ETV Bharat / sitara

ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব ফ্যানের ! যোগ্য জবাবে বাজিমাত জুনিয়র বচ্চনের - ঐশ্বর্য রাই বচ্চন

অভিষেক-ঐশ্বর্যের কানের ভিডিয়ো নেট মাধ্যমে এখন ভাইরাল ৷ যেখানে প্রায় দশ বছর আগে দেখা যাচ্ছে, কানের রেড কার্পেটে সদ্য বিবাহিতা ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব দিতে ৷ পাশ থেকে অভিষেক স্পষ্ট জানিয়ে দেন যে ঐশ্বর্য তাঁকে বিয়ে করে ফেলেছেন ৷ পাশাপাশি ভাইরাল হয়েছে কফি উইথ করনের একটি এপিসোডে ঐশ্বর্যকে নিয়ে অক্ষয় কুমারের করা একটি মন্তব্যের ভিডিয়ো ৷ সেখানেও সেই ঐশ্বর্যের রূপের তারিফ করা হয়েছে ৷

ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব ফ্যানের
ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব ফ্যানের
author img

By

Published : May 22, 2021, 8:52 PM IST

মুম্বই, 22 মে : ট্রোলের মুখে অভিষেক বচ্চনের চতুর জবাবে চিরকালই মুগ্ধ নেটাগরিকরা । বাবা অমিতাভের সঙ্গে তাঁর তুলনা থেকে শুরু করে অভিনেত্রী ঐশ্বর্যের স্বামী হওয়ার যোগত্যা বা তাঁর অভিনয় দক্ষতা, এগুলি নিয়ে নেটমাধ্যমে একের পর এক কটুক্তির সম্মুখীন হয়েছেন জুনিয়র বচ্চন । তবে কখনওই মেজাজ হারাতে দেখা যায়নি অভিনেতাকে । প্রত্যেকবারই মোক্ষম তবে মার্জিত জবাবে ট্রোলারদের মুখে ঝামা ঘষে দিয়েছেন অভিনেতা ।

অনেকটা এরকমই ঘটেছিল কানে । 2010-এ কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে এক বেখাপ্পা প্রস্তাবের মুখ পড়তে হয় সদ্য বিবাহিতা ঐশ্বর্যকে । রেড কার্পেটে একদিকে যখন চিত্রগ্রাহকদের আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে । ঠিক তখনই বচ্চন দম্পতির চোখে পড়ল ঐশ্বর্যের উদ্দেশ্যে লেখা ‘ম্যারি মি’ ব্যানার হাতে এক ব্যক্তি । এ হেন প্রস্তাবে বিব্রত ঐশ্বর্য লাজুক হেসে ওই ব্যক্তির উদ্দেশ্যে হাত নেড়ে তড়িঘড়ি কাজ সারলেন । তখন অভিষেকের অকপট জবাব 'ভাই, ও আমায় বিয়ে করেছে । দুঃখিত ।'

এক দশক পরে এখন সেই ভিডিওতেই মজেছেন নেটাগরিকরা । ওটিটি প্ল্যাটফর্মের বচ্চন বলতে অভিষেক ! করোনা অতিমারির মধ্যে যেখানে থমকে গেছে বেশ কয়েকটা বড় বাজেটের ছবি । পিছিয়েছে ছবি মুক্তির দিন, সেখানে ব্রেথলেস, লুডো, দ্য বিগ বুল, একের পর এক প্রজেক্টে নিয়ে গত 6-8 মাস ভীষণ ব্যস্ত অভিনেতা । বিগ বুলের গল্পের বুনুনি নিয়ে প্রশ্ন উঠলেও প্রশংসিত হয়েছেন বচ্চন । তাই ট্রোলিংয়ের বদলে নেট মাধ্যমে এখন ট্রেন্ডিং এবি বেবি ।

অন্যদিকে সদ্য ভাইরাল হয়েছে ঐশ্বর্যকে নিয়ে অভিনেতা অক্ষয়ের একটি মন্তব্য । কফি উইথ করনের পুরনো একটি ভিডিয়োয় সঞ্চালকের একটি প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, 'ঐশ্বর্যের দিক থেকে চোখই ফেরানো যায় না… ।'

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই, অভিষেক-ঐশ্বর্যের কানের ভিডিয়ো খুঁজে বের করেন নেটাগরিকরা । নেটমাধ্যমের এই দুনিয়ায় সবই সম্ভব । কখন কোন ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে বলা কঠিন । আর এইসব মিলিয়েই প্যানডেমিকেও বেশ প্রাসঙ্গিক বলিউডের এই হিট জুটি ।

আরও পড়ুন : গা ভর্তি মৌমাছি নিয়ে অ্যাঞ্জেলিনার দুঃসাহসিক ফোটোশুট

মুম্বই, 22 মে : ট্রোলের মুখে অভিষেক বচ্চনের চতুর জবাবে চিরকালই মুগ্ধ নেটাগরিকরা । বাবা অমিতাভের সঙ্গে তাঁর তুলনা থেকে শুরু করে অভিনেত্রী ঐশ্বর্যের স্বামী হওয়ার যোগত্যা বা তাঁর অভিনয় দক্ষতা, এগুলি নিয়ে নেটমাধ্যমে একের পর এক কটুক্তির সম্মুখীন হয়েছেন জুনিয়র বচ্চন । তবে কখনওই মেজাজ হারাতে দেখা যায়নি অভিনেতাকে । প্রত্যেকবারই মোক্ষম তবে মার্জিত জবাবে ট্রোলারদের মুখে ঝামা ঘষে দিয়েছেন অভিনেতা ।

অনেকটা এরকমই ঘটেছিল কানে । 2010-এ কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে এক বেখাপ্পা প্রস্তাবের মুখ পড়তে হয় সদ্য বিবাহিতা ঐশ্বর্যকে । রেড কার্পেটে একদিকে যখন চিত্রগ্রাহকদের আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে । ঠিক তখনই বচ্চন দম্পতির চোখে পড়ল ঐশ্বর্যের উদ্দেশ্যে লেখা ‘ম্যারি মি’ ব্যানার হাতে এক ব্যক্তি । এ হেন প্রস্তাবে বিব্রত ঐশ্বর্য লাজুক হেসে ওই ব্যক্তির উদ্দেশ্যে হাত নেড়ে তড়িঘড়ি কাজ সারলেন । তখন অভিষেকের অকপট জবাব 'ভাই, ও আমায় বিয়ে করেছে । দুঃখিত ।'

এক দশক পরে এখন সেই ভিডিওতেই মজেছেন নেটাগরিকরা । ওটিটি প্ল্যাটফর্মের বচ্চন বলতে অভিষেক ! করোনা অতিমারির মধ্যে যেখানে থমকে গেছে বেশ কয়েকটা বড় বাজেটের ছবি । পিছিয়েছে ছবি মুক্তির দিন, সেখানে ব্রেথলেস, লুডো, দ্য বিগ বুল, একের পর এক প্রজেক্টে নিয়ে গত 6-8 মাস ভীষণ ব্যস্ত অভিনেতা । বিগ বুলের গল্পের বুনুনি নিয়ে প্রশ্ন উঠলেও প্রশংসিত হয়েছেন বচ্চন । তাই ট্রোলিংয়ের বদলে নেট মাধ্যমে এখন ট্রেন্ডিং এবি বেবি ।

অন্যদিকে সদ্য ভাইরাল হয়েছে ঐশ্বর্যকে নিয়ে অভিনেতা অক্ষয়ের একটি মন্তব্য । কফি উইথ করনের পুরনো একটি ভিডিয়োয় সঞ্চালকের একটি প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, 'ঐশ্বর্যের দিক থেকে চোখই ফেরানো যায় না… ।'

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই, অভিষেক-ঐশ্বর্যের কানের ভিডিয়ো খুঁজে বের করেন নেটাগরিকরা । নেটমাধ্যমের এই দুনিয়ায় সবই সম্ভব । কখন কোন ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে বলা কঠিন । আর এইসব মিলিয়েই প্যানডেমিকেও বেশ প্রাসঙ্গিক বলিউডের এই হিট জুটি ।

আরও পড়ুন : গা ভর্তি মৌমাছি নিয়ে অ্যাঞ্জেলিনার দুঃসাহসিক ফোটোশুট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.