ETV Bharat / sitara

ভুয়ো ভিডিয়ো শেয়ার করলেন অমিতাভ ! - অমিতাভ বচ্চন

ভিডিয়োটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তাতে কমেন্ট করেন নেটিজ়েনরা । তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অমিতাভ বচ্চন ।

kljsf
author img

By

Published : Nov 21, 2019, 11:07 AM IST

মুম্বই : টুইটারে রোজই কিছু না কিছু পোস্ট করেন অমিতাভ বচ্চন । কখনও নিজের মনের কথা আবার কখনও ভালো কোনও ভিডিয়ো । গতকালও তার অন্যথা হয়নি । একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি । আর সেই ভিডিয়ো নিয়ে টুইটারে শুরু হয় জোর চর্চা ।

বিগ বির এক ফ্যান তাঁকে ট্যাগ করে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করছিলেন । যেখানে 9জন যুবতিকে লাল পোশাক পরে একসঙ্গে নাচতে দেখা গেছে । তাঁরা প্রত্যেকের হাত-পা নাড়ানো থেকে শুরু করে চুল সবই এক । এমনকি টুইটে অমিতাভের ওই ফ্যান জানিয়েছেন এই ধরনের নৃত্যর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে ওই যুবতিদের । পরে পোস্টটি নিজের টুইটার হ্যান্ডেলেও পোস্ট করেন অমিতাভ । সেখান থেকেই শুরু হয় চর্চা । অনেকেই বলেই ভিডিয়োটি মিথ্যে ।

ভিডিয়োটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তাতে কমেন্ট করেন নেটিজ়েনরা । একজন বলেন, "যে এটা কোনও ট্যালেন্ট নয়, এডিট করা ভিডিয়ো । টিকটিকে এই ধরনের ভিডিয়ো অনেক আছে । এই ধরনের ভুল খবর ছড়াবেন না ।"

  • Editing hai ma'am... It's not sync or talent.
    It's just a one girl.
    Tik tok pe aisi videos bhari padhi hai 🙄 Stop spreading false news

    — Sandeepa ahuja 👧💕 (@AhujaSandeepa) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনেকেই আবার বিভিন্ন মিম শেয়ার করেছেন । কেউ আবার মজা করে বলেছেন, "স্যার এটা কিছুই না । এই চাইনিজ় মহিলা উইন্ডোজ় ৯৮ ব্যবহার করছিলেন । কিন্তু, হঠাৎই সিসটেম হ্যাঙ্গ হয়ে যায় ।" আবার অনেকে ভিডিয়োটিকে সত্যি বলেই ধরে নিয়েছেন ।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অমিতাভ বচ্চন ।

মুম্বই : টুইটারে রোজই কিছু না কিছু পোস্ট করেন অমিতাভ বচ্চন । কখনও নিজের মনের কথা আবার কখনও ভালো কোনও ভিডিয়ো । গতকালও তার অন্যথা হয়নি । একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি । আর সেই ভিডিয়ো নিয়ে টুইটারে শুরু হয় জোর চর্চা ।

বিগ বির এক ফ্যান তাঁকে ট্যাগ করে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করছিলেন । যেখানে 9জন যুবতিকে লাল পোশাক পরে একসঙ্গে নাচতে দেখা গেছে । তাঁরা প্রত্যেকের হাত-পা নাড়ানো থেকে শুরু করে চুল সবই এক । এমনকি টুইটে অমিতাভের ওই ফ্যান জানিয়েছেন এই ধরনের নৃত্যর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে ওই যুবতিদের । পরে পোস্টটি নিজের টুইটার হ্যান্ডেলেও পোস্ট করেন অমিতাভ । সেখান থেকেই শুরু হয় চর্চা । অনেকেই বলেই ভিডিয়োটি মিথ্যে ।

ভিডিয়োটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তাতে কমেন্ট করেন নেটিজ়েনরা । একজন বলেন, "যে এটা কোনও ট্যালেন্ট নয়, এডিট করা ভিডিয়ো । টিকটিকে এই ধরনের ভিডিয়ো অনেক আছে । এই ধরনের ভুল খবর ছড়াবেন না ।"

  • Editing hai ma'am... It's not sync or talent.
    It's just a one girl.
    Tik tok pe aisi videos bhari padhi hai 🙄 Stop spreading false news

    — Sandeepa ahuja 👧💕 (@AhujaSandeepa) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনেকেই আবার বিভিন্ন মিম শেয়ার করেছেন । কেউ আবার মজা করে বলেছেন, "স্যার এটা কিছুই না । এই চাইনিজ় মহিলা উইন্ডোজ় ৯৮ ব্যবহার করছিলেন । কিন্তু, হঠাৎই সিসটেম হ্যাঙ্গ হয়ে যায় ।" আবার অনেকে ভিডিয়োটিকে সত্যি বলেই ধরে নিয়েছেন ।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অমিতাভ বচ্চন ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.