মুম্বই : সোশাল মিডিয়ায় নাসিরুদ্দিন শাহের কোনও প্রোফাইল নেই । তবে ভুয়ো অ্যাকাউন্ট খোলা কি খুব কঠিন ব্যাপার ? মোটেই নয় । এই প্রবাদপ্রতিম অভিনেতার নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে টুইটারে । আর খুলেই তার আক্রমণ কঙ্গনা রানাওয়াতের দিকে ।
এই নকল প্রোফাইলটির নাম ‘নাসিরুদ্দিন শাহ হ্যাশট্যাগ প্যারোডি’, প্রোফাইলের ছবিতে জ্বলজ্বল করছে নাসিরের ছবি । সেখান থেকে গতকাল অর্থাৎ 10 ফেব্রুয়ারি একটি টুইট করা হয়েছে ।
টুইটে লেখা, "নরেন্দ্র মোদি ছাড়া সমস্ত অভিনেতাকে নিয়েই সমস্যা কঙ্গনা রানাওয়াতের ।" অর্থাৎ নরেন্দ্র মোদিকেও অভিনেতার ক্যাটেগরিতে ফেলেছেন এই নকল নাসিরুদ্দিন । প্রধানমন্ত্রীর সমস্ত প্রতিশ্রুতি আসলে অভিনয়ের সংলাপ...বোঝাতে চেয়েছেন এই ব্য়ক্তি ।
অ্যাকাউন্টটিতে ফলোয়ার সংখ্যা 64 হাজারেরও বেশি । বিজেপি বিরোধী নেটিজেনদের বেশ পছন্দ এই চাঁচাছোলা কথা বলা নকল নাসিরকে ।
এদিকে এই অ্যাকাউন্টের জন্য় বেশ সমস্য়ায় ভুগছে শাহ পরিবার । নাসিরের স্ত্রী রত্না পাঠক শাহ জানিয়েছেন যে, টুইটার কর্তৃপক্ষের কাছে এই অ্যাকাউন্টটি নিয়ে অভিযোগও জানিয়েছেন তাঁরা । তবে লাভ কিছুই হয়নি । সাহায্য মেলেনি সাইবার ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকেও ।