লক্ষ্ণৌ : গত দু'সপ্তাহ ধরে কণিকা কাপুরকে নিয়ে ঘটনা বা দুর্ঘটনার কোনও শেষ নেই । লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা তো দূরের কথা, পাঁচতারা হোটেলে পার্টি অবধি করেছেন গায়িকা । যদিও তাঁর সংস্পর্শে এসে কারো কোরোনা হয়নি, কিন্তু কণিকার দায়িত্বজ্ঞানহীনতায় স্তম্ভিত হয়ে গেছিল দেশ । তৃতীয় বারও টেস্ট রিপোর্টে কোরোনা পজ়িটিভ কণিকা আশা করছেন এবার যেন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন ।
সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে গায়িকা জানিয়েছেন, "আমি এখন শুতে যাচ্ছি । আপনাদের সকলকে অনেক ভালোবাসা । সবাই নিরাপদে থাকবেন । আমায় নিয়ে আপনারা এত ভেবেছেন, তার জন্য ধন্যবাদ । তবে আমি ICU-তে নেই । ভালো আছি আমি ।"
পরের কোরোনা টেস্টে যেন নেগেটিভ আসে রিপোর্ট, আশা কণিকার । বাড়ির মানুষগুলোর জন্য় মন কাঁদছে তাঁর । লিখেছেন, "পরের টেস্টে যেন রিপোর্ট নেগেটিভ আসে । আমার বাচ্চা ও পরিবারের কাছে যাওয়ার অপেক্ষায় বসে আমি...ওদের মিস করছি ।"
20 মার্চ সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভরতি হন কণিকা । হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । যদিও শোনা যায় যে, বেশ ভালো ব্য়বস্থার মধ্যেই রাখা হয়েছে জনপ্রিয় এই গায়িকাকে ।
যে পোস্টটি করে কণিকা নিজের অসুস্থতার কথা প্রকাশ করেছিলেন, সেই পোস্টটি কয়েকদিন পর নিজেই ডিলিট করে দেন তিনি । তারপর আসে এই আবেগঘন পোস্ট । দেখে নিন...