ETV Bharat / sitara

অঙ্কিতার ফ্ল্যাটের EMI দিতেন সুশান্ত !

ED সূত্রে জানা গিয়েছে, সুশান্তের অ্যাকাউন্ট থেকে তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের মালাডের ফ্ল্যাটের EMI-এর টাকা কাটা হত । এই ফ্ল্যাট সুশান্তের নামেই বুক রয়েছে ।

author img

By

Published : Aug 14, 2020, 11:01 PM IST

োে্
েো্

মুম্বই : সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র তদন্তে উঠে এসেছে এক নতুন তথ্য । ED সূত্রে জানা গিয়েছে, সুশান্তের অ্যাকাউন্ট থেকে তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের মালাডের ফ্ল্যাটের EMI-এর টাকা কাটা হত । এই ফ্ল্যাট সুশান্তের নামেই বুক রয়েছে ।

সুশান্ত ও অঙ্কিতার একে অপরের সঙ্গে প্রায় 6 বছর ডেট করছিলেন । সুশান্তের সঙ্গে ব্রেকআপের পর ভিকি জৈনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অঙ্কিতার । অন্যদিকে সুশান্তের সম্পর্ক ছিল রিয়া চক্রবর্তীর সঙ্গে । 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ ।

সুশান্তের মৃত্যুর পর থেকেই কাঠগড়ায় দাঁড় করানো হয় রিয়া চক্রবর্তীকে । তদন্তের সময় একাধিকবার সামনে আসে তাঁর নাম । এমনকী, 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেন কে কে সিং । ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া থেকে শুরু করে টাকা হাতিয়ে নেওয়া সহ একগুচ্ছ অভিযোগ তোলা হয় রিয়ার বিরুদ্ধে । এদিকে মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না কে কে সিং । আর সেই কারণেই CBI তদন্তের দাবি জানান তিনি । পরিবারের সম্মতি পেয়ে CBI তদন্তের সুপারিশ করেন নীতীশ কুমার । সেই সুপারিশে সায় দেন বিহারের রাজ্যপাল ফাগু চৌহান । তারপর বুধবার বিহার সরকারের সেই আবেদনে সম্মতি দেয় কেন্দ্রীয় সরকারও ।

মুম্বই : সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র তদন্তে উঠে এসেছে এক নতুন তথ্য । ED সূত্রে জানা গিয়েছে, সুশান্তের অ্যাকাউন্ট থেকে তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের মালাডের ফ্ল্যাটের EMI-এর টাকা কাটা হত । এই ফ্ল্যাট সুশান্তের নামেই বুক রয়েছে ।

সুশান্ত ও অঙ্কিতার একে অপরের সঙ্গে প্রায় 6 বছর ডেট করছিলেন । সুশান্তের সঙ্গে ব্রেকআপের পর ভিকি জৈনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অঙ্কিতার । অন্যদিকে সুশান্তের সম্পর্ক ছিল রিয়া চক্রবর্তীর সঙ্গে । 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ ।

সুশান্তের মৃত্যুর পর থেকেই কাঠগড়ায় দাঁড় করানো হয় রিয়া চক্রবর্তীকে । তদন্তের সময় একাধিকবার সামনে আসে তাঁর নাম । এমনকী, 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেন কে কে সিং । ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া থেকে শুরু করে টাকা হাতিয়ে নেওয়া সহ একগুচ্ছ অভিযোগ তোলা হয় রিয়ার বিরুদ্ধে । এদিকে মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না কে কে সিং । আর সেই কারণেই CBI তদন্তের দাবি জানান তিনি । পরিবারের সম্মতি পেয়ে CBI তদন্তের সুপারিশ করেন নীতীশ কুমার । সেই সুপারিশে সায় দেন বিহারের রাজ্যপাল ফাগু চৌহান । তারপর বুধবার বিহার সরকারের সেই আবেদনে সম্মতি দেয় কেন্দ্রীয় সরকারও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.