকুর । সব ঠিক থাকলে 2020 সালের 2 অক্টোবর মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : প্রকাশ্যে এল 'তুফান' ছবিতে ফারহান আখতারের ফার্স্ট লুক । সেখানে একজন বক্সারের চরিত্রে অভিনয় করছেন তিনি । নিজের টুইটার হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেন ফারহান ।

ছবিতে একজন বক্সারের ভূমিকায় দেখা যাবে ফারহানকে । 'ভাগ মিলখা ভাগ'-এর পর এটা তাঁর দ্বিতীয় ছবি যেখানে অ্যাথলেটের ভূমিকায় অভিনয় করবেন তিনি । তবে এটি কোনও স্পোর্টস ড্রামা নয় । একটি ফিকশনাল স্টোরি । ছবিতে তাঁর চরিত্রের নাম অলোক ওবেরয় ।

সম্প্রতি তিনি যে ছবি শেয়ার করেছেন সেখানে একটি বক্সিং রিংয়ের মধ্যে দেখা গেছে তাঁকে । পেশীবহুল শরীর । চোখে মুখে স্পষ্ট রাগ । ছবির ক্যাপশনে লেখেন, "যখন জীবন কঠিন হবে, তখন তুমিও স্ট্রং হবে । এ বছর তুফান উঠবেই ।"

ছবি সম্পর্কে ফারহান বলেন, "ছবিটি শুধুমাত্র বক্সিংয়ের উপর ভিত্তি করেই তৈরি নয় । এখানে একাধিক সম্পর্কের কথা বলা হয়েছে । বক্সিং শুধু তার একটা অংশ মাত্র । এটিও 'ভাগ মিলখা ভাগ'-এর মতোই একটি ছবি । সেখানেও মিলখা সিংয়ের গল্প তুলে ধরা হয়েছিল । এরপর একাধিক দৌড় তুলে ধরা হয়, কারণ তিনি একজন স্প্রিন্টার । এছাড়া ছবিতে তাঁর অতীতের একাধিক কাহিনি তুলে ধরা হয়েছে ।"

স্ক্রিনে এই চরিত্র ফুটিয়ে তুলতে অনেক কসরত করেছেন ফারহান । অনুশীলনের সময় একবার তাঁর হাতে হেয়ারলাইন ফ্র্যাকচারও হয়েছিল । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি ।

'তুফান'-এর পরিচালনায় রাকেশ ওমপ্রকাশ মেহরা । এর আগে মিলখা সিংয়ের বায়োপিক 'ভাগ মিলখা ভাগ'-এ ফারহানের সঙ্গে কাজ করেছিলেন রাকেশ । ফারহান ছাড়াও 'তুফান' ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল ও ম্রুনাল ঠাকুর । সব ঠিক থাকলে 2020 সালের 2 অক্টোবর মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.