ETV Bharat / sitara

MeToo থেকে ক্লিনচিট পাওয়ার পরেও বিকাশকে নিয়ে বিপাকে ফারাহ

MeToo আন্দোলনে নাম জড়িয়েছিল বিকাশ বহলের। তবে সেই খবর এখন অতীত। কারণ সম্প্রতি সেই মামলা থেকে ক্লিনচিটও পেয়েছেন বিকাশ। তা সত্ত্বেও এখনও সমাজ তাঁকে নিরপরাধী বলে মনে করছে না। সমাজের একটা নিজস্ব জাজমেন্ট চলছে সমান্তরাল ভাবে। আর সেই জাজমেন্টের ঠেলায় বিপাকে ফারাহ খান।

ফারাহ খান
author img

By

Published : Jul 16, 2019, 7:39 PM IST

মুম্বই : রবিবার ফারাহ খানের বাড়িতে আয়োজন করা হয়েছিল একটি লাঞ্চের। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন একাধিক তারকা। হৃতিক রোশন, কৃতি স্যানন, সানিয়া মির্জা, পত্রলেখা, নেহা ধুপিয়া ও অঙ্গদ ত্রেবেদী সহ আরও অনেকে। এবং অবশ্যই ছিলেন 'সুপার ৩০'-র পরিচালক বিকাশ বহল। বিকাশকে নিমন্ত্রণ করার কারণে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে ফারাহ।

রবিবারের গ্র্যান্ড লাঞ্চের একটি ছবি পোস্ট করে হৃতিক লিখেছেন, "লিটল শর্ট অফ 'সুপার ৩০', মাদার অফ অল সানডে লাঞ্চেস..ধন্যবাদ ফারাহ, খুব আনন্দ পেলাম।"

হৃতিকের এই পোস্টে কেউ কমেন্ট করেছেন, "বিকাশ যা যা করেছে, তারপরও এত মানুষ কীভাবে ওর পাশে দাঁড়াতে পারে?"

তো কোনও সোশাল মিডিয়া ব্যবহারকারী আবার লিখেছেন, "বিকাশ বহলকে একটা 'অচ্ছুত ট্রিটমেন্ট' দেওয়া হচ্ছে দেখে ভালো লাগল...আমি ভাবছি সাজিদ খানকেও এরকম ফ্যামিলি লাঞ্চে ডেকে প্যাম্পার করা হবে কিনা।"

আবার কারো মতে, "#metoo movement-এর পক্ষে এটাই যথেষ্ট"। তাহলে কি সমাজ এখনও বিকাশকে নিরপরাধী বলে মেনে নিতে পারেনি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

২০১৫ সালে গোয়া ট্রিপে গিয়ে এক মহিলাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছিল বিকাশ বহলের বিরুদ্ধে। তবে গত মাসে সেই অভিযোগ থেকে মুক্ত হয়েছেন 'কুইন' বা 'সুপার ৩০'-র মতো ছবির পরিচালক বিকাশ।

মুম্বই : রবিবার ফারাহ খানের বাড়িতে আয়োজন করা হয়েছিল একটি লাঞ্চের। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন একাধিক তারকা। হৃতিক রোশন, কৃতি স্যানন, সানিয়া মির্জা, পত্রলেখা, নেহা ধুপিয়া ও অঙ্গদ ত্রেবেদী সহ আরও অনেকে। এবং অবশ্যই ছিলেন 'সুপার ৩০'-র পরিচালক বিকাশ বহল। বিকাশকে নিমন্ত্রণ করার কারণে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে ফারাহ।

রবিবারের গ্র্যান্ড লাঞ্চের একটি ছবি পোস্ট করে হৃতিক লিখেছেন, "লিটল শর্ট অফ 'সুপার ৩০', মাদার অফ অল সানডে লাঞ্চেস..ধন্যবাদ ফারাহ, খুব আনন্দ পেলাম।"

হৃতিকের এই পোস্টে কেউ কমেন্ট করেছেন, "বিকাশ যা যা করেছে, তারপরও এত মানুষ কীভাবে ওর পাশে দাঁড়াতে পারে?"

তো কোনও সোশাল মিডিয়া ব্যবহারকারী আবার লিখেছেন, "বিকাশ বহলকে একটা 'অচ্ছুত ট্রিটমেন্ট' দেওয়া হচ্ছে দেখে ভালো লাগল...আমি ভাবছি সাজিদ খানকেও এরকম ফ্যামিলি লাঞ্চে ডেকে প্যাম্পার করা হবে কিনা।"

আবার কারো মতে, "#metoo movement-এর পক্ষে এটাই যথেষ্ট"। তাহলে কি সমাজ এখনও বিকাশকে নিরপরাধী বলে মেনে নিতে পারেনি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

২০১৫ সালে গোয়া ট্রিপে গিয়ে এক মহিলাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছিল বিকাশ বহলের বিরুদ্ধে। তবে গত মাসে সেই অভিযোগ থেকে মুক্ত হয়েছেন 'কুইন' বা 'সুপার ৩০'-র মতো ছবির পরিচালক বিকাশ।

Intro:Body:

MeToo থেকে ক্লিনচিট পাওয়ার পরেও বিকাশকে নিমন্ত্রণ করে বিপাকে ফারহা



MeToo আন্দোলনে অভিযুক্ত বিকাশের সঙ্গে সময় কাটিয়ে বিপাকে ফারহা



ক্লিনচিট পেয়েছেন MeToo থেকে, তাও অপরাধী তকমা কি ঘুচেছে বিকাশের?



MeToo আন্দোলনে নাম জড়িয়েছিল বিকাশ বহলের। তবে সেই খবর এখন অতীত। কারণ সম্প্রতি সেই মামলা থেকে ক্লিনচিটও পেয়েছেন বিকাশ। তা সত্ত্বেও এখনও সমাজ তাঁকে নিরপরাধী বলে মনে করছে না। সমাজের একটা আলাদা জাজমেন্ট চলছে সমান্তরাল ভাবে। আর সেই জাজমেন্টের ঠেলায় বিপাকে ফারাহ খান।



মুম্বই : রবিবার ফারাহ খানের নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন একাধিক তারকা। হৃতিক রোশন, কৃতি স্যানন, সানিয়া মির্জা, পত্রলেখা, নেহা ধুপিয়া ও অঙ্গদ ত্রেবেদী সহ আরও অনেকে। এবং অবশ্যই ছিলেন 'সুপার ৩০'-র পরিচালক বিকাশ বহল। বিকাশকে নিমন্ত্রণ করার কারণে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে ফারাহ।



রবিবারের গ্র্যান্ড লাঞ্চের একটি ছবি পোস্ট করে হৃতিক লিখেছেন, "লিটল শর্ট অফ 'সুপার ৩০', মাদার অফ অল সানডে লাঞ্চেস..ধন্যবাদ ফারাহ, খুব আনন্দ পেলাম।"



এই পোস্টে কেউ কমেন্ট করেছেন, "বিকাশ যা যা করেছে, তারপরও এত মানুষ কীভাবে ওর পাশে দাঁড়াতে পারে?"



তো কোনও সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "বিকাশ বহলকে একটা 'অচ্ছুত ট্রিটমেন্ট' দেওয়া হচ্ছে দেখে ভালো লাগল...আমি ভাবছি সাজিদ খানকেও এরকম ফ্যামিলি লাঞ্চে ডেকে প্যাম্পার করা হবে কিনা।"



আবার কারো মতে, "#metoo movement-এর পক্ষে এটাই যথেষ্ট"



২০১৫ সালে গোয়া ট্রিপে গিয়ে এক মহিলাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছিল বিকাশ বহলের বিরুদ্ধে। তবে গত মাসে সেই অভিযোগ থেকে মুক্ত হয়েছেন 'কুইন' বা 'সুপার ৩০'-র মতো ছবির পরিচালক বিকাশ।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.