ETV Bharat / sitara

Interview : অমিতাভের কথা শুনে 'সপ্তম স্বর্গে' চলে গিয়েছিলেন ব্রিজেন্দ্র - exclusive interview of brijendra kala

সুজিত সরকারের পরবর্তী ছবি 'গুলাবো সিতাবো'-তে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন বিজেন্দ্র কালা । কেমন ছিল এই ছবিতে কাজের অভিজ্ঞতা ? তা ETV ভারত সিতারার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শেয়ার করলেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : Jun 2, 2020, 9:09 PM IST

কলকাতা : মথুরায় জন্ম হয় অভিনেতা ব্রিজেন্দ্র কালার । 17 বছর থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি । একাধিক সিনেমায় অভিনয় করে জিতে নিয়েছেন দর্শকদের মন । পাশাপাশি একতা কাপুরের ধারাবাহিক 'কাহানি ঘর ঘর কি'-র সংলাপও লিখেছেন । আর এবার সুজিত সরকারের পরবর্তী ছবি 'গুলাবো সিতাবো'-তে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি । কেমন ছিল এই ছবিতে কাজের অভিজ্ঞতা ? তা ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন তিনি ।

  • প্রশ্ন : নমস্কার ব্রিজেন্দ্রজি, কেমন আছেন ?

ব্রিজেন্দ্র কালা : ভালোই আছি । আপনারা কেমন আছেন ?

dfg
.
  • প্রশ্ন : ভালো । আপনার 'গুলাবো সিতাবো' রিলিজ় করছে OTT-তে । হলে মুক্তি পাওয়ার কথা ছিল...

ব্রিজেন্দ্র : আমি সবাইকে বলি, এই লকডাউনের সময়ে যেখানে আপনার কাছে এন্টারটেনমেন্টের কিছু নেই, সিনেমা হল নেই, নতুন রিলিজ় নেই, সেখানে দাঁড়িয়ে OTT-তে নতুন ছবি রিলিজ়ের ব্যাপারটা কিন্তু দারুণ । সিনেমা হল খোলার জন্যে যদি অপেক্ষা করা হয় অনেক দেরী হয়ে যাবে । তার জন্য গোটা বছরটাই বেরিয়ে যাবে । এতগুলো ছবি রিলিজ় করার অপেক্ষায় রয়েছে । সবাই অপেক্ষা করছে কখন সিনেমা হল খুলবে । আশা করা যায় সব সুরক্ষিত হবে । আর হাউজ়ফুলের জন্য তো আমাদের সবকটা সিটই চাই । তাই এখন এটাই একমাত্র মাধ্যম, যার মধ্যে দিয়ে সিনেমাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারব ।

dfg
.
  • প্রশ্ন : আপনি তো এই ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন ?

ব্রিজেন্দ্র : আমার চরিত্রটা অত্যন্ত ইন্টারেস্টিং ও মজাদার । 'পান সিং তোমার' ছবির পর এরকম একটা চরিত্র করতে পেরেছি বলে খুব ভালো লাগছে । চরিত্রটা সম্পর্কে পুরোটাই স্ক্রিপ্টে লেখা আছে । এই ছবির স্ক্রিপ্টে প্রথম থেকেই সবকিছু লেখা রয়েছে । আমাকে শুধু পারফর্ম করতে হয়েছে । তাই পরিচালকের সঙ্গে ছবির লেখিকা জুহি চতুর্বেদীরও প্রশংসা করতে চাই ।

  • প্রশ্ন : 'গুলাবো সিতাবো'-র অন্যতম দুই চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা । তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ?

ব্রিজেন্দ্র : আয়ুষ্মান ও অমিতাভজির সঙ্গে আমি কাজ করেছি আগেও । আগেও ভালো অভিজ্ঞতা হয়েছে । এবারও খুব ভালো অভিজ্ঞতা হল । আর সত্যি কথা বলতে কী, বচ্চনজির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা ।

sdf
অমিতাভ বচ্চনের সঙ্গে এক টেবিলে ব্রিজেন্দ্র কালা
  • প্রশ্ন : কীরকম ?

ব্রিজেন্দ্র : প্রথম দিন যখন কাজ করতে গেলাম, 4 থেকে 5টি টেকের পর আমাদের টেক ওকে হয়েছিল । সুজিত পরের টেকের জন্য বলে । তখন বচ্চনজি পিছন থেকে ডেকে আমাকে বলেন, "স্যার, আপনার সংলাপ ও কথা বলার মধ্যে একটা অন্যরকম টেকনিক আছে । আমরা যদি এরকমভাবে এই সিনটা করি । আমি তখন ওঁর মুখের দিকে তাকিয়ে ছিলাম । কথাটা শুনে সপ্তম স্বর্গে চলে গিয়েছিলাম । তারপর সেই টেকটা করি, সকলের ভালো লাগে । এটা আমার কাছে একটা স্মরণীয় ঘটনা ।

  • প্রশ্ন : সুজিত সরকারের সম্পর্কে কী বলবেন ? এর আগেও তো 'ভিকি ডোনার', 'পিকু'-র মতো হাসির ছবি তৈরি করেছেন...

ব্রিজেন্দ্র : সুজিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করেছি । ওঁর কম্পানির একটি ছবি 'শাদি.কম'-এ কাজ করেছিলাম । তারপরে অনেকবার মনে হয়েছিল, কবে সেই সুযোগ পাব । কয়েকটি বিজ্ঞাপনের ছবিতেও কাজ করেছিলাম । উনি যেই ছবিগুলো আগে বানিয়েছেন, সেখানে মনে হয়েছিল আমারও হয়তো জায়গা হবে । অবশেষে সেই দিন এল, আমার একটা সুযোগ হল । প্রথমদিন থেকে, যেদিন থেকে তিনি আমার সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে শুরু করেন, স্টেপ বাই স্টেপ, সেটা আমার খুব ভালো লাগে । বোঝা যায়, একজন পরিচালকের স্ট্যান্ডার্ড । আমি তো প্রথমদিন থেকেই বুঝেছিলাম, সুজিত কী ধরনের পরিচালক । সেটে কীভাবে অভিনেতাকে কমফোর্ট জ়োনে আনতে হয়, সেটা তিনি জানেন । একদিকে বচ্চনসাহবের মতো অভিনেতা, অন্যদিকে আমার মতো, বিজয়রাজের মতো অভিনেতা । তাঁদের সবাইকে নিয়ে কাজ করার সুন্দর পদ্ধতি জানা আছে সুজিতের ।

sdf
সুজিত সরকারের ব্রিজেন্দ্র কালা
  • প্রশ্ন : আপনার কি কোনও অডিশন হয়েছিল ?

ব্রিজেন্দ্র : আমার অডিশন হয়নি । ফোন এসেছিল । কস্টিং করেছেন যোগীভাই । তিনি আমার খুব ভালো বন্ধু । সুজিতের অধিকাংশ কাস্টিং উনি করেন । তিনি আমাকে একদিন ফোন করে বলেন, "কালাভাই, সুজিত একটা ছবি তৈরি করছে, সেখানে এরকম একটা আইনজীবীর চরিত্র আছে, আপনাকে করতে হবে ।" আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম । সুজিতের সঙ্গে ভালো করে আলাপ হল । স্ক্রিপ্ট শুনলাম । কী অসাধারণ স্ক্রিপ্ট । তখনই আমি বলে ফেলি, এই ছবিটা আমি করছি।

  • প্রশ্ন : লখনউতে শুটিং হল...

ব্রিজেন্দ্র : আমি উত্তরভারতের মফস্বলে বড় হয়েছি । লোকে অভিনয়ের জন্য মুম্বই যায়, আমি লখনউতে পালিয়েছিলাম থিয়েটারের জন্য । এটা আমার একটা পুরোনো জায়গা । তাই লখনউ আমার জন্য খুব পছন্দের একটা জায়গা । তাই সেখানে শুটিংয়ের অভিজ্ঞতাও আমার খুব ভালো হয়েছে ।

কলকাতা : মথুরায় জন্ম হয় অভিনেতা ব্রিজেন্দ্র কালার । 17 বছর থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি । একাধিক সিনেমায় অভিনয় করে জিতে নিয়েছেন দর্শকদের মন । পাশাপাশি একতা কাপুরের ধারাবাহিক 'কাহানি ঘর ঘর কি'-র সংলাপও লিখেছেন । আর এবার সুজিত সরকারের পরবর্তী ছবি 'গুলাবো সিতাবো'-তে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি । কেমন ছিল এই ছবিতে কাজের অভিজ্ঞতা ? তা ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন তিনি ।

  • প্রশ্ন : নমস্কার ব্রিজেন্দ্রজি, কেমন আছেন ?

ব্রিজেন্দ্র কালা : ভালোই আছি । আপনারা কেমন আছেন ?

dfg
.
  • প্রশ্ন : ভালো । আপনার 'গুলাবো সিতাবো' রিলিজ় করছে OTT-তে । হলে মুক্তি পাওয়ার কথা ছিল...

ব্রিজেন্দ্র : আমি সবাইকে বলি, এই লকডাউনের সময়ে যেখানে আপনার কাছে এন্টারটেনমেন্টের কিছু নেই, সিনেমা হল নেই, নতুন রিলিজ় নেই, সেখানে দাঁড়িয়ে OTT-তে নতুন ছবি রিলিজ়ের ব্যাপারটা কিন্তু দারুণ । সিনেমা হল খোলার জন্যে যদি অপেক্ষা করা হয় অনেক দেরী হয়ে যাবে । তার জন্য গোটা বছরটাই বেরিয়ে যাবে । এতগুলো ছবি রিলিজ় করার অপেক্ষায় রয়েছে । সবাই অপেক্ষা করছে কখন সিনেমা হল খুলবে । আশা করা যায় সব সুরক্ষিত হবে । আর হাউজ়ফুলের জন্য তো আমাদের সবকটা সিটই চাই । তাই এখন এটাই একমাত্র মাধ্যম, যার মধ্যে দিয়ে সিনেমাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারব ।

dfg
.
  • প্রশ্ন : আপনি তো এই ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন ?

ব্রিজেন্দ্র : আমার চরিত্রটা অত্যন্ত ইন্টারেস্টিং ও মজাদার । 'পান সিং তোমার' ছবির পর এরকম একটা চরিত্র করতে পেরেছি বলে খুব ভালো লাগছে । চরিত্রটা সম্পর্কে পুরোটাই স্ক্রিপ্টে লেখা আছে । এই ছবির স্ক্রিপ্টে প্রথম থেকেই সবকিছু লেখা রয়েছে । আমাকে শুধু পারফর্ম করতে হয়েছে । তাই পরিচালকের সঙ্গে ছবির লেখিকা জুহি চতুর্বেদীরও প্রশংসা করতে চাই ।

  • প্রশ্ন : 'গুলাবো সিতাবো'-র অন্যতম দুই চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা । তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ?

ব্রিজেন্দ্র : আয়ুষ্মান ও অমিতাভজির সঙ্গে আমি কাজ করেছি আগেও । আগেও ভালো অভিজ্ঞতা হয়েছে । এবারও খুব ভালো অভিজ্ঞতা হল । আর সত্যি কথা বলতে কী, বচ্চনজির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা ।

sdf
অমিতাভ বচ্চনের সঙ্গে এক টেবিলে ব্রিজেন্দ্র কালা
  • প্রশ্ন : কীরকম ?

ব্রিজেন্দ্র : প্রথম দিন যখন কাজ করতে গেলাম, 4 থেকে 5টি টেকের পর আমাদের টেক ওকে হয়েছিল । সুজিত পরের টেকের জন্য বলে । তখন বচ্চনজি পিছন থেকে ডেকে আমাকে বলেন, "স্যার, আপনার সংলাপ ও কথা বলার মধ্যে একটা অন্যরকম টেকনিক আছে । আমরা যদি এরকমভাবে এই সিনটা করি । আমি তখন ওঁর মুখের দিকে তাকিয়ে ছিলাম । কথাটা শুনে সপ্তম স্বর্গে চলে গিয়েছিলাম । তারপর সেই টেকটা করি, সকলের ভালো লাগে । এটা আমার কাছে একটা স্মরণীয় ঘটনা ।

  • প্রশ্ন : সুজিত সরকারের সম্পর্কে কী বলবেন ? এর আগেও তো 'ভিকি ডোনার', 'পিকু'-র মতো হাসির ছবি তৈরি করেছেন...

ব্রিজেন্দ্র : সুজিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করেছি । ওঁর কম্পানির একটি ছবি 'শাদি.কম'-এ কাজ করেছিলাম । তারপরে অনেকবার মনে হয়েছিল, কবে সেই সুযোগ পাব । কয়েকটি বিজ্ঞাপনের ছবিতেও কাজ করেছিলাম । উনি যেই ছবিগুলো আগে বানিয়েছেন, সেখানে মনে হয়েছিল আমারও হয়তো জায়গা হবে । অবশেষে সেই দিন এল, আমার একটা সুযোগ হল । প্রথমদিন থেকে, যেদিন থেকে তিনি আমার সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে শুরু করেন, স্টেপ বাই স্টেপ, সেটা আমার খুব ভালো লাগে । বোঝা যায়, একজন পরিচালকের স্ট্যান্ডার্ড । আমি তো প্রথমদিন থেকেই বুঝেছিলাম, সুজিত কী ধরনের পরিচালক । সেটে কীভাবে অভিনেতাকে কমফোর্ট জ়োনে আনতে হয়, সেটা তিনি জানেন । একদিকে বচ্চনসাহবের মতো অভিনেতা, অন্যদিকে আমার মতো, বিজয়রাজের মতো অভিনেতা । তাঁদের সবাইকে নিয়ে কাজ করার সুন্দর পদ্ধতি জানা আছে সুজিতের ।

sdf
সুজিত সরকারের ব্রিজেন্দ্র কালা
  • প্রশ্ন : আপনার কি কোনও অডিশন হয়েছিল ?

ব্রিজেন্দ্র : আমার অডিশন হয়নি । ফোন এসেছিল । কস্টিং করেছেন যোগীভাই । তিনি আমার খুব ভালো বন্ধু । সুজিতের অধিকাংশ কাস্টিং উনি করেন । তিনি আমাকে একদিন ফোন করে বলেন, "কালাভাই, সুজিত একটা ছবি তৈরি করছে, সেখানে এরকম একটা আইনজীবীর চরিত্র আছে, আপনাকে করতে হবে ।" আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম । সুজিতের সঙ্গে ভালো করে আলাপ হল । স্ক্রিপ্ট শুনলাম । কী অসাধারণ স্ক্রিপ্ট । তখনই আমি বলে ফেলি, এই ছবিটা আমি করছি।

  • প্রশ্ন : লখনউতে শুটিং হল...

ব্রিজেন্দ্র : আমি উত্তরভারতের মফস্বলে বড় হয়েছি । লোকে অভিনয়ের জন্য মুম্বই যায়, আমি লখনউতে পালিয়েছিলাম থিয়েটারের জন্য । এটা আমার একটা পুরোনো জায়গা । তাই লখনউ আমার জন্য খুব পছন্দের একটা জায়গা । তাই সেখানে শুটিংয়ের অভিজ্ঞতাও আমার খুব ভালো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.