ETV Bharat / sitara

অক্ষয়ের সঙ্গে দেখা করতে 900 কিলোমিটার হাঁটলেন ভক্ত - 900 kms

দ্বারকা থেকে মুম্বই, 900 কিলোমিটার হাঁটলেন পর্বত । পছন্দের অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে দেখা করতে এই কাণ্ড ঘটালেন তাঁর ভক্ত ।

অক্ষয় কুমার
author img

By

Published : Sep 1, 2019, 5:51 PM IST

মুম্বই : নিজের আইডল অক্ষয় কুমারের সঙ্গে দেখা করতে 900 কিলোমিটার হাঁটলেন এক ব্যক্তি । এই ঘটনার পর যদিও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা তাঁর ভক্তদের কাছে আবেদন করেছেন, "এই সমস্ত কাজ না করে তাঁরা যেন নিজেদের সময় ও এনার্জির প্রতি ধ্যান দেয় ।"

আজ অক্ষয় নিজের এক ভক্তের সঙ্গে ছবি তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন । অক্ষয়ের এই ভক্তের নাম পর্বত । নিজের পছন্দের তারকার সঙ্গে দেখা করতে সে দ্বারকা থেকে মুম্বই পর্যন্ত হেঁটে এসেছে ।

  • Met Parbat today, he walked over 900 kms all the way from Dwarka. He planned it in a way to reach Mumbai in 18 days to catch me here on a Sunday. If our youth use this kind of planning and determination to achieve their goals, then there’s no stopping us! #SundayMotivation pic.twitter.com/kJdyNxwwpa

    — Akshay Kumar (@akshaykumar) September 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে ছবি শেয়ার করে অক্ষয় লেখেন, "আজ পর্বতের সঙ্গে দেখা করলাম, সে দ্বারকা থেকে 900 কিলোমিটার হেঁটে এসেছে । সে পরিকল্পনা করেছিল, 18 দিনের মধ্যে মুম্বই পৌঁছে আমার সঙ্গে রবিবার দেখা করবে । আমাদের যুব সমাজ যদি এরকম পরিকল্পনা ও দৃঢ়সঙ্কল্প হয় তাদের লক্ষ্যের প্রতি তাহলে আমাদের আর কেউ আটকাতে পারবে না ।"

  • It’s always great to meet you all and I’m grateful for all the love you give me but a request to please not do these things...focus your time, energy and resources in bettering your life, that’ll make me the happiest 🙏🏻 Wishing Parbat all the very best pic.twitter.com/BvrP2JSDdc

    — Akshay Kumar (@akshaykumar) September 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভক্তদের ভালবাসার প্রতি অক্ষয় সবসময় কৃতজ্ঞ । তিনি বলেন, "তোমাদের সকলের সঙ্গে দেখা করা সবসময়ই মহান ব্যাপার । তোমাদের ভালবাসার জন্য আমি চিরকৃতজ্ঞ । কিন্তু সকলের কাছে আমার অনুরোধ এসব কাজ করবে না...নিজের জীবনকে আরও ভালো করে তৈরি করতে সময়, এনার্জির উপর নজর দাও । তাতে আমি আরও বেশি খুশি হব । পর্বতকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ।"

অক্ষয় বর্তমানে রোহিত শেট্টির পরিচালনায় 'সূর্যবংশি'-তে অভিনয় করছেন ।

মুম্বই : নিজের আইডল অক্ষয় কুমারের সঙ্গে দেখা করতে 900 কিলোমিটার হাঁটলেন এক ব্যক্তি । এই ঘটনার পর যদিও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা তাঁর ভক্তদের কাছে আবেদন করেছেন, "এই সমস্ত কাজ না করে তাঁরা যেন নিজেদের সময় ও এনার্জির প্রতি ধ্যান দেয় ।"

আজ অক্ষয় নিজের এক ভক্তের সঙ্গে ছবি তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন । অক্ষয়ের এই ভক্তের নাম পর্বত । নিজের পছন্দের তারকার সঙ্গে দেখা করতে সে দ্বারকা থেকে মুম্বই পর্যন্ত হেঁটে এসেছে ।

  • Met Parbat today, he walked over 900 kms all the way from Dwarka. He planned it in a way to reach Mumbai in 18 days to catch me here on a Sunday. If our youth use this kind of planning and determination to achieve their goals, then there’s no stopping us! #SundayMotivation pic.twitter.com/kJdyNxwwpa

    — Akshay Kumar (@akshaykumar) September 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে ছবি শেয়ার করে অক্ষয় লেখেন, "আজ পর্বতের সঙ্গে দেখা করলাম, সে দ্বারকা থেকে 900 কিলোমিটার হেঁটে এসেছে । সে পরিকল্পনা করেছিল, 18 দিনের মধ্যে মুম্বই পৌঁছে আমার সঙ্গে রবিবার দেখা করবে । আমাদের যুব সমাজ যদি এরকম পরিকল্পনা ও দৃঢ়সঙ্কল্প হয় তাদের লক্ষ্যের প্রতি তাহলে আমাদের আর কেউ আটকাতে পারবে না ।"

  • It’s always great to meet you all and I’m grateful for all the love you give me but a request to please not do these things...focus your time, energy and resources in bettering your life, that’ll make me the happiest 🙏🏻 Wishing Parbat all the very best pic.twitter.com/BvrP2JSDdc

    — Akshay Kumar (@akshaykumar) September 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভক্তদের ভালবাসার প্রতি অক্ষয় সবসময় কৃতজ্ঞ । তিনি বলেন, "তোমাদের সকলের সঙ্গে দেখা করা সবসময়ই মহান ব্যাপার । তোমাদের ভালবাসার জন্য আমি চিরকৃতজ্ঞ । কিন্তু সকলের কাছে আমার অনুরোধ এসব কাজ করবে না...নিজের জীবনকে আরও ভালো করে তৈরি করতে সময়, এনার্জির উপর নজর দাও । তাতে আমি আরও বেশি খুশি হব । পর্বতকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ।"

অক্ষয় বর্তমানে রোহিত শেট্টির পরিচালনায় 'সূর্যবংশি'-তে অভিনয় করছেন ।

Intro:Body:

fan of Akshay Kumar


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.