ETV Bharat / sitara

'ছপাক'-এ অভিনয়ের প্রস্তাব পেয়ে 10 মিনিটেই রাজি হন দীপিকা : মেঘনা - acid survivor Laxmi Agarwal

আপকামিং ছবি 'ছপাক'-এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন ও ভিক্রান্ত ম্যাসি । তবে দীপিকাকে এই ছবির জন্য রাজি করাতে খুব বেশি সময় লাগেনি বলে জানিয়েছেন পরিচালক মেঘনা গুলজ়ার । ছবির প্রস্তাব পেয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই দীপিকা রাজি হয়ে যান বলে জানিয়েছেন তিনি ।

fsd
df
author img

By

Published : Jan 5, 2020, 4:13 PM IST

মুম্বই : পরবর্তী ছবি হিসেবে দীপিকা পাডুকোন চেয়েছিলেন কোনও লাভ স্টোরিতে কাজ করতে । আর একথা পরিচালক মেঘনা গুলজ়ার ভালো করেই জানতেন । তাও একবার চেষ্টা করতে চেয়েছিলেন । ছবির গল্প নিয়ে দীপিকার সঙ্গে দেখা করেন । আর 'ছপাক'-এর গল্প বলতেই দীপিকা ছবিটি করার জন্য 10 মিনিটের মধ্যেই রাজি হয়ে যান । সম্প্রতি ETV ভারত সিতারাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মেঘনা নিজেই ।

2018 সালে 'পদ্মাবত' ছবিতে কাজ করেছিলেন দীপিকা । তারপর ওই বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া 'জ়িরো' ছবিতে ছোট্ট একটি চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল । 2019 সালে মুক্তি পায়নি তাঁর একটিও ছবি । তা হলেও পরবর্তী ছবি হিসেবে কোনও লাভ স্টোরিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি । এসব জানা সত্ত্বেও মেঘনা গুলজ়ার 'ছপাক'-এর গল্প নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন । মেঘনা বলেন, "দীপিকা যে কোনও লাভ স্টোরিতে অভিনয় করতে চাইছেন সেকথা আমার অজানা ছিল না । তাও একটা চেষ্টা করতে চেয়েছিলাম । আমি তাঁর সঙ্গে দেখা করি । শুধু ছবির বিষয়টুকু তাঁকে বলেছিলাম । গল্পটাও বলিনি । আর 10 মিনিটের মধ্যেই এই ছবি করবেন বলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন দীপিকা । খুব স্বতঃস্ফূর্তভাবেই তিনি এই ছবিতে অভিনয় করার ইচ্ছেপ্রকাশ করেন । তাঁকে ছাড়া ছবিটি অসম্পূর্ণ থাকত ।"

ছবির শুটিং চলাকালীন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়াল একজবার শুটিং ফ্লোরে এসেছিলেন । সেখানে দীপিকাকে দেখে রীতিমতো চমকে যান তিনি । আর তাঁর প্রতিক্রিয়া সম্পর্কে মেঘনা বলেন, "যখন একজন অ্যাসিড আক্রান্ত ভাবেন যে তাঁর পাশে আরও একজন অ্যাসিড আক্রান্ত দাঁড়িয়ে রয়েছে সেটা একজন অভিনেতা ও পরিচালকের কাছে বড় জয় ।"

লক্ষ্মী আগরওয়ালের থেকে কী শিখলেন মেঘনা ? এর উত্তরে তিনি বলেন, "মনের জোর থাকলে যে কোনও কঠিন পরিস্থিতির সামাল দেওয়া সম্ভব ।" আর অনুপ্রেরণা দেওয়ার মতো এই ধরনের গল্প স্ক্রিনে ফুটিয়ে তোলার জন্য তেমন কোনও নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না । যখন খুশি এই ধরনের গল্প তুলে ধরা যায় বলে মনে করেন মেঘনা ।

'ছপাক' ছবিতে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা । স্ক্রিনে লক্ষ্মী আগরওয়ালের লড়াইয়ের কাহিনি ফুটিয়ে তুলেছেন তিনি । 10 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

দেখুন ভিডিয়ো

মুম্বই : পরবর্তী ছবি হিসেবে দীপিকা পাডুকোন চেয়েছিলেন কোনও লাভ স্টোরিতে কাজ করতে । আর একথা পরিচালক মেঘনা গুলজ়ার ভালো করেই জানতেন । তাও একবার চেষ্টা করতে চেয়েছিলেন । ছবির গল্প নিয়ে দীপিকার সঙ্গে দেখা করেন । আর 'ছপাক'-এর গল্প বলতেই দীপিকা ছবিটি করার জন্য 10 মিনিটের মধ্যেই রাজি হয়ে যান । সম্প্রতি ETV ভারত সিতারাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মেঘনা নিজেই ।

2018 সালে 'পদ্মাবত' ছবিতে কাজ করেছিলেন দীপিকা । তারপর ওই বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া 'জ়িরো' ছবিতে ছোট্ট একটি চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল । 2019 সালে মুক্তি পায়নি তাঁর একটিও ছবি । তা হলেও পরবর্তী ছবি হিসেবে কোনও লাভ স্টোরিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি । এসব জানা সত্ত্বেও মেঘনা গুলজ়ার 'ছপাক'-এর গল্প নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন । মেঘনা বলেন, "দীপিকা যে কোনও লাভ স্টোরিতে অভিনয় করতে চাইছেন সেকথা আমার অজানা ছিল না । তাও একটা চেষ্টা করতে চেয়েছিলাম । আমি তাঁর সঙ্গে দেখা করি । শুধু ছবির বিষয়টুকু তাঁকে বলেছিলাম । গল্পটাও বলিনি । আর 10 মিনিটের মধ্যেই এই ছবি করবেন বলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন দীপিকা । খুব স্বতঃস্ফূর্তভাবেই তিনি এই ছবিতে অভিনয় করার ইচ্ছেপ্রকাশ করেন । তাঁকে ছাড়া ছবিটি অসম্পূর্ণ থাকত ।"

ছবির শুটিং চলাকালীন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়াল একজবার শুটিং ফ্লোরে এসেছিলেন । সেখানে দীপিকাকে দেখে রীতিমতো চমকে যান তিনি । আর তাঁর প্রতিক্রিয়া সম্পর্কে মেঘনা বলেন, "যখন একজন অ্যাসিড আক্রান্ত ভাবেন যে তাঁর পাশে আরও একজন অ্যাসিড আক্রান্ত দাঁড়িয়ে রয়েছে সেটা একজন অভিনেতা ও পরিচালকের কাছে বড় জয় ।"

লক্ষ্মী আগরওয়ালের থেকে কী শিখলেন মেঘনা ? এর উত্তরে তিনি বলেন, "মনের জোর থাকলে যে কোনও কঠিন পরিস্থিতির সামাল দেওয়া সম্ভব ।" আর অনুপ্রেরণা দেওয়ার মতো এই ধরনের গল্প স্ক্রিনে ফুটিয়ে তোলার জন্য তেমন কোনও নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না । যখন খুশি এই ধরনের গল্প তুলে ধরা যায় বলে মনে করেন মেঘনা ।

'ছপাক' ছবিতে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা । স্ক্রিনে লক্ষ্মী আগরওয়ালের লড়াইয়ের কাহিনি ফুটিয়ে তুলেছেন তিনি । 10 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

দেখুন ভিডিয়ো
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.