মুম্বই : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশ উত্তাল । বলিউড থেকেও একাধিক ব্যক্তি সক্রিয় প্রতিবাদ করছেন সরকার প্রণীত এই আইনের । তবে এতদিন সইফের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । আজ তিনি মুখ খুললেন ।
সইফ বলেন, "অনেক জিনিস দেখেই আমাদের চিন্তা হয়, মনে হয় যে এটার শেষ কোথায়...CAA নিয়ে প্রত্যেকের যেমন শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে, তেমন কিছু না করাও স্বাধীনতা রয়েছে ।"
অনেক সময়েই এমন হয় যে, একটা ইশু নিয়ে প্রতিবাদ শুরু হয়..তবে প্রতিবাদ যখন শেষ হয়, দেখা যায় যে, মূল কারণটাই কোথায় হারিয়ে গেছে । এরকম পরিণতি চান না সইফ ।
তিনি বললেন, "আমি যে বিষয়টা নিয়ে প্রতিবাদ করছি, আমার প্রতিবাদ যেন সরাসরি সেই বিষয়টাকে প্রভাবিত করে । এরকম হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে শুরুটা একরকম ভাবে হয় আর শেষটা কিছু আলাদাই হয়ে যায় । তাই আমি যতক্ষণ না প্রতিবাদের আসল কারণটা বুঝতে পারছি, ততক্ষণ প্রোটেস্ট করার ব্যাপারে খুব একটা নিশ্চিত নই ।"
পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পারসি, খ্রিশ্চানের মতো ধর্মীয় সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই সংশোধনী আইনের মাধ্যমে । যেহেতু এই আইনে মুসলিমদের ইনক্লুড করা হয়নি, তাই প্রতিবাদীরা এই আইনকে অসাংবিধানিক বলে মনে করছেন ।