মুম্বই : রবিবার ফারাহ খানের বাড়িতে আয়োজন করা হয়েছিল একটি লাঞ্চের। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন একাধিক তারকা। হৃতিক রোশন, কৃতি স্যানন, সানিয়া মির্জা, পত্রলেখা, নেহা ধুপিয়া ও অঙ্গদ ত্রেবেদী সহ আরও অনেকে। এবং অবশ্যই ছিলেন 'সুপার ৩০'-র পরিচালক বিকাশ বহল। বিকাশকে নিমন্ত্রণ করার কারণে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে ফারাহ।
রবিবারের গ্র্যান্ড লাঞ্চের একটি ছবি পোস্ট করে হৃতিক লিখেছেন, "লিটল শর্ট অফ 'সুপার ৩০', মাদার অফ অল সানডে লাঞ্চেস..ধন্যবাদ ফারাহ, খুব আনন্দ পেলাম।"
হৃতিকের এই পোস্টে কেউ কমেন্ট করেছেন, "বিকাশ যা যা করেছে, তারপরও এত মানুষ কীভাবে ওর পাশে দাঁড়াতে পারে?"
তো কোনও সোশাল মিডিয়া ব্যবহারকারী আবার লিখেছেন, "বিকাশ বহলকে একটা 'অচ্ছুত ট্রিটমেন্ট' দেওয়া হচ্ছে দেখে ভালো লাগল...আমি ভাবছি সাজিদ খানকেও এরকম ফ্যামিলি লাঞ্চে ডেকে প্যাম্পার করা হবে কিনা।"
আবার কারো মতে, "#metoo movement-এর পক্ষে এটাই যথেষ্ট"। তাহলে কি সমাজ এখনও বিকাশকে নিরপরাধী বলে মেনে নিতে পারেনি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
২০১৫ সালে গোয়া ট্রিপে গিয়ে এক মহিলাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছিল বিকাশ বহলের বিরুদ্ধে। তবে গত মাসে সেই অভিযোগ থেকে মুক্ত হয়েছেন 'কুইন' বা 'সুপার ৩০'-র মতো ছবির পরিচালক বিকাশ।