ETV Bharat / sitara

গৃহহারা পরিবারকে বাড়ি তৈরিতে সাহায্য ফারহানের - Farhan Akhtar helps build home

একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এক অসহায় পরিবারের জন্য বাড়ি তৈরি করে দিলেন ফারহান আখতার । এর জন্য ওই সংস্থার তরফে ফারহানকে ধন্যবাদ জানানো হয়েছে ।

asd
asd
author img

By

Published : Dec 13, 2020, 11:01 PM IST

মুম্বই : এক গৃহহারা পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এলেন ফারহান আখতার । ওই পরিবারের মাথায় যাতে পাকাপোক্ত ছাদ থাকে তার জন্য উদ্যোগ নিলেন তিনি । তবে শুধু টাকা দিয়েই সাহায্য করেই ক্ষান্ত হননি । পাশাপাশি বাড়ি তৈরির সময়ও প্রতিটা মুহূর্তে খোঁজ খবর নিয়েছেন তিনি ।

আসলে হোপ ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ওই পরিবারের জন্য নতুন বাড়ি তৈরি করার দায়িত্ব নিয়েছেন ফারহান । ওই সংস্থার সেক্রেটারি দিব্যাংশু উপাধ্যায় এর জন্য টুইট করে ফারহানকে ধন্যবাদ জানিয়েছেন । আর এর মাধ্যমেই প্রকাশ্যে এসেছে এই খবর ।

টুইটারে তিনি লেখেন, "শিব মন্দিরের এক পূজারি গৃহহারা হয়ে পড়েছিলেন । তাঁর বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব নেওয়ার জন্য ফারহান আখতার স্যার আপনাকে অনেক ধন্যবাদ । বাড়ি নির্মাণের সময় আপনি যেভাবে প্রতিদিন খোঁজ নিয়েছেন তা দেখে আমরা অবাক হয়ে গিয়েছি । এই ঠান্ডার মধ্যে কোনওভাবেই পরিবারটি বাইরে থাকতে পারত না ।"

  • Thank you @FarOutAkhtar sir for listening to our appeal for a homeless Shiv Mandir Pujari and taking full responsibility to build his home.
    We are amazed to see your dedication past many months for regular updates of construction. The family won’t sleep outside in cold anymore. pic.twitter.com/J1R5Kav45d

    — Divyanshu Upadhyay (@divyanshu_hope) December 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা পরিস্থিতির মধ্যেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ফারহান । সরকারি হাসপাতালকে হাজারটি PPE দিয়ে সাহায্য করেছিলেন তিনি ।

কাজের দিক থেকে রাকেশ ওমপ্রকাশ মেহরার 'তুফান' ছবিতে দেখা যাবে ফারহানকে । সেখানে বক্সারের চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়াও ওই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে ।

মুম্বই : এক গৃহহারা পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এলেন ফারহান আখতার । ওই পরিবারের মাথায় যাতে পাকাপোক্ত ছাদ থাকে তার জন্য উদ্যোগ নিলেন তিনি । তবে শুধু টাকা দিয়েই সাহায্য করেই ক্ষান্ত হননি । পাশাপাশি বাড়ি তৈরির সময়ও প্রতিটা মুহূর্তে খোঁজ খবর নিয়েছেন তিনি ।

আসলে হোপ ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ওই পরিবারের জন্য নতুন বাড়ি তৈরি করার দায়িত্ব নিয়েছেন ফারহান । ওই সংস্থার সেক্রেটারি দিব্যাংশু উপাধ্যায় এর জন্য টুইট করে ফারহানকে ধন্যবাদ জানিয়েছেন । আর এর মাধ্যমেই প্রকাশ্যে এসেছে এই খবর ।

টুইটারে তিনি লেখেন, "শিব মন্দিরের এক পূজারি গৃহহারা হয়ে পড়েছিলেন । তাঁর বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব নেওয়ার জন্য ফারহান আখতার স্যার আপনাকে অনেক ধন্যবাদ । বাড়ি নির্মাণের সময় আপনি যেভাবে প্রতিদিন খোঁজ নিয়েছেন তা দেখে আমরা অবাক হয়ে গিয়েছি । এই ঠান্ডার মধ্যে কোনওভাবেই পরিবারটি বাইরে থাকতে পারত না ।"

  • Thank you @FarOutAkhtar sir for listening to our appeal for a homeless Shiv Mandir Pujari and taking full responsibility to build his home.
    We are amazed to see your dedication past many months for regular updates of construction. The family won’t sleep outside in cold anymore. pic.twitter.com/J1R5Kav45d

    — Divyanshu Upadhyay (@divyanshu_hope) December 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা পরিস্থিতির মধ্যেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ফারহান । সরকারি হাসপাতালকে হাজারটি PPE দিয়ে সাহায্য করেছিলেন তিনি ।

কাজের দিক থেকে রাকেশ ওমপ্রকাশ মেহরার 'তুফান' ছবিতে দেখা যাবে ফারহানকে । সেখানে বক্সারের চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়াও ওই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.